সেমিনার শেষ করেই নরওয়ে অসলো বিশ্ববিদ্যালয় কলেজের আমার চার শিক্ষক বললো মহেশখালী যাবে। ওকে, রওয়ানা হলাম পরের দিন সকালে। তিনদিন এসি রুমে সেমিনার করে বুঝেনাই আমার দেশের গরমের কি অবস্থা। রিক্সা এক কিলোমিটার যেতে না যেতেই প্রফেসর থোরে খুঁজতে থাকে সানস্ক্রিন। এ ব্যাগ সে ব্যাগ কোথাও নেই সানস্ক্রিন। বোঝাতে চেষ্টা করলাম পানির ওপরে একটু ঠান্ডা আছে খুব কষ্ট হবেনা। কিন্তু সে কথাই নাহি কর্ণপাত, আর যাবেনা সে। অনেক খোঁজাখুজির পর সানস্ক্রিন বের হল তার পকেট থেকেই। বোঝেন গরমে সাদা চামড়ার .....।
কক্সবাজার থেকে মহেশখালী গতিনৌকার (স্পীডবোট) ভাড়া ৭৮০ টাকা। সময় লাগে মাত্র ১৫ থেকে ১৬ মিনিট। পুরো মহেশখালী ঘোরার চুক্তিতে রিক্সা পাওয়া যায়। তীব্র রোদে ১১০ কেজি ওজনের রবার্টকে টানতে রিক্সাওয়ালাদের.....
বাম থেকে প্রফেসর রবার্ট, প্রফেসর থোরে, প্রফেসর আন্দ্রে (কোলে আমার পুত্র)প্রফেসর রুনে।
লবণ ক্ষেত, রবার্ট ও আমার পুত্র অমিয় রেনেসাঁ
রবার্ট ছাড়া অন্য নরওয়েজিনরা জীবনে প্রথমবার খেল ডাব
পাহাড়ের ওপরে আদিনাথ মন্দির
আদিনাথ মন্দিরে উঠার চিকন সিঁড়ি
ঘুরতে ঘুরতে ক্লান্ত পুত্র আর রিক্সা থেকে নামবে না
রেনেসাঁ
মন্তব্য
সেই কবে গেছিলাম। মহেশখালী বৌদ্ধ মন্দিরে তখন রঙ ছিলোনা, এখন দেখতে সুন্দর লাগে।
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ মুস্তাফিজ। শীতে গেলে বোধহয় আরও বেশী মজা পাবেন। কক্সবাজারও রাতে একটু নিরাপদ মনে হল।
আরো ভালো ছবির প্রত্যাশা ছিলো মনে। ছবিগুলি নিতান্তই সাদামাটা হয়েছে।
আগামীতে প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবো।
বুদ্ধের মূর্তির পেছনের পটটা যে রকম দেখেছিলাম ছোটকালে , সেরকম নেই দেখছি...
তবে বাইরের অংশ মনে হয় পরিবর্তন হয়নি খুব একটা।
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
ধন্যবাদ সুহান। সময়ের সাথে কিছু পরিবর্তন হবেই।
কত দিন পর এই জেটি দেখার সুযোগ হলো। ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ
আপনার ছেলেটা খুব কিউট আদর থাকলো ওর জন্য।
আপনাকে শুভেচ্ছা
"হামিদা আখতার"
ধন্যবাদ হামিদা আখতার। আপনার আদর পৌঁছে দিলাম।
অনেক শুভ কামনা আপনার জন্য। ভালো থাকবেন।
চলুক
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
অবাঞ্ছিত আপনাকে ধন্যবাদ।
একেবারে গতানুগতিক হলো যে ভায়া... লেখাটা বড় করলে মনে হয় কিছুটা উন্নত হতে পারে।
অতিথি লেখক তাই লেখা বড় করবার কোন সুযোগ নেই। আগামীতে পুষিয়ে দিতে চেষ্টা করব। ভালো থাকবেন।
ছবিব্লগে অভিনন্দন।
ছবিতে মহেশখালী-কক্সবাজার ঠিকভাবে আসে নাই কিন্তু। তবে হতাশ হওয়ার কিছু নেই। আগামীতে আশা করছি আমাদেরকে প্রকৃতির আরো কাছাকাছি নিয়ে যাবেন। সে আশায় রইলাম।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দাদা, আপনাকে দেখেই ছবিব্লগে আমি অনুপ্রানিত হয়েছি। আসলে আমার মুল সফর ছিল কক্সবাজার। সেটার ছবি পরে দেব। এইগুলো ফাও আর কি...
আশা করি এইভাবেই একদিন পুরো দেশটাকে তুলে ধরব।
রেনেসাঁ
স্পীডবোটের বাংলাকরণ টা বেখাপ্পা লাগছে। কিছুটা সফটওয়ার এর বাংলা কোমল সম্ভার আর হার্ডওয়ারের বাংলা কঠিন সম্ভারের মত।
ছবিগুলোর আরো বর্ণনা দিলে যারা কখনো মহেশখালি যাননি তাদের জন্য শুবিধে হত।
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ধন্যবাদ সচল জাহিদ।
রসিকতা করেই স্পীডবোট এর বাংলা গতিনৌকা করেছি।
নতুন মন্তব্য করুন