"জিয়া-টিয়া বাদ দিয়া ভিড়ে যাও মুজিবে দু'দিনেই দু'জনের ডিফারেন্স বুঝিবে!
ডিজিটাল কালচারে ইজি টাল হইলে আখের গোছানো যাবে পস্তাবে নইলে!"
ঊনমানুষ
ভাই বলতে দ্বিধা নাই আপনাকে দিয়ে সবটা মিলিয়ে ছড়াটা ভালোই হবে তবে মাঠ গরমের ভাবটা ছাড়তে হবে।
-------------------------------------------------------- দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা আমি তো বেকার পেয়েছি লেখার স্বাধীনতা
-------------------------------------------------------- দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা । আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
বেশ ভালো লাগল।
ছড়া ভালো হয়েছে। আরো পড়ান।
--------------------------------------------- আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি অবুঝ আমি তবু হাতের মুঠোয় কাব্য নিয়ে ঘুরি।
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি অবুঝ আমি তবু হাতের মুঠোয় কব্য নিয়ে ঘুরি।
মন্তব্য
ভাই
বলতে দ্বিধা নাই
আপনাকে দিয়ে
সবটা মিলিয়ে
ছড়াটা ভালোই হবে
তবে
মাঠ গরমের ভাবটা ছাড়তে হবে।
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা
আমি তো বেকার পেয়েছি লেখার স্বাধীনতা
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।
বেশ ভালো লাগল।
ছড়া ভালো হয়েছে। আরো পড়ান।
---------------------------------------------
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কাব্য নিয়ে ঘুরি।
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কব্য নিয়ে ঘুরি।
নতুন মন্তব্য করুন