অন্য আলো

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ৩০/০৯/২০০৯ - ১০:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অন্য আলো

তোমাকে আলো ভেবে নিমগ্ন হয়ে দাঁড়িয়েছিলাম -
মনন্তরের এক নির্জন ভোরে ।
ঘাসে ঘাসে শিশিরের দীর্ঘশ্বাস
পাখিদের কলরবে প্রগাঢ় মাতম ।

হেঁটে হেঁটে যতদূর চোখ যায়
শুধু মরিচিকার স্নিগ্ধ সর্বনাশ ।
তোমার চিবুকের মতো কোমল কোন আর্তনাদ যেন
তার দু'চোখে ছড়িয়েছে - বিষন্ন জীবনের অভিশাপ ।

এভাবেই তো তোমার সতত চলাচল
টুকরো চাঁদের মতো তুমি যেন অসম্পূর্ন হয়ে
ঘুমিয়ে আছো কোন ক্লান্ত হ্বদয়ের দূর্নিবার সপ্ন গুলোকে
জড়িয়ে ধরে।

চারিদিকে তোমার চোখের মতো অন্দ্বকার,
রক্তিম কোন আঘাত এসে যারে
মুঠোয় ভরা জলের পিপাসা দিয়ে গেছে।
তুমি ছিলে তাকিয়ে - নির্জন,
কোন ঘুম পরীর ঘোর লাগা আবেশে ।

সেই নির্জন ভোরের আলো দেয়নিকো প্রভাত,
দিয়ে গেছে শুধু নির্বাক অস্তিত্তের ভেতর
বিন্দু বিন্দু - শিশিরের দীর্ঘশ্বাস ।

অনুপম ত্রিবেদি ।[b]


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

কবিতায় এতো বানান ভুল দেখলে দুঃখ হয়:

মনন্তরের
মরিচিকার
বিষন্ন
অসম্পূর্ন
হ্বদযে়র
দূর্নিবার
সপ্ন গুলোকে
অন্দ্বকার
অস্তিত্তের

জুয়েইরিযাহ মউ এর ছবি

কবিতা চলুক
পোস্ট করার পূর্বে বানানগুলোয় চোখ বুলিয়ে নিবেন নাহয়। হাসি

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। আসলে গতকাল আমি অভ্র ইন্সটল করেছি। এখনো ঠিকমতো ব্যবহার করতে পারিনা। কিছু কিছু বানান টাইপ করতে পারিনি আর কিছু কিছু আমার নিজস্ব ভুল।

তবে আমি জানিনা কিভাবে কোন ব্লগ মুছে দিতে হয়। নইলে মুছে দিতাম। ভুল বানান দিয়ে সচলায়্তনের পাঠকদের বিরক্ত করার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি।

- অনুপম ত্রিবেদি

মূলত পাঠক এর ছবি

আহা মুছবেন কেন, প্রথম প্রথম সমস্যা হয় বেশির ভাগ লোকেরই।

পরের পোস্ট লেখার পর একবার প্রিভিউ দেখে তারপর 'সংরক্ষণ' বোতাম টিপবেন, তাহলে অজান্তে যে সব টাইপো হয়েছে বা কী-বোর্ডের কারণে, সেগুলো শুধরে নেওয়ার সুযোগ থাকবে।

জুয়েইরিযাহ মউ এর ছবি

আপনি যদি অভ্র ছাড়া অন্য কোন টাইপে লিখতে অভ্যস্ত হয়ে থাকেন তবে সেটা ব্যবহার করেও লিখতে পারেন।
অন্য কোন টাইপে লেখা ইউনিকোডে বদলাতে প্রথমে আপনার লেখা পেস্ট করুন টেক্সটবক্সে। তারপর পেস্ট করা লেখা সিলেক্ট করে টেক্সটবক্সের উপর "বদলাও" চাপুন। কোন ধরনের লেখা সেটা বলে দিন bijoy, bij, bangsee, bang, boisakhi, boi, bornosoft, borno বা nukta, nuk এভাবে। তারপর ওকে ক্লিক করুন।
ভালো থাকুন হাসি

নির্জন স্বাক্ষর এর ছবি

" এভাবেই তো তোমার সতত চলাচল
টুকরো চাঁদের মতো তুমি যেন অসম্পূর্ন হয়ে
ঘুমিয়ে আছো কোন ক্লান্ত হ্বদয়ের দূর্নিবার সপ্ন গুলোকে
জড়িয়ে ধরে। "

জোশ লাগলো সু ভাইয়া। চলুক

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ, মূলত পাঠক এবং মউ। আমার উপকারে আসবে ব্যপারগুলো।
------------------------------------------------------------------------

ওরে আমার কাউয়া রে, তোর জোশ লাগসে শুইন্না আমারো ভালা লাগলো।

অনুপম ত্রিবেদি ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।