বিভেক মানুষের সর্বচ্ছ আদালত: রেনেসাঁ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ৩০/০৯/২০০৯ - ৯:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

কয়েকদিন আগে গিয়েছিলাম সুনামগঞ্জ। ইচ্ছে ছিল নিজের কাজটুকু সেরে যাব বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ী। সময়ের অভাবে যেতে পারিনি তাঁকে দেখতে। ভেবেছিলাম শীতকালে হাতে সময় নিয়ে আসব। ঘুরে ঘুরে দেখব হাওড়, অতিথি পাখি আর ডিঙ্গি ভাসিয়ে যাব দিরাই এর উজানধল গ্রামে বাউল সম্রাটের বাড়িতে। তার আগেই চলে গেলেন এই মহান সাধক পুরুষ। বিনম্র শ্রদ্ধা জানাই তাঁর স্মৃতির প্রতি।

সুনামগঞ্জ জেলার অনেকেই রাষ্ট্রের অনেক বড় বড় পদে অধিষ্ঠিত থাকলেও এই জেলার যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানালেন জেলার ১১টি উপজেলার মধ্যে ৭টির সাথে জেলা সদরের সড়ক পথে কোন যোগাযোগ নেই। নৌকায় তাদের একমাত্র অবলম্বন।

বাস থেকে তোলা নরসিংদির সবুজ প্রান্তর
[img=auto]IMG_4639[/img]
ধানের নাড়া গরুর খাবারের জন্য শুকিয়ে রেখেছে কৃষকরা
[img=auto]IMG_4638[/img]
সুনামগঞ্জে হাসন রাজা মিউজিয়ামে সুরক্ষিত তাঁর ব্যবহৃত কয়েকটি জিনিস
[img=auto]IMG_4681[/img]
সুরমা নদী
[img=auto]IMG_4695[/img]
দেখার হাওড়ে জমে আছে কচুরিপানা
[img=auto]IMG_4708[/img]
দেখার হাওড়ের দুই পাড়ের মানুষের যোগাযোগের মাধ্যম নৌকা
[img=auto]IMG_4758[/img]
দেখার হাওড়ে ছোট নৌকা দিয়ে মাছ ধরছে জেলেরা
[img=auto]IMG_4710[/img]

IMG_4716
হাওড়ের পানিতে মেঘের ছায়া
[img=auto]IMG_4759[/img]
হঠাৎবৃষ্টি নামলো
[img=auto]IMG_4767[/img]
ফিরলাম সর্বচ্ছ আদালতে চড়ে
[img=auto]Picture2[/img]

রেনেসাঁ


মন্তব্য

কবীর এর ছবি

অনেক সুন্দর ছবি। দেখে খুবই ভালো লাগলো। মেঘের ছবিটাতো অসাধারণ।

রেনেসাঁ [অতিথি] এর ছবি

ধন্যবাদ কবীর।

মামুন হক এর ছবি

সর্বচ্ছ আদালতে আমার নাম দেখে চমকাইয়া গেলাম!
ছবিগুলা দারুন হইসে হাসি

রেনেসাঁ [অতিথি] এর ছবি

ধন্যবাদ মামুন হক।
কাটছে কেমন সেখানে?

শাহেনশাহ সিমন এর ছবি

এমন সুন্দর একটা ফটোব্লগের সাথে শিরোনামটা একদমই যাচ্ছেনা

_________________
ঝাউবনে লুকোনো যায় না

রেনেসাঁ [অতিথি] এর ছবি

ধন্যবাদ শাহেনশাহ সিমন। শিরোনামটা আমার কাছেও একটু কেমন কেমন লাগছে। ভবিষ্যতে আর হবেনা।

ফিরোজ জামান চৌধুরী এর ছবি

দারুণ সব ছবি।
খুবই খালো লাগলো।

আপনি তো দেখি দুই হাতে লিখে যাচ্ছেন- যাকে বলে সব্যসাচী।
ধন্যবাদ রেনেসাঁ।

ঝিনুক নীরবে সহো, নীরবে সয়ে যাও
ঝিনুক নীরবে সহো, মুখ বুঁজে মুক্তো ফলাও।

ফিরোজ জামান চৌধুরী এর ছবি

খুবই ভালো লাগলো। দারুণ সব ছবি।

আপনি তো দেখছি দুই হাতে লিখে যাচ্ছেন,যাকে বলে সব্যসাচী।

ধন্যবাদ রেনেসাঁ।

ঝিনুক নীরবে সহো, নীরবে সয়ে যাও
ঝিনুক নীরবে সহো, মুখ বুঁজে মুক্তো ফলাও।

রেনেসাঁ [অতিথি] এর ছবি

দুইহাতে লিখছি জন্যই কি দুইবার মন্তব্য- একটার সাথে এর একটা ফ্রি...........হা হা হা..

আমি একা সব্যসাচী হব কেন? কম্পিউটার যারা ব্যবহার করে তারা সবাই সব্যসাচী। একহাতে কম্পিউটারে লেখা খুব কষ্টের। আর এখন শুধু হাত নয় পা এবং ক্যামেরাও কাজ করছে।
ক্যামুন দিলাম?????? মদনা তামুক দে.............

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সুন্দর ছবি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রেনেসাঁ [অতিথি] এর ছবি

ধন্যবাদ নজরুল ইসলাম |কন্যা কেমন আছে?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।