অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যবনের আকাশে একটা চাঁদ দেখতে পেলাম
তার পাশেই ভোজালি হাতে এক নেপালী গোর্খা
সমান্তরাল মেঘ আর তাকে ভ্রকুটি করা জলকণা
দীর্ঘ ছায়া হয়ে বুকের দুপাশে ঝুলে থাকা হাত, রেড ইন্ডিয়ান নারী আর ড্রামের তালে শরীর দোলানো ক্যারিবীয় বালিকা
সবকিছু ছবি নয়- সাজানো নয়
তবু যেন ছবি মনে হয়
তুচ্ছ এক লিপিকার হঠাৎ কিছু না ভেবে তুলি হাতে প্রান্তিক হয়ে গেলে যা হয়
-অর্জুন মান্না
মন্তব্য
অসাধারণ কবিতা!
মিস ক'রে গেছিলাম কেমনে কেমনে! আজই দেখলাম।
সত্যিই খুব ভালো লাগলো মান্না।
শব্দটা ভ্রূকুটি, না?
আর, আরো একটা পরামর্শ, মনে রেখেন- হঠাত লিখে ত'র পরে হসন্ত দিলে ত্ আসে এখানে। আর, আপনি যদি খণ্ডত্ প্রেস ক'রে লেখেন, তাহ'লে আসে ৎ।
লেখেন না কেন আরেকটু নিয়মিত?
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন