অনেক দিন পর লেখালেখি করছি! লেখালেখি মানে- নিজের জন্যে লেখা! নিজে থেকে লেখা!
এম্নিতে তো রোজ ই লিখি, ক্লাস নোট নিতে নিতে আঙ্গুল ক্ষয় হয়ে গেল! আমার আবার পারফেক্টলি ক্লাস নোট নিতে হবে!বাম দিকে মারজিন টানা থাকতে হবে পেন্সিল দিয়ে।টপিক এর নিচে কলম দিয়ে ২টা টান দিতে হবে!টপিক এর একটু নিচ থেকে ডান দিক থেকে লেখা শুরু করতে হবে! লাইন গুলো বাঁকা হতে পারবে না! আরো অনেক হ্যাপা আছে!
আমি পুরো কলেজ লাইফ এ কোন ক্লাস মিস করিনি ! ক্লাস পালানো শুধু ছিলো গল্পের বই এ পড়ার একটা ব্যাপার! এমন ধারণা হয়েছিল যে বড় ড়াইটার হতে হলে নিয়মিত ক্লাস ব্যাংক করতে হবে! না হলে ভাল লেখক হওয়াটা অসম্ভব!
ভার্সিটি লাইফ এও কোন ক্লাস মিস করি নি!
যাই হোক, এতো কিছুর পরেও কিন্তু আমি আতেল না !!!! ভাবতে ভালই লাগে !!
আতেল না এই কারনে কারন আমার আতেলত্ত আমি আমি আমার পড়াশুনার ফাঁকিবাজিত্ত দিয়ে ঘুঁচিয়ে দিয়েছি!!
প্রকৃতপক্ষে আমি খুবই সিরিয়াস টাইপ এর ছাত্রী...কিন্তু সমস্যা হচ্ছে সিরিয়াসনেস টা আসে পরীক্ষা শুরু হওয়ার ২ ঘন্টা আগে...
আজকে প্রথম সচল এ লিখছি! অনেক দিন ধরেই লিখবো বলে ভাবছিলাম...কিন্তু লেখা হয় নি!
অনেক দিন ধরে আরো অনেক কিছুই ভাবছিলাম...
ভাবছিলাম ক্লাস ফাঁকি দিবো, কোন কারন ছাড়াই...
ভাবছিলাম “ আর্থ ক্লাব ” এ সাইন আপ করবো...
ভাবছিলাম প্রাইম ব্যাঙ্ক এ একটা একাউন্ট খুলবো , যেটা দেড় মাস আগে থেকে খোলার জন্য আমাকে বলা হচ্ছিল ভার্সিটি থেকে!
ভাবছিলাম আরো অনেক ভাবনা!
কাল রাতে যখন ঘুমুতে গেলাম তখন ঘড়িতে সোয়া ২ টা! মোবাইলটা মাথার কাছে রেখে দিলাম এর্লাম এর সময় সেট না করেই! আর মনে মনে নিজের সাথে প্রতিজ্ঞা করলাম “ সকালের প্রথম ক্লাস টা মিস দিবই দিব!” ইচ্ছে ছিল সব ক্লাস মিস দিবো! পরে কী ভেবে যেন প্রথম ক্লাস টাই মিস দিলাম!
সকালে এক ফ্রেন্ড এর ফোন এ ঘুম ভাংলো...বেচারি খুবই চিন্তিত কারণ ছাড়াই কেন ক্লাস মিস দিবো?-এটা শুনে!
বললাম, ভাল্লাগে না!যাবো না ক্লাসে! তার পর আবার ঘুম!
পরের বার আপনাআপনিই ঘুম ভেঙ্গে গেলো! উঠে দেখি পৌনে ১০টা! একটা শান্তি শান্তি ভাব এল মন জুড়ে!৯.৪০ এর ক্লাস কে গুল্লি মারতে পেরেছি!এর পর চোখ বুজতেই কেমন যেনো লাগলো! ভেতর থেকে কে যেনো খোঁচা দিচ্ছে “ এই বেটি, উঠ উঠ! ১১.২০ এর ক্লাস করতেই হবে!!”
উঠে গোসল সেরে নাস্তা টা খেয়েই ভৌ...ভৌ...দীর্ঘ ১ ঘন্টার “আ জার্নি বাই বাস” আন্ড “আ জার্নি বাই রিক্সা” শেষে হাপাতে হাপাতে যখন ক্লাস এ ঢুকলাম তখন সবাই দন্ত বিকশিত করে ঘোষনা দিলো “ ১১.২০ এর ক্লাস ক্যান্সেল”
তার পর কিছুক্ষণ আড্ডাফাইং সেরে ঠিক করলাম...আজ কিছু করতেই হবে...ফ্রুটফুল কিছু!
হঠাত এক ফ্রেন্ড এসে বললো “ আর্থ ক্লাব এ সাইন আপ করবি?”
আমি তো দৌড়...
দীর্ঘ দিন পর আর্থ ক্লাব এ যোগ দান করে চিত্ত বড়ই বিকশিত হইলো!
হঠাত মনে হলো একাউন্ট অপেন করার সব কিছু তো ব্যাগেই রয়েছে...ব্যাঙ্ক এ কি চলে যাবো নাকি?
আরেক ফ্রেন্ড বললো “ তোর দোহাই লাগে, প্লিয যা, একাউন্ট খুলতে যা! রোয রোয তোর ঘ্যান ঘ্যান - একাউন্ট খুলতে হবে, একাউন্ট খুলতে হবে- শুনতে শুনতে আমরা বিরক্ত”
কি আশ্চর্য! একাউন্ট ও খোলা হলো আজ!
তার পর এক কাজিন “সুমিয হট কেক “ এ ডিলাইট খাওয়ালো - অনেক দিন ধরে ঘুরেও যেটা পাচ্ছিলাম না! যেই দিন ই যাই- শেষ হয়ে যায়! আজ ঠিকই পাওয়া গেলো!!
কি অদ্ভুত!
আরাম করে বাসায় এসে ভাবছিলাম - ক্লাস ফাঁকি দেওয়াতেই কি দিনটা এতো সুন্দর কাটলো? সব জমে থাকা কাজ গুলো সম্পুর্ণ হলো!
তাই এই সন্ধ্যায় মনে হলো এই কাজটাই বা আর ফেলে রাখি কেন ??
তাই আজ সচলে লেখার হাতেখড়ি হয়ে গেলো!!
এক ভাই কে অনেক জ্বালিয়েছি- এই সচল এ কী করে লিখতে হয়- এটা জিজ্ঞেস করে করে!!
সে রীতিমত বিরক্ত হয়ে খেউ খেউ করে উঠা টুকুই বাকি রেখেছিলো!
যাক! আজ তবে লেখা হলো!!
অনেক আগে সচল এ সাইন ইন করেছিলাম! আইডি পাসোয়ার্ড সব ভুলে বসে আছি! কি করবো বুঝতে পারছি না!
নিয়ম ভাঙ্গার দিন - বড়ই মধুর দিন!
মন্তব্য
লেখকদের কাছ থেকে সচলায়তন আরেকটু যত্নশীল এবং সাবস্টেন্স যুক্ত লেখা আশা করে। আশা করি পরের লেখা গুলিতে আমরা আরেকটু যত্নের ছাপ দেখতে পাব।
যতন করে লেখার চেষ্টা করবো পরবর্তীতে!
ধন্যবাদ !
ইদানিং অতিথি লেখকদের নাম ছাড়া লেখা বা মন্তব্য দেয়ার ব্যাপারটা এতো বেড়ে গেছে, যে রীতিমতো চোখে লাগে। মডুদের দৃষ্টি আকর্ষণ করছি।
সরি !
আমি একদম ই নতুন সচল এ! নামটা লিখে দিতে ভুল গিয়েছিলাম !
আশা করি ব্যাপারটা বুঝবেন! ঃ)
ভালো লাগলো ... নিয়মিত লেখেন, আর লেখার শেষে নাম বা নিক দিয়েন
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
যাক বাবা!!
আপনি অন্তত ঝাড়ি দেন নি!
ধন্যবাদ!!!!!
আশা করছি ..আর ভুল হবে না লেখার শেষে নাম দিতে :-ss
স্বচলে স্বাগতম, ক্লাশ ফাকি দেওয়ার মজা একবার পেয়ে গেলে আর রক্ষা নাই, অবশ্য আমরা তার মানে আরো বেশী ও যত্নশীল লেখা পাবো । ভাল লাগলো তোমার দিনপঞ্জি।
কিন্তু লেখায় নাম নেই কেন ?
-----------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...
সরি!
আর ভুল হবে না !
হালকা দিয়েই শুরু হোক... তারপর নিয়মিত (ক্লাস না ফাঁকি দিয়ে) লেখা চলতে থাকুক।
ধন্যবাদ !!
আপনাকে আর সরি বলছি না!
আপনি তো নিক এর জন্য কিছু বললেন না! তাই !
:D
এটা কোন ব্যাপারই না। সচলায়তনে প্রথম লেখা প্রকাশতি হয়েছে বলে অভিনন্দন।
ধইন্যা পাতা
বেশ মজার হয়েছে লেখা। আমি এতো ক্লাস ফাঁকি দিয়েছি জীবনে যে আপনার আজকের এই অনুভূতিটা একেবারেই অচেনা আমার জন্য, কিন্তু লেখার খুশিয়াল মুডটা খুব সংক্রামক।
খুশিয়াল মুড কি জিনিস ?
কোণ ভাইরাস নাতো আবার ? সংক্রামক ????? :-ss
আমিও আজকে দিন শুরু করসি ক্লাশ বাঙ দিয়ে। দুনিয়া পুরাই রঙিন!
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
ধন্যবাদ!
হে হে হে। লিখতে থাকেন হাত পা খুইল্যা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ইয়ে মানে...পা খুলে লেখা যাবে! কিন্তু হাত খুলে ??? :-ss
ভালো লাগল। নিয়ম করাই হয় নিয়ম ভাঙ্গার জন্য। কেউ যদি নিয়ম না ভাঙ্গে তাহলে ঐ নিয়মের মর্ম কথা বুঝবে কী করে?
ধন্যবাদ সুন্দর লেখা উপহার দেয়ার জন্য।
দলছুট।
ধন্যবাদ!
মজা লাগলো! পুরোনো দিনগুলো মনে পড়ে গেলো। জীবনে প্রথম ক্লাশ ফাঁকি দিয়ে শান্তির ঘুম ঘুমাইলেন কেমনে?
নিক ভুলে গেলে আবার নূতন করে নিবন্ধন করুন। আরও সুন্দর গল্পের প্রত্যাশায়...
জ্বী, অবশ্যই করবো! আজ ই করবো! নাহয় কাল করবো
বুঝলাম না
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
স্যরি
আমি খুব ই দুঃখিত , লেখার শেষে নিজের নাম টা না লেখার জন্য!
সাবমিট করে ভেবেছিলাম যে লিখে দিবো কমেন্ট এ! কিন্তু অনেকক্ষন অপেক্ষা করেও দেখলাম লেখাটা নীড়পাতায় পাচ্ছি না! তাই ভাব্লাম লেখা টা আর ছাপা হবে না!
সকালে ক্লাস করে এসে ভাইয়ার অফলাইন মেসেজ পেলাম যে লেখাটা ছেপেছে!
আর তাই সবাইকে সরি জানিয়ে দিচ্ছি!আশা করি নতুন অতিথি (? ? ? ) এর ভুল টুকু পু্রোনো সচলরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
-------তারানা ( আমি আমার নিক ভুলে গেছি , যেটা দিয়ে একাউন্ট খুলেছিলাম )
আবার ও সরি!
লেখাটা পড়তে খুবই মজা লাগলো। নিয়মিত লিখবেন আশা করি।
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ধন্যবাদ
তারানা।আপনাকে অভিনন্দন।আজ আপনার লেখা প্রকাশিত হয়েছে।আশা রাখি একদিন আমিও অভিনন্দিত হবার সুযোগ পাবো।
উৎসাহে যেন ভাটা না পরে সেই কামনায়।
ভন্ড_মানব
আমার পক্ষ থেকে ২ প্যাকেট উত্সাহ আপনার জন্য দিয়ে দিলাম!
১ প্যাকেট আপনার, আর ১ প্যাকেট আমার নিজেরটা ! আমি উত্সাহ ছাড়াই লিখি!!! হিহিহিহি
কতদিন ক্লাস করি না
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
ক্লাস তো করার জিনিশ না !!
ক্লাস হচ্ছে গুতাগুতির জায়গা!
ক্লাস না করেই একদিনে এত কাজ হয়ে গেল। দারুণ। আমি ভাবছি একদিন অফিস বাঙ্ক দিলে তো এমন অনেক কাজ করে ফেলতে পারতাম।
লেখা ভালো হয়েছে। তবে বানানে আরেকটু যত্ন নিতে হবে। লিখতে থাক নিয়মিত। অন্তত এইবার আইডি পাসওয়ার্ড মনে রাখিস। অনেক অনেক শুভেচ্ছা। সচলে স্বাগতম।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
তুমি অফিস বাদ দিলে তোমার বস কে বলে চাকুরী নট করে দিবো আমি!! মু হা হা হা !!!
লেখা মোটেও ভালো হয় নাই! মিথ্যা কমেন্ট দেওয়ার জন্য তোমাকে মাইনাস!
বানান এর এতো ভুল পড়ে আমি নিজেই হতভম্ব!! আমিইইইইইইই...এতো বানান ভুল কী করে করলাম ??
তারপরেও, ধন্যবাদ! আশা করি সামনে আরো জ্বালাবো !!!
খুবই প্রাণবন্ত লেখা।
এখন দেখি এই লেখা থেকে লেখিকা সম্পর্কে আমরা কী কী জানতে পারলাম-
১) ভার্সিটি থেকে ব্যাঙ্ক আকাউণ্ট খুলতে বলছে। এর অর্থ বিপুল পরিমাণে অর্থপ্রাপ্তি যোগ আছে।
২) একবার ভর্তি কোচিং এর সময় এক ছেলে ক্লাস নোট করছে। ব্যাপক মনোযোগ দিয়ে! ক্লাস নিচ্ছে বখতিয়ার ভাই। হঠাৎ করে সেই ভাই বোর্ডে থুতু দিলো! তার পর সেই মনোযোগী নোটারির কাছে গিয়ে বললো। "কই দেখি তোমার খাতাটা। এই যে বোর্ডে থুতু দিলাম সেইটা লেখনি?"...
৩) এই বুড়ো বয়সে ক্লাস ফাকি দিয়ে বুঝলেন তো যে আপনার এতদিনের 'আঁতেল' জীবন বৃথা গেছে। তাই আজকে ভালো লাগলেও। কাল এই কথা ভেবে হতাশা গ্রাস করতে পারে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
১. একটি পয়সাও আপনাকে দিতে চাচ্ছি না !
২. পুরানো রিয়েল লাইফ জ়োক্স!
৩. আমি আঁতেল না !
আপনার লেখায় পাঠককে ধরে রাখা টাইপ একটা ব্যাপার আছে...। বেশ টানে...।
আরো নিয়মিত ক্লাস ফাঁকি দিবেন আশা রাখি- মানে ... আমরা আপনার লেখা প্রাপ্তির প্রত্যাশায়।
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
সম্ভবত আপনি মেটাল এর গ্লাস রিম ব্যবহার করেন !
আর সি.পি.ইউ. টা খুব কাছাকাছি থাকে! ভিতরের ম্যাগনেট এর চৌম্বক বল আপনাকে আকর্ষিত করে!! আমার লেখা না!!
আপা কী পদার্থ বা ফলিত পদার্থ বিজ্ঞানের ছাত্রী না কী?
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
জ্বী না , ভাই !
আমি মাল্টি সাবজেক্টের ছাত্রী ! !
প্রথমে স্টাটিস্টিক্স, এর পর ইকোনোমিক্স, এর পর এখন ফার্মেসী তে আছি!!আগামিতে ইন্টেরিওর ডিজাইনিং এর দিকে যাওয়ার ইচ্ছা আছে !
উরি সব্বোনাশ !!!! আপনি কে ভাই ?? এমন অদেখা অবস্থায় এই সত্যবাণী ছেড়ে দিলেন ?? ...
নাহ, আপনার নিয়মিত পাঠক হতেই হচ্ছে।
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
ঐ ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
...দেখা যায় সচলায়তন...
সারা জীবন ক্লাশ ফাকি দিছি। ভার্সিটি লাইফেতো খালি আমতলায় আড্ডা মারছি.....
আমতলা কই ???
ক্লাস ফাঁকি দিয়ে সকালে ধুমায়া ঘুমানোর মজাই আলাদা। আমার তো বেশ প্রিয় কাজ এইটা। আর দুপুর বারোটা পর্যন্ত অনেক সময় না ঘুমালে মনেহয় যেন আহারে রাত্রের ঘুমটা তো পুরা হইলোনা। কোথায় পড়েন আপনি ? লেখা পড়ে মনে হল ব্যাচেলর করছেন, তাই কি ? নিয়মিত লিখুন... মন খুলে... ।
--------------------------------------------------------
--------------------------------------------------------
আমি রোজ ই প্রতিজ্ঞা করি আর রাত জাগবো না! আর রোজ ই প্রতিজ্ঞা ভঙ্গ করি
নর্থ সাউথ এ পড়ি!ফার্মেসী তে!
মন খুলে লেখার চেষ্টা থাকবে!
ওরে, তুইতো ভুমচাক ভুমচাক শব্দ করতে করতে এখানেও হাজির হলি! [এখন আরও দুজনকে টানতে হবে, সময়মতো গুতাবো একসাথে!] আমিও প্রথম বাং মেরেছি জাবিতেই। আমাদের যে স্কুল আর কলেজ ছিলো তাতে বাং কি জিনিস তা জানার চেষ্টাটাও যে সম্ভব ছিলোনা তাতো জানিই। জ্বরের কারণে দুবছরের মাঝে একদিন কলেজে যাইনি, সেদিন সিস্টার পলিন বাসায় ফোন করেছিলেন, পেয়ারের ছাত্রীর অনুপস্থিতি দেখে। লেখার ভালো খারাপ বিচারের আমি কেউ না, আমি শুধু নিজেরটুকুই বলতে পারি। পড়তে ভালো লাগলো বইন্! লেখে ফাটায় ফেল!
----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ক্রসিয়ানদের সাথে কিছু পূর্ব অভিজ্ঞতা ছিল; সুবিধার না। তাই ভাগি, তাড়াতাড়ি।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
স্যার সালাম !
ক্রসিয়ানরা আবার আপনার কী করলো??
যাই হোক, আমি নিজেকে ক্রসিয়ান না বলে প্রিপারেটরীয়ান বলতেই বেশী ভালোবাসি !!
---খিয়াল কৈরা
ইয়া আল্লাহ ... কই আইসা পড়লাম?...
অবশ্যই এখন থেইক্যা খুউপ খিয়াল করব ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
স্যার কে সালাম দিলাম!
স্যার আমার উপর শান্তি বর্ষিত হইতে দিল না !
হুম! যা লিখবো না !! কিছুদিন পর দেখবা তোমার মনিটর এর স্ক্রীন পট পট করে ফেটে যাচ্ছে. :D
বালিকা তুমি তো তাইলে আমার 'কলেজ ভইন'!
পলিনরে দুই চোখে দেখতে পারিনা
বালিকা আফা, আমি ও দেখতে ফারি না পলিন বইন রে !
এতো "ডিসিপিলিন" এর আমি খেতা পুড়তে ভালোবাসি :-J
তারু, তোর প্রেজেন্স সচলায়তনে কী বয়ে আনতে যাচ্ছে তা যদি মডু রা টের পেয়ে যায়, তাহলে লেখা কেন, তোকেই 'ঘ্যাচাং' করে দিবে। সুতরাং আমাদের আরো সাবধানতার সাথে অগ্রসর হতে হবে...যাতে এরা কেঊ আমাদের আসল ঊদ্দেশ্য টের না পায়...
@৪৪- ঢাকা ভার্সিটির কলাভবনের সামনে আমগাছের তলায় আরকি, যেটাকে আমরা "ফিলোসফার চত্বর" বলি মাঝে মাঝে।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
নতুন মন্তব্য করুন