কক্সবাজার গিয়েছি অনেকবার। কাক বা কোকিলতালীয় যে ভাবেই বলুন না কেন প্রতিবারই গেছি বউছাড়া। হয় দাপ্তরিক ঝটিকা সফর না হয় বউয়ের দাপ্তরিক ব্যস্ততা। দুইজনে একসাথে কক্সবাজার যাবার সময় বের করতে পারিনি গত আট বছরে। এবার ছিল তিনদিনের একাডেমিক সেমিনার ,ঘোরাঘুরির জন্য আরও দুইদিন সেইসাথে শুক্র-শনি যোগ করলে দাঁড়ায় মোট সাত দিন। যথারীতি বউ ছিল দেশের বাইরে তাই পুত্রকে নিয়ে রওনা দিলাম। শেষ পর্যন্ত পুত্রের অনুরোধে সফর লম্বা হয়ে দাঁড়াল নয় দিনে। যেতে পথে ট্রেন থেকে তোলা কয়েকটি ছবি-
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
রেনেসাঁ
মন্তব্য
ফ্লিকারে আগেই দেখেছিলাম। ভালো হয়েছে। ১১ নম্বর ছবিতে আকাশটা আরেকটু আসলে ভালো হতো।
ধন্যবাদ প্রকৃতিপ্রেমিক। আপনার মন্তব্য মাথায় রাখলাম। আকাশ সহ আর একটি ছবি আছে সেটা ফ্লিকারে এ্যাড করে দিলাম। কষ্ট করে দেখলে ধন্য হব।
এটার কথা বলছেন? এটার তো পা কেটে গেছে
জি এইটা। আগেই বলেছি ছবিগুলো ট্রেন থেকে তোলা। তাই ফ্রেমিং ভাল হয়নি।
গতির উপর আপনি ভালই তুলেছেন। চালিয়ে যান। রেটিং কোন বিষয় না।
সবুজের সমারোহ ... সুন্দর।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ধন্যবাদ রেশনুভা। লগে লালপরি, নীলপরি কেউ আছিল না তাই সবুজের প্রেমে পড়েছিলাম।
ছবিগুলো বেশ সুন্দর।
ধন্যবাদ অতন্দ্র প্রহরী (বিডিআর ভাই)।
জাপানের Satoyama landscape এর সাথে বাংলাদেশের একটা তুলনামুলক স্টাডি করছি। ২/১ টা ছবি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ব্যবহার করার অনুমতি দেবেন কি?
বন্যরানা
অনুমতি দিলাম এবং ধন্য হলাম।
ধন্যবাদ আরিফ জেবতিক। কমেন্ট পেলে খুশি হতাম।
সব ছবিই গতির ওপরে তোলা। চোখ বন্ধ করে সাটার টিপেছি আর কি।
কিভাবে আরও সুন্দর ছবি তোলা যায় এবং এডিট করে সুন্দর করা যায় সেই ব্যাপারে সচল এর বসদের কাছে সহযোগিতা চাচ্ছি।
আরেকটু বিবরণ দিলে ভালো হইতো মনে হয়। একটা ছবি দুইবার এসেছে।
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ মুস্তাফিজ ভুলটা ধরিয়ে দেবার জন্য। আসলে এখনও অতিথি লেখক তাই আর সংশোধন করতে পারছি না। মডারেটরদের অনুরোধ জানাচ্ছি সম্ভব হলে প্রথম ছবিটা মুছে দেবার জন্য।
সবগুলো ছবিই চিটাগাং এর। ট্রেন চিটাগাং পৌছার আগে বিভিন্ন পাহাড় এর দৃশ্য এগুলো।
দৌড়ের উপরে ছবিগুলো ভালোই আইছে। কক্সবাজারের ছবি কো?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দ্রিমু দ্রিমু............. ধন্যবাদ নজরুল।
কমেন্ট তো করেছিলাম। তবে রেস্ট্রিকটেড কমেন্ট বোধহয় অতিথি লেখকরা দেখতে পারেন না।
তাই এবার উন্মুক্ত করে দিলাম।
চলতি পথে এরকম ছবি তোলা অনেক কঠিন। বস টাইপের লোকজন ছাড়া ভালো কম্পোজিশন সবাই পাবে না।
১ নম্বর ছবিতে সাঁকোটাকে আরো জুম করে নিয়ে এলে ভালো হতো মনে হয় , তাহলে চারপাশের সবুজটা কম পাওয়া যেত।
বেসিক কিছু এডিট করে দেখতে পারেন , বিশেষ করে আঁকাশটা ভালো আসছে না।
এডিট কিভাবে করবেন সেই বিষয়ে সচলে বস লোকজনক পরামর্শ দিতে পারবেন , আমি নিজে প্রযুক্তি কানা ; তাই তেমন কিছু বলতে পারছি না।
ধন্যবাদ আরিফ ভাই। পরামর্শটা মনে ধরেছে এবং মনে থাকবে।
ভালো লাগল, তবে ছবিতে শার্পনেস কম লাগল।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ধন্যবাদ সাইফ তাহসিন। আমিতো প্রফেশনাল না, ক্যামেরা সেইরকম আর ছবিগুলো উঠিয়েছে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে, কড়া রোদ।
দারুণ সব ছবি।
শুধু কক্সবাজারের ছবি দিয়ে আরেকটা পোস্ট দিতে পারেন।
ঝিনুক নীরবে সহো, নীরবে সয়ে যাও
ঝিনুক নীরবে সহো, মুখ বুঁজে মুক্তো ফলাও।
ধন্যবাদ ফিরোজ জামান চৌধুরী। আমার সেইরকমই একটা পরিকল্পনা আছে।
আমার শহর। মনটা ভরে গেলো ছবিগুলো দেখে। কত মিস করি আমার শহর কে
ধন্যবাদ শেয়ার করার জন্য।
" হামিদা আখতার"
ধন্যবাদ হামিদা আখতার। ভালো লেগেছে জেনে খুশি হলাম।
নতুন মন্তব্য করুন