শুনেছি 'বজ্রে' অজস্র বিদ্যুৎ,
আঘাতে তার মৃত্যু অনিবার্য;
গতি ?
সেতো দুর্বার।
'অগ্নি' পোড়ানোই যার স্বধর্ম,
জীব-জড় যাই বল ভাই
এক নিমিষে করে দেবে ছাই।
'এটম' জানে ছোট্ট বাছা,
এ বোমার এমনি তরজমা
মাটি পুড়ে হয় যে তামা।
'ভূমিকম্পের' এমনতরো তীব্রতা,
নগর-প্রাসাদ ও জীবন হয় শ্মসান
স্থলে ফাটল আর জলে আনে বাণ।
'প্লাবণ' কিংবা 'ঝড়ের' কাছে,
মনুষ্য, গাছ কিংবা বসুমতির
সাধ্য আছে কি মাথা তোলার ?
বজ্র-অগ্নি-এটম-কম্প, প্লাবণ কিংবা ঝড়,
অতি দ্রুত মারে;
তিলে-তিলে নয়।
"মঙ্গা" তাই তোরই হবে জয় !
এস হোসাইন
--------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"
মন্তব্য
বজ্র-অগ্নি-এটম-কম্প, প্লাবণ কিংবা ঝড়,
অতি দ্রুত মারে;
তিলে-তিলে নয়।
"মঙ্গা" তাই তোরই হবে জয় !
এইতো মঙ্গার বিজয়ধ্বনি নিস্তেজ করে দিয়ে প্রকৃতির ধ্বংস বিলাসের সমগ্র প্রচেষ্টা, অথবা কৃত্তিম, তারও এক ধাপ এগিয়ে আমাদের বাংলার 'মঙ্গা'। ধন্যবাদ এস হোসাইন আপনার অসাধারন পংতির জন্য।
লাফাংগা
সচলায়তনে আপনাকে নব্য অতিথি বলে মনে হচ্ছে।
সুস্বাগতম লাফাংগা ভ্রাতা !
ধন্যবাদ ত্যাগ স্বীকার করে পড়ার জন্যে।
এস হোসাইন
------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"
নতুন মন্তব্য করুন