সৈয়দ আফসার
শখ
নিষ্ঠুর যত শখ ছিল তারাও একা একা পাঠ করে গেল
একটিও পূরণ হয়নি দেখে স্বতস্ফুর্ততা সেও আশাহত
বললো সত্যিই চমৎকার বদলা নাও; অস্ফুটশৈশব
কাছে যা পাও খুলে নাও তুলে নাও; পূর্ণদুপুর সাজাও
স্পর্শ-প্রীতিপ্রবণতা আমাকে বেঁধেছে তিন-তিনটা শীতকাল
উষ্ণতা ছাড়া একাই টেনে তুলি চোখসহ দৃষ্টি ও চুম্বন
দুঃখের দিনে তুমিও টইটুম্বুর; ঝড়-বৃষ্টি আনকোরা ভায়োলিন
ঘুমের নগরে দাঁড়িয়ে থাক বছরান্তর আর ক’টা অলস সময়
বিরহীদিন বড়োজোর হৃদয়-টিদয় নাড়ায়; ক্ষতদাগ দু-একটা
মিলায়, অসময়ে তুমিও অভিমানি সমঝদার হলে নিজের ভেতর
দেহের অনেক শখ চুপচাপ আচমকাই হলো রাতের সবক
আড়চোখে মুখগুলো না-দেখা ওঠাও কী পাপ! নির্বাক
মন্তব্য
"অসময়ে তুমিও অভিমানি সমঝদার হলে নিজের ভেতর"-----------
বাহ্, বেশ্ তো!!!!!!!!!!
এস হোসাইন
--------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"
পাঠের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।
কিছু শব্দ অনেক ভাবায় অনেক টানে......
ভাল থাকা হোক কবি
রুবেল শাহ
রুবেল শাহ ধন্যবাদ আপনাকে।
কবিতা বোঝা একটু কঠিন বটে।
প্রীত।
ভাল থাকুন।
বেশ ভালো লাগলো কবিতাটি আফসার ভাই।
কাজল ভাই,
আপনিও পড়েছেন জেনে ভাল লাগছে বেশ।
সারাক্ষণ ভাল থাকুন।
খুব খুব ভালো লেগেছে আফসার ।
৫ তারা রইলো ।
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
সুমন ভাই,
আছেন কেমন?
কবিতাটি পড়েছেন জেনে প্রীত।
ভাল থাকুন।
নতুন মন্তব্য করুন