সচলের জন্মলগ্ন থেকেই, এর নিয়মিত পাঠকদের একজন ছিলাম। কিন্তু সুন্দর সুন্দর লেখা পড়তে পড়তে (তেল দিচ্ছিনা, কসম), নিজের মাঝেও ইচ্ছে জাগতে লাগলো কিছু লেখার চেষ্টা করার। তাই একদিন আল্লাহর নাম নিয়ে নিবন্ধনও করে ফেল্লাম। তারপর থেকে সেই যে 'আমি অপার হয়ে বসে আছি ওগো দয়াময়, সচল করে ফেলো আমায়' গান শুনে যাচ্ছি, অথচ কারোর কোন খবর নেই। অগত্যা, গুরু বলে মানি এমন এক 'সচল' কে গুতানোর পরে শুনতে হল : 'গরু, সচল হতে গতর খাটা' । মূলত: সেই কারণেই এই লেখার চেষ্টা করা।
লেখালেখির সাথে আমার সম্পর্ক সেই ঊনিশ শত পঁচাশি সালের দিকে। বাবা মায়ের কাছে শুনেছি বাড়ির দেয়ালগুলো ছিল আমার খাতা, আর আমি ছিলাম মূর্ত ছবির এক অনন্য সাধারণ প্রতিভা। হায় ! আমার সেই চিত্র/সাহিত্যকর্মগুলো কালের আবর্তে আজ আজ কয়েক প্রলেপ রংয়ের নিচে চাপা পড়ে আছে, নিরস পিতার সৌজন্যে। ড: যাহি হাওয়াসের নাতির নাতিরা হয়ত কোন একদিন দেওয়াল ঘষে উদ্ধার করবে সেসব শিল্পকর্ম।
ধীরে ধীরে বর্ণ পরিচয় হল, আমিও লেখালিখি চালিয়ে যেতে থাকলাম। শুনেছি, শ্রেণী শিক্ষক/শিক্ষিকারা কঠোর পরিশ্রম করতেন বোধগম্য কিছু আবিষ্কার করতে, কিন্তু আগেই বলেছি 'সহজ কথা যায়না বলা সহজে' - তাই মূর্ত ছবির ভক্ত আমার সেই লেখা তাদের কাছে প্রাচীন মিশরীয় লিপির মতনই দূর্বোদ্ধ ঠেকত। পিতার সৌজন্যে নজরুলের মত দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত না হতে হলেও নিজের এই গুণেই শিক্ষকের কষে মারা বেত্রাঘাতে বার বার আক্রান্ত হয়েছি। লেখার কারণে নির্যাতনের স্বীকার অসংখ্য লেখক/কবি/চিত্রকরদের কাতারে আমিও তাই একজন। তবে আমি নিশ্চিত আমার মতন অনেক সহসচল আছেন যারাও কিনা একি কারণে ভুক্তভোগী।
এতদ সত্ত্বেও কেউ পারেনি আমায় দমি্য়ে রাখতে, পরীক্ষার ফল প্রকাশ পেলেই দেখা যেত গণিত বাদে বাকি সকলেই বিকিনি পরে ইজ্জ্বত বাচাচ্ছে। এই দু:খেই যন্ত্রগণকের সাথে পরিচিত হওয়া মাত্রই অভিমান করে কালি কলম থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। চাবি টেপাটেপির মাধ্যমে আমার লেখালিখির পূনর্জাগরণ হল। হারিয়ে গেল আমার মূর্ত শিল্পের প্রতিভা । হয়ত মরণোত্তর সম্মান আমিও পাব কোন একদিন, কিন্তু ততদিন, এ আক্ষেপ আমি কোথায় রাখি?
সাফি
rajputro এট জিমেইল
পাদটিকা : তবে সবাই যে, মুখ ফিরিয়ে নিতেন তা কিন্তু নয়, আশবাদী মা, শুধুমাত্র আমার লেখালেখির গুণেই চিকিৎসক হিসেবে আমার লোডশেডিংহীন ভবিষ্যত দেখতেন। কিন্তু মায়ের কথা আমি রাখিনি। প্রথম সুযোগেই জীববিগ্ঞানকে (কিভাবে লিখব?) ঝেটিয়ে বিদায় করেছি জীবন থেকে।
-সঠিক বানান লিখতে আমায় সাহায্য করুন-
মন্তব্য
পাঠকদের বলি, এই গরুটা আমাকে ব্লগের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলো। ২০০৪ এর কোনো একদিন মেসেঞ্জারে ব্লগার.কম এর সন্ধান দেয়। এরপর বুড়িগঙ্গার পানিতে এসে মেশে কত টনকে টন আবর্জনা, ঘরে থাকে না কেরোসিন ...।
আর আমাকে ইনি পরিচয় করিয়ে দিয়েছিলেন জনৈক ব্লগার হিমুর লেখার সাথে...
সাফি ভাই, সচলে আপনার এটা সম্ভবত প্রথম লেখা (অন্তত আমার পড়া...), তাই স্বাগতম জানাই!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
দেখেন হিমু ভাই, ব্লগার হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করার পিছনে আমার কি অক্লান্ত অবদান হ্যা তানিম, এটাই পরথম
এটাতো আমার নিজেরই মনে ছিলনা
আপনার এতো বড় সর্বনাশ করার পরেও এর সাথে আপনি সম্পর্ক রেখেছেন !
আপনি তো ভাই দয়াল বাবা ক্বেবলা কাবা।
চিৎকার করে বলুন - ফিরিয়ে দে শয়তান , ফিরিয়ে দে আমার জীবনের এতোগুলো বছর।
আরিফ জেবতিক ভাই,
খালি এইটাই দেখলেন? যত্ন করে কামড়ানোর আকাংখা মানুষের কাছে পৌছে যাচ্ছে যে, সেইটা দেখলেন না?
ভালো লাগল, লিখতে থাকুন।
বিজ্ঞান = b i j + N G a n (যদি সচলের ফোনেটিকে লিখেন)
বিজ্ঞান = b i j N G a n (যদি অভ্র ব্যবহার করেন)
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
আমার ৪.৫.১ এর অভ্র ফোনেটিকে biggan লেখাতেই কাজ হচ্ছে।
------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
তাইলে তো মনে হয় আমার ইন্সটলেশনে ঘাপলা হ্যাজেস
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ধন্যবাদ সাইফ ভাই। আরও জানতে চাই স্বরে অ আর খন্ড ত লেখার কৌশল
ভালোই লাগলো, তবে বড়ো সংক্ষিপ্ত। আরেকটু বড়ো লেখেন, গতর খাটান!
ধন্যবাদ পাঠক ভাই। অনেকদিন পরেতো তাই একটু গা ঝাড়া মেরে নিচ্ছি। দুদিন পরেই আশা করি দৌড়াব তখন হয়ত বকানো স্বভাবের বাচ্চার মতন আমা্য় চুপ করা শেখাতে হবে
বাজে বকা থামানোর টেকনিক জানি না এমন সন্দেহ আর আছে কি? হাতে নাতে প্রমাণ দিলাম তো!
তা'বলে ভালো লেখার কদর করি না তা নয়, লিখতে শুরু করেন, একেবারে স্পষ্টভাষায় বলে যাবো কেমন লাগলো। আপনি তো আর সেই অর্থে নবীব ও কাঁচা নন, আপনার কোমল প্রাণ নিয়ে আমি চিন্তিত নই।
কোন সন্দেহই নেই। যেখানে প্রমাণ দিয়েছেন সেখানে আর গ্যাঞ্জাম বাড়াতে চাইনি, তাই এখানে ওই প্রমাণের জন্য বললাম।
আমারও কোন সন্দেহ নেই। আপনার মতন পাঠক, লেখক তৈরী করার হাতিয়ার। আশা রাখি আশাহত হবেন না
অল্পতেই মজা পাইলাম...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ধন্যবাদ
মজা পাইলাম। আরো লিখুন।
--------------------------------------------------------
--------------------------------------------------------
শুকরি্য়া
ফুরুৎ করে শেষ। গতর খাটান আরও।
সচলে স্বাগতম।
ইশতিয়াক ভাই, লেখার সময় আসলে অতটা চিন্তা করে লিখিনি, যা মনে এসেছে তাই লিখে গেছি, ভবিষ্যতে হিন্দী সিরিয়ালের মতন করে কলেবর বাড়ানোর কথা দিলাম
স্বাগতম। মাত্র পাঁচ বছর গেছে। বেশি বেশি গতর খাটান।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
শোমচৌ ভাই, আরও আঠাশ বছর বাকি........
হা হা হা ... তা বেশ কয়েক বছর তো ঘুম পাড়লেন, এবার মাঠে নেমে পড়ুন।
প্রকৃতিপ্রেমিক ভাই, নেমেতো পড়েছি দেখতেই পাচ্ছেন। কিন্তু আমার বানানের দূর্দশা চিন্তা করে আপনি এত আনন্দ পেলেন কিভাবে? আর ঋ-কার কিভাবে লিখব?
আমি ফোনেটিকে লিখি কৃ এইভাবে: kw
নিয়মিত লিখুন, কথা দিলাম নিয়মিত পড়বো।
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ধন্যবাদ
সচল এ খতর খাটিয়েও কাজ হচ্ছেনা। মোট ১১টি লেখা প্রকাশিত হয়েছে তবুও সচল হতে পারিনি, এখনও অতিথি লেখক। আবার যাকে সচল চিনালাম সে সদস্যপদ পেয়ে গেছে। জয়-পরাজয় বড় কথা নয় মাঠে থাকাটাই গুরুত্বপুর্ণ।
সচল এ স্বাগতম।
ভাই, আমি ২২ টা লেখা দিয়ে (তৎকালীন রেকর্ড) তারপর সচল হইসিলাম। মন খারাপ কইরেন না।
মডুগো পিডা দিতে হেল্প লাগলে বইলেন
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
দুঃখডা কমাইলেন। আপনার রেকর্ড বোধহয় আমার দখলে আসবে।
রেকর্ড দূর আছে ... কম করেও তিনজন আছেন যাঁরা পঞ্চাশ পার করে তারপর সচলে হইছেন
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
আমারেও ডাইকেন
আমি সম্ভবত ৪৫ টি লেখার পরে সচল হয়েছি !!!!
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
প্রথম পোস্ট থেকেই তো আপনার নাম সচল জাহিদ
কাজেই আপ্নে ডিসকোয়ালিফাইড
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আমার ৩৩ খানা লেখার পর সেই ঘটনা ঘটেছিলো। সচল হওয়া একজাতের প্রমোশন, কাজেই তাতে খুশি হওয়া স্বাভাবিক। কিন্তু সত্যি বলতে কী, একবার অতিথি লেখক থেকে হাফ-সচল হয়ে গেলে তারপর লেখালেখি করতে সমস্যা তো কিছু নেই। এডিট করা এবং ঘন ঘন লেখা দেওয়ায় বাধানিষেধ আছে অবশ্য, তবে একবার রিভিউ করে নিলে বানান-টানান নিয়ে সমস্যা হবার কথা নয়।
যাক তাও সচলানন্দ নেহাত ফেলনা জিনিস না, কাজেই, 'গতর খাটান'।
আপনাদের আমলে তো হাফ সচল বলে জিনিসটা ছিল...তাতে করে আপ্নারা নিজের নামেই লেখা প্রকাশ করতে পারতেন প্রায় শুরু থেকেই...আমাদের আমলে আমরা শুধু বেনামী অতিথি একাউন্ট থেকে লিখে যেতাম...তাই সচলত্ব প্রাপ্তি একটা বড় ব্যাপার ছিল। হাফ-সচল সিস্টেম থাকলে সচল হওয়া নিয়ে কোনদিনই এত হাউকাউ করতাম না।
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
হায় হায় একি শোনালেন! আমার আকার শাহেনশাহের মতন, এমন গতর খাটা খাটতে হলেত দুদিন পরে সবজান্তার মতন হয়ে যেতে হবে!
গতর খাটান বস। আপনার লেখার ক্ষমতা আছে। একটু কষ্ট করেন আমাদের জন্য
মামুন ভাই,
লিখিতো নিজের জন্যই..আপনারা কষ্ট করে পড়ে আনন্দ পেলেই আমি সার্থক
সুস্বাগতম "রাজপুত্র" সাফি ভাই
আমাকে ঠিক সে অর্থে ব্লগ না চিনালেও, ব্লগিং এর প্রথমদিক থেকেই নিয়মিত যার ব্লগে ঢুঁ মারতাম, সাফি ভাই তাঁদের একজন।
সাফি ভাই, আন্দাজ করেন, আমি কে ?
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সবজান্তার জ্ঞানের আলোয় চারিদিক আজ জ্যোতির্ময়
গতর খাটাইতে পারতাম না বলে সচলে অনেকদিন অনুপস্থিত ছিলাম। আজকে এসেই দেখি আপনার মূল্যবান পরামর্শ। আবার প্রেরণা নিয়ে শুরু করলাম, যেভাবেই হোক লেখা একখান দিতেই হবে। আপনাকে ধন্যবাদ এমন একটি লেখা দেওয়ার জন্য।
তপু ভাই,
ধন্যবাদ। আপনার লেখা পড়ার অপেক্ষায় থাকলাম
জোরে বল ......হেইও
আরো জোরে......
বলসি রিয়াজ ভাই
ভাইজান তো মনে হইলো এই ভুবনে বহু পুরান পাপী; তাইলে গতর খাটাইতে তো বেশি খাটতে হইবো না...
লেখা ভাল্লাগসে বস ...
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
ধন্যবাদ, কাজ কাম নাই ভাই , এর ওর ব্লগ পড়ে বেড়াই
এই পোস্ট কি গতর খাটানোর পূর্বাভাসমাত্র?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ঠিক ধরেছেন পলাশদা
এমা এত ছোট করে লিখলে কি আর তাড়াতাড়ি সচল হওয়া যাবে? বেশি বেশি আর বড় বড় লেখা দিন। লেখা ভাল লেগেছে।
---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।
---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।
আফা, বেশি দেওন যাইবনা, তয় বড়দেওনের চেষ্টা করুম। এম্নেই আপ্নের চোখ খারাপ আবার চিকিৎসাতেও অনাগ্রহী, বড় লেখা দিয়ে আপনারে কানা করুম না
"রাজপুত্র" (দেখতে সেরকমই) বাংলাদেশের পুরোনো ব্লগারদের মধ্যে একজন।
এগুলো বাংলায় পড়তে চাই:
http://www.ishafi.com/2004/08/tritio-netro.html
http://www.ishafi.com/2005/07/ontohin-poth.html
http://www.ishafi.com/2005/07/adda.html
http://www.ishafi.com/2005/09/ondhokar-theke-alor-pothe.html
একটু গতর খাটিয়ে সেই লেখাগুলো সচলে আনলেই হয়
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
রেজওয়ান ভাই,
ভাল বুদ্ধি দিসেন, হাবিজাবি কিসু লেখা এদিক ওদিক করতে হবে। আপনার খবর কি? নতুন জায়গায় যেয়েই তো বাস্তবিক অর্থেই কাঁপায় দিতেসেন । সাবধানে থেকেন। আর কষ্ট করে পুরাতন কয়েকটা লেখা খুঁজে বের করার জন্য ধন্যবাদ
হুম!!!!!! আপনাকে আগে থেকেই চিনি। হিমুর ব্লগে আপনার মন্তব্য দেখতাম। সেই মন্তব্য ফলো করে আপনার ব্লগেও গিয়েছি। আপনি তো ভাই দেখতেও সেইরকম!!!!!!
সচলায়তনে স্বাগতম। হাত-পা খুলে লিখে যান।
মুশকিলে ফেল্লেন দ্রোহীদা। কেউ আমারে চিনে আর আমি তারে চিনিনা শুনলে মন চিনচিন করে! যদিও আপনার লেখা পড়েছি
স্বাগতম।
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ মুস্তাফিজ ভাই, ফ্লিকারে কথা হয়েছে কিন্তু
আপনার ইংরেজী ব্লগ দেখেও মনে হল আপনি লেখালেখির ব্যাপারে বেশ ধীর গতির। এই গতিতে চললে ইহজনমে সচল হতে পারবেন বলে মনে হয়না
ভাই, আমি মানুষটা চরম আইলসা । গুতা না খাইলে কিসুই করতে মন চায়না
- খালি গতরে হবিনানে, ঠ্যাঙ-হাত-পাও সব খাটাতি হবিনে। নাইলে ইহ জনমেও সচল হওন লাগবি না! মোর লাহান ঝুইলে থাহা লাইগবেনে। মুই য্যামনে 'ম্যায় সাজন ঝুলা ঝুলু, তো ওয়াদা ক্যায়সে ভুলো' কইরে ঝুইলে আছি, সেইরম।
তয় মুই আবার ইট্টু আধটু ঘুষটুষ খাই (ঘুষি টুষি না)। চরিত্রে কিঞ্চিৎ লালিমা আছে আরকি! আপনে চালে মোরে কিছুমিছু উপহার দেবার পারেন। মুই এট্টা চেষ্টা চরিত্রে কইরে মডুগোরে কিছু ঢাইলে ঢুইলে কয়া দেবানে। [যদিও মুই নিজেই পরায়-ই হুমকি খাই, মোরে নিকি অতিথি সচল বানায়া দেয়া হইবে]
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনার উপস্থিতিও ইদানিং কমে গেছে মনে হয়। কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন নাকি?
- আরে ক্যায়া বোলতা হ্যায় পিপিদা! নিজে বনবাসে থাইকা আমারে জিগায় আমি বনবাসে ক্যা? আমি ব্যস্ত, তয় ইজি কাজে। ঐযে কথায় আছে না, 'যে হৈলো আজাইরা তার নাই কামের অভাব'! ঠিক কৈলাম তো নাকি?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঠিকই তো আছে মনে হয়। ইদানিং অনেকেই অনিয়মিত হয়ে পড়েছে। শিমুল লেখেনা, শোহেইল ভাই লেখেনা, অমিত লেখেনা, অরূপ ছবি দেয়না, শামীম ভাই তো লগিনই করেনা, সবজান্তা লেখেনা, মাহবুব মুর্শেদ মধ্যে মধ্যে হাজির হয়। আর হিমু মোটামুটি নিয়মিত লিখে যাচ্ছে। এরকম আরো অনেকেই যারা আগে ব্লগ মাতিয়ে রাখতো তাদের কেউই নেই। আমিও একটু অনিয়মিত হয়ে পড়েছি। ক্রান্তিকাল যাচ্ছে মনে হয়। পড়ালেখা হাইওয়েতে না উঠলে গন্তব্যে পৌঁছাবে কিভাবে? হাইওয়েতে ওঠার চেষ্টা করছি।
আন্নে কি বরিশালের পুলা নি? মোর কিন্তু শালি আছে কইলাম
ভাই বহুদিন পর গানটা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ! কিন্তু লিরিকস্ টাতে একটু ভুল ধরিয়ে দিচ্ছি, কিছু মনে করবেন না প্লিজ!
আসলে কথাটা হবে ''বিন সাজন ঝুলা ঝুলু, ম্যায় ওয়াদা ক্যায়সে ভুলু''!
কাকুল কায়েশ
শাহেনশাহ আছে, রাজপুত্র ও চলে আইসে। আর ভাবনা কী
দোস্ত কেমন আছিস?
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ভাবনা আছে। আমরা এক লগে লাফাইলে সচলে ভূমিকম্প হ্ য়ে যাইতে পারে। তয় তুই বেটা হুকায়া গেসস। বাবুর্চি এর লগে কমিশন এর বন্দ্যোবস্ত নাই আর?
গতর খাটাইটে খাটাইতে হুকায়া পাটখরির লাহান হোয়া গেলো আর সচল মডুরা অবিচল। পুষ্টে পেলাস আর মডুদের মাইনাচ।
যাউক
লেখালেখিটা যে গতরকামলার কাজ এতোদিন পরে আমি ছাড়া দ্বিতীয় কেউ স্বীকার করলো দেখে ভাল্লাগছে
বাংলা বাক্যগঠন করতে না পারার যুগে আমারে যে লেখার কথা বলত (মরে গিয়ে ভূত হয়ে গেছে বহু বছর) সে লেখকের উদাহরণ দিতো কাঠুরিয়ার সাথে
নতুন কাঠুরিয়া যেমন কাঠ কাটতে কাটতে শিখে ফেলে ঠিক মতো কোপ দেয়ার কৌশল (খালি গতরের যোগে)
তেমনি নাকি লেখকও
কল পিষতে পিষতে (এইযুগে পড়তে হবে কীবোর্ড ভাঙতে ভাঙতে) লেখক হয়ে যায়
০২
নিজেরে দিয়াইতো টের পাই
খালি গতরের জোরে সাতখান বইযের মালিক
০৩
দেন
হেইও বইলে নিজের গতরে নিজে একখান ঠেলা দেন
লীলেন ভাই ,
বিনয় করলেন। উৎসাহ পাইসি। ধন্যবাদ
অনেকের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে- ব্লগজগতে একজন পুরনো মানুষ আপনি। তবে আপনার লেখা আমি প্রথমবারের মতো পড়লাম। বেশ লাগলো। মজা পেলাম। আশা করবো, শুরু যখন করেছেন, তখন গতর খাটানোর স্পিডটা একটু বাড়িয়ে দিন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
তেলাপোকা বেচে আছে, ডাইনোসরাস নেই। আমার সেই অবস্থা আরকি। মন্তব্যের জন্য ধন্যবাদ
আমিও আপনার লেখা আজকেই প্রথম পড়লাম। মজা লাগল খুব
আশা করি, আরও বেশি বেশি গতর খাটাবেন, আর খুব তাড়াতাড়ি সচল হয়ে যাবেন। লেখেন আরও...
বিডিআর ভাই,
ধন্যবাদ
ওরেব্বাবা
আপনি প্রহরীর বিডিআর নামও জানেন?
তাইলে আপ্নি সচল হন্না কেন?
'ফ্যাসিবাদী' মডুদের কথা আর নতুন করে কি বলব লীলেনদা?
স্বাগতম সুখি রাজকুমার।
ধন্যবাদ যুধিষ্ঠিরদা। আপনারে চেনা চেনা লাগে কেন?
হুম্, গতর খাটান। ভবিষ্যত আলোকিতো না হলেও অমাবশ্যা কেও ঠেকাতে পারবে বলে মনে হয় না।
----------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
কি কইলেন ভাই, মাথার উপর দিয়া গেল। কষ্ট কইরা মন্তব্য করসেন তাই ধন্যবাদ
আপনে দেখি পুরান পাপী... এইখানে নতুন কইরা স্বাগতম... লিখতে থাকেন হাত পা খুলে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ। আপনি মাংস রান্না প্যারেকটিস করতে থাকেন। একসুম আইসা খাই্য়া যামু।
হে হে - শুধু গতর খাটাইলেই হবে না - শিষ্টাচার মেনে চলে লোকজনের সাথে অমায়িক ব্যবহার করবেন - নাইলে চিত্ত বেশি ভয় শুন্য রাখলে সমস্যা আছে - আমার মতন অবস্থা হবে - সচল হতে চাইলে "সচলায়তনের লোকজনই শুধু না, ঘোড়ায় ভি হাসবো!"
দেখলেংগে। আমি কি ডরাই সখা সচল রাঘবে?
ভাবছিলাম মাসে একদিন লগিন করুম। কিন্তুক সব্বাই আপনেরে খালি গতর খাটাইতে কয় ক্যান, হেইটা জানবার লাইগা লগিন করলাম।
হেরা কি আপনেরে ইয়োগা করবার কয় নাকি ! কারো কথা বিশ্বাস করবেন না। খালি ঘুমাইবেন, আর ঘুম থাইকা উইঠ্যা স্বপ্নের মধ্যে যা যা দেখছেন তা কপি কইরা সচলে মাইরা দিবেন। কারো ক্ষেমতা নাই আপনারে ফিরাইয়া রাখে।
লেখার লাইগা আবার গতর খাটানি ক্যান ! গতর খাটাইবেন সচলের বাদাইম্যারা যেইখানে যেইখানে আড্ডা দেয়, হেইখানে গিয়া হেগোরে ধুমা-মাইর দিবার লাইগা।
সচলে স্বাগতম।
আপনি যে বাথরুমে গিয়া তৃতীয় নেত্রে লেখালেখি করেন, সেইটা দেখছি কইলাম !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধন্যবাদ রণদা। এই কমেন্টটা আগে খেয়াল করিনাই স্যরি। বাদাইম্যাগুলার মধ্যে সিমন থাকলে আমি মারামারিতে নাই তয় ও ছাড়া বাকিগুলা আমার হাতের ময়লা।আর বাথরুমের কথা? শশশশশশশ। পাবলিকে কি না কি ভাববে!
ঐ মিয়া, লেখাটা নিজের ব্লগে আনাও না কেন?
অতিথি হিসেবে প্রকাশিত লেখাগুলি আমার ব্লগে আনব কীভাবে?
অতিথি হিসেবে হয়ত আপনাকে বেশ কিছুদিন ধৈর্য্যের পরীক্ষা দিয়ে সচলায়তনে আসতে হয়েছে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ ব্যাপারে আপনার ধৈর্য্যের প্রশংসা করছি এবং অভিনন্দন জানাচ্ছি। এখন প্রশ্ন হল, সচল হবার আগে অতিথি হিসেবে প্রকাশিত আপনার লেখা এবং মন্তব্যের কী হবে?
লেখাগুলি অবশ্যই আপনার ব্লগে নিয়ে আসা সম্ভব। কিন্তু সেখানে আপনার কাছে থেকে কিছু তথ্য দরকার। প্রথমতঃ অতিথি লেখকের ব্লগে গিয়ে আপনাকে আপনার প্রকাশিত লেখাগুলির লিংক জোগাড় করতে হবে। তারপর এই লিংকগুলি সহ আপনার ব্লগের লিংক আমাদের জানাতে হবে। নীচের উদাহরন দেখুন।
যেহেতু কইবা, আমি তো আইলসা, তাই সব রেডি কইরা দিলাম। নিচের লাইন ৪টা ইমেইল দাও মডু দাদারে। কাজের ব্যস্ততা না থাকলে মডুদাদারা এনে দিবে লেখাটা তোমার ব্লগে।
অতিথি হিসেবে আমার প্রকাশিত লেখা
http://www.sachalayatan.com/guest_writer/27665
সচল হবার পর আমার বর্তমান ব্লগ
http://www.sachalayatan.com/user/rajputro
আর আরেকটু হাত চালাও মিয়া, "কে পাসা" দের আশে পাশে থাকো, হেগো নিয়া ২-১ টা লেখা দাও মিয়া।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
বহুত শুকরিয়া সাইফ ভাই
ও, আরেকটা কথা, এইটা মনে হয় তাহলে পড়েন নাই , http://www.sachalayatan.com/guest_writer/27782
এইটা কবে দিসিলা? জানিই না। অনেক ধন্যবাদ।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সাইব্বাই - কৌতহল থেকে একখান প্রশ্ন - কত মাসের মধ্যে অতিথি হিসেবে নিজের লেখাগুলি নিজের ব্লগে আসে? মানে, আপনার বলা ফরমেটে মডুরে ইমেইল পাঠানোর পরে আর কতদিন অপেক্ষা করতে হয়? ৬ মাস? না আরো বেশি?
ওয়াইল্ড-স্কোপ ভাই,
আমার ক্ষেত্রে বেশ তাড়াতাড়ি হয়ে গেছিল, ধরেন এক সপ্তাহ লেগেছিলো মনে হয়।
মনে হইতেসে আমার ভাগ্য আপনার মতন ভালো না
ei goru amakeo blog er shathe porichito korechilen shei oitihashik amole..... tar dhonno baad ajo deya holo na..... dhonnobaad shafi bhai, blog na thakle ei boring umrikan jibone ekdom, ki bolbo, "bored to death" hoye jetam
-
sheetal
sheetal, কষ্ট করে যখন বাংলায় লিখছেন, সেটা বাংলা অক্ষরেই লিখতে পারেন।
ফোনেটিক (আপনি যেমন লিখেছেন) কী-বোর্ডে লিখতে Ctrl+Alt+P টাইপ করুন
আর ইউনিকোডে লিখতে Ctrl+Alt+U টাইপ করুন।
সচলে কিন্তু রোমান অক্ষরে বাংলা মন্তব্য সচরাচর দেখা যায়না।
ধন্যবাদ দোস্ত। তুমি এখানে লেখা দাও না কেন?
thanks a lot ভাই, সচলে আমি নতুন তাই এ ব্যাপার টা জানতাম না।
এখন থেকে বাংলায় লিখবো।
-শীতল
শীতল,
তুমি অভ্র ব্যবহার শুরু কর।
এখানে একটা প্রশ্ন- এটা যে আমার গতর এবং আমিই এটা খাটাচ্ছি এই সহজ কথাটা বুঝাতে হলে কি আমাকে আমার লেখার নিচে মেইল এ্যড্রেস দিতে হবে?
আর তা যদি না দেওয়া হয় তাহলে কি সচলায়তনের হর্তা-কর্তা ও বিধাতাদের সামনে সব অতিথি লেখক "guest_writer" হিসেবে থেকে যাবে? (এটা প্রশ্ন না) - ছাড়পত্র...
আপনি লেখার নিচে নিক বা ইমেইল ঠিকানা দিলেই মনে হয় মডুরা ধারণা পাবে আপনার সক্রিয়তা সম্পর্কে।
নতুন মন্তব্য করুন