যখনি এলোমেলো বাতাস
তোমার পিঠে ক্রমাগত ছোঁয় আমার নিশ্বাস যেন
এক পশলা বৃষ্টির আদলে ছড়ায়
পৃথিবীর সব আদ্রর্তা
খোলা পিঠ জুড়ে - সবুজ জমিন মেলায়
ছড়ানো সাদা কাশ বন
আলতো সরিয়ে
নিরাবরন হতে থাকে ত্বকেরা উজ্জ্বল আভায়
আলোর প্রসারনে চাঁদের পাহাড় সরে আসে- কাছে ; আরো কাছে
তবুও চন্দ্রিমা রাত হয়ে এলে
ধীরে ধীরে খোলে
পশমী চাঁদর - তাহার চাঁদর
সুতোর বুনন ধরে পৃথিবীর সব মেঘ ছায়া হলে
সরু হতে থাকা সাবলীল নদী
-পথ খোঁজে
মায়াবী বনের মাঝে - নিরন্তর খোঁজে
নেমে আসা ধারায় এক নারী ধীরে ধীরে
প্রমত্তা হতে থাকে
তীরের কাছে ছলকে উঠা জ্বলে সেও জানে
বনের গভীরে আজ নেই সেই জোছনা -
জেনেছি, ময়ুরাক্ষীরা সব চলে গেছে
লাগোয়া লোকালয়ে
অমসৃন পিঠ হয়ে খোলা মাঠ
আর
তাহার পিঠ জুড়ে একাকী আনমনে সেই তিল -
-নীল মানব
এখানে ও পাবেন : নীল মানবের কথকতা
মন্তব্য
চাঁদর??
ময়ূরাক্ষী হবে, ময়ুরাক্ষী নয়।
এছাড়া প্রসারণ ও আর্দ্রতা।
হুমম!
...................................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
আমার বেশ ভালো লেগেছে। লিখুন, আরো লিখুন।
ভালো লেগেছে।
মহসীন রেজা
ভালোই লাগল..
মধুবন্তী (অতিথি লেখক)
নতুন মন্তব্য করুন