ছোট্ট একটি ভিডিও (0:13 secs)

সংসপ্তক এর ছবি
লিখেছেন সংসপ্তক (তারিখ: বুধ, ২৮/১০/২০০৯ - ৩:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রাতের ১১ টায় কাজ থেকে বেরিয়ে আর লেখার চিন্তা মাথায় ঢোকে না......গত ৩-৪ দিন অবসর যখনই পেয়েছি এই কাজটার পেছনে সময় দিয়েছি......স্রেফ নিজের শখ ও দক্ষতা বাড়ানোই উদ্দেশ্য। ১৩ সেকেন্ড এর একটা অ্যানিমেশান।

ছোট হলেও অনেক শ্রম গ্যাছে , অ্যানিমেশান যে করেছেন তিনি ভালোভাবে বুঝবেন।

৩ডি মডেলিং ও অ্যানিমেশান 'মায়া'-য় করা। ভিডিও এডিটিং ও এফেক্টস প্রিমিয়ার ও আফটার এফেক্টস এ করা......নাম দিয়েছি 'বক্সারের ভূত!' হাসি
সবটুকুই হাতুড়ে বিদ্যা, গুঁতিয়ে শেখা।ভবিষ্যতে জ্ঞান আরো বাড়লে প্রফেশনালী কাজ করার স্বপ্ন রাখি।

প্রিয় সচলরা কি বলবেন, এ আশায় 'তা' দেয়াটা উচিত হবে কি না?

সংসপ্তক


মন্তব্য

পুতুল এর ছবি

তা দেবেন মানে! জলদি বাচ্চা ফোটান।
খুব ভাল লাগল। অগনিত তারার পাঁচটা আপাতত দিলাম।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

 সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!

যুধিষ্ঠির এর ছবি

আপনি তো তা দিবেনই, আমরাও দিয়ে দিবো দরকার হলে। চলুক

ভালো করে অ্যানিমেশন শিখেন, আমার অনেকদিনের ইচ্ছা বাংলাদেশের রূপকথার গল্পগুলোকে অ্যানিমেশন দিয়ে কেউ বানাক। কেউ কেউ বানিয়েছে, কিন্তু মান একেবারে খারাপ থেকে সাধারণের মধ্যে। ভালো মানের অ্যানিমেশন করার দায়িত্বটা মনে হচ্ছে আপনাকে দিয়েই দেয়া যেতে পারে। কি বলেন?

সংসপ্তক [অতিথি] এর ছবি

এখনো ওই যোগ্যতা আসে নি ভাই। যখন আসবে তখন, অবশ্যই চেষ্টা করবো! অনেক ধন্যবাদ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার প্রচুর পরিশ্রম হয়েছে সেটা আন্দাজ করতে পারছি। সেজন্য অবশ্যই ক্রেডিট দিচ্ছি। তবে দর্শকের কাতার থেকে বলতে হয়, তেমন আকর্ষণীয় কিছু হয়নি। তবে আশা রইল আকর্ষণীয় কিছু উপহার আপনি দিতে পারবেন।

আপডেট:
এ্যানিমেশনটা আমার মেয়েকে দেখালাম। সে তো বারবার দেখতে চাচ্ছে। তার মানে আমি ভালই বুড়ো হয়েছি মন খারাপ

সংসপ্তক [অতিথি] এর ছবি

এইটা আসলে কোন সৃষ্টি ই না, স্রেফ বলতে পারেন হাত মকশো বা স্কেচ।
আপনার মেয়েকে সচল বানিয়ে দিন হাসি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

দুর্দান্ত ... বডি মুভমেন্টগুলো প্রায় নিখুঁত হয়েছে চলুক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সংসপ্তক [অতিথি] এর ছবি

একদম ঠিক জিনিস টা ধরেছেন! ওইখানেই আসল ঝামেলা। ধন্যবাদ।

ধুসর গোধূলি এর ছবি

- এক পর্যায়ে মনে হলো কঙ্কালটা মুষ্টিযুদ্ধে নেমেছে ক্লিচকো ভাইদ্বয়ের সঙ্গে। কিন্তু তারপরে আবার মনে হলো, তিনি সাদাকালো আমলের সিনেমার প্রখ্যাত ডান্স ডিরেক্টর জাভেদ'এর ডিরেকশনে নাচের মুদ্রা দিচ্ছেন। চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগেই ক্লিপ শেষ। আরেকটু কষ্টমষ্ট করে একটু বড়সড় কিছু দাঁড় করান। আপনাকে দিয়েই হবে। চলুক
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসপ্তক [অতিথি] এর ছবি

ধন্যবাদ! বড় কিছু যে কবে হবে......২৪ ফ্রেম প্রতি সেকেন্ড, ২ মিনিটের জিনিস হলেও ২৪X১২০=২৮৮০ ফ্রেম! নিদেন ২মাস লাগবে......চাকরি বাদ দিয়ে..... করবো...একদিন না একদিন করবো......

দ্রোহী এর ছবি

আমার কাছে খুব ভালো লেগেছে।

 সংসপ্তক এর ছবি

ধন্যবাদ!

ভুতুম এর ছবি

ভাই অর্ক, বেশ ভালোই হয়েছে। চালিয়ে যাও!

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

 সংসপ্তক এর ছবি

তুমি কে ভাই? নাম-সাকিন কি?

ভুতুম এর ছবি

তিষ্ঠ বৎস, সময়ে সব জানিতে পারিবে। আপাতত চালিয়ে যাও কংকালের সাথে মামদোবাজী।

---------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

সজীব [অতিথি] এর ছবি

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১ মিনিটের একটা অ্যানিমেশান বানানোর প্রোজেক্ট ছিল। 3d studio max আর Poser দিয়ে করতে পুরো একমাস সময় লেগেছিল। Human movement এর অনেক উদাহরণ করে দেয়া পাবেন, সব নিজে frame by frame করতে হবে না। কংকালে না করে পোজার দিয়ে মডেল বানিয়ে করুন, বাস্তবসম্মত লাগবে। গ্রাফিক্স অ্যানিমেশানের বস আমাদের বন্ধু জাকারিয়া ধরে ধরে শিখিয়ে কাজটা করিয়েছিল, একা হলে কিছুই পারতাম না।

অনিকেত এর ছবি

বস, দুর্দান্ত হয়েছে!
কিঙ্কু'র সাথে একমত---বডি মুভমেন্ট গুলো দারুন লাগল।
৩-মা (3D এর বাংলা?) -তে এনিমেশান করার শখ থেকে এক সময় বেশ কিছু জিনিস নাড়া চাড়া করেছিলাম।Autodesk 3Dmax,Rhino 3D এবং এই জাতীয় আরো কিছু জিনিস নাড়াচাড়া করেছিলাম। কিন্তু Maya দেখা হয়নি।
আপনার কাজটা দেখে পুরানো ইচ্ছাগুলো আবার চাগাড় দিয়ে উঠল।

এইরকম কাজ আরো আসতে থাকু এবং সম্ভব হলে আরেকটু দীর্ঘ কিছু--

শুভেচ্ছা রইল

 সংসপ্তক এর ছবি

মায়ার উপর কিছু নেই ভাই। অসম্ভব মডুলার একটা সফটওয়্যার প্যাকেজ, দুনিয়ার সবকিছু করা যায়। কিন্তু লার্নিং কার্ভটা একটু বেশি।

দুষ্ট বালিকা এর ছবি

চমৎকার হয়েছে ভাই! আপনাকে দিয়েই হবে!! দেঁতো হাসি
----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।

- ললিতবিস্তর

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ওডিন এর ছবি

ভালোই হয়েছে ভাই- খুবই 'মায়া'ময়! দেঁতো হাসি
আরও 'মায়া'বাজি চলুক!
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। চিন্তিত

অবাঞ্ছিত এর ছবি

যদি পারেন, কি-ফ্রেম সেট করার জন্য "মোশন বিল্ডার" ব্যবহার করে দেখতে পারেন। খাটুনি অনেকটাই কমে যাবে।

ইনভার্স কাইনেমেটিক্স ব্যবহার করেছেন কি?
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

জুয়েইরিযাহ মউ এর ছবি

আরে!! ভূতটা নাচবে না বক্সিং করবে বুঝতেই পারছেনা যেন। আমার মজা লাগলো, কয়েকবার দেখলাম হাসি
শুভকামনা রইলো।

-----------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

হিমু এর ছবি

মাথায় একটা আইডিয়া এলো।

গানের জন্যে যেমন মিউজিক ভিডিও হয়, কবিতার জন্যেও তো হতে পারে। কিছুটা ফুটেজ, কিছুটা অ্যানিমেশন, কিছু স্টিল মিলিয়ে ... খুব ইন্টারেস্টিং একটা কিছু হতে পারে। চেষ্টা করে দেখবেন নাকি?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ওডিন এর ছবি

সেটাকে বলা হবে কবeতা। ভালোইতো চিন্তিত বেশ 'মায়া'ময় উত্তরাধুনিক একটা ব্যপার হবে।

---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। চিন্তিত

 সংসপ্তক এর ছবি

ভালো বুদ্ধি তো! ট্রাই নেয়া যায়......একটা বেশ ভিসুয়াল এবং ছান্দিক কবিতা লাগবে......একখান সিলেক্ট করে স্টোরিবোর্ড তৈরি করা যেতে পারে যুগ্ম উদ্যোগে। এইকাজের জন্য সেরাম লোক দিয়া সচল ভর্তি। হইলে এখানেই হবে।

হিমু এর ছবি

আমরা দুজন একটি গাঁয়ে থাকি,
সেই আমাদের একটিমাত্র সুখ।
তাদের গাছে গায় যে দোয়েল পাখি
তাহার গানে আমার নাচে বুক।
তাহার দুটি পালন-করা ভেড়া
চরে বেড়ায় মোদের বটমূলে,
যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া
কোলের 'পরে নিই তাহারে তুলে।

আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,
আমাদের এই নদীর নামটি অঞ্জনা,
আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে,
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা ॥

দুইটি পাড়ায় বড়োই কাছাকাছি,
মাঝে শুধু একটি মাঠের ফাঁক।
তাদের বনের অনেক মধুমাছি
মোদের বনে বাঁধে মধুর চাক।
তাদের ঘাটে পূজার জবামালা
ভেসে আসে মোদের বাঁধা ঘাটে,
তাদের পাড়ার কুসুম-ফুলের ডালা
বেচতে আসে মোদের পাড়ার হাটে।

আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,
আমাদের এই নদীর নামটি অঞ্জনা,
আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে,
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা ॥

আমাদের এই গ্রামের গলি-'পরে
আমের বোলে ভরে আমের বন।
তাদের ক্ষেতে যখন তিসি ধরে
মোদের ক্ষেতে তখন ফোটে শণ।
তাদের ছাদে যখন ওঠে তারা
আমার ছাদে দখিন হাওয়া ছোটে।
তাদের বনে ঝরে শ্রাবণ-ধারা,
আমার বনে কদম ফুটে ওঠে।

আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,
আমাদের এই নদীর নামটি অঞ্জনা,
আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে,
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা ॥



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

আহির ভৈরব এর ছবি

আহ্‌! কত স্মৃতি! কত স্মৃতি! প্রিয় কবিতাটা উল্ল্যেখ করলেন বলে ধন্যবাদ, কিন্তু ঘরপোড়া গরু হওয়ায় এর ভিডিওকরণের ব্যাপারে ভীত-সন্ত্রস্ত। সাহিত্যের অনেক প্রিয় মুহূর্ত হারিয়েছি সিনেমা অথবা ভিডিওকরণের কাছে।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

হিমু এর ছবি

খুবই সত্যি কথা। দেশে কিছু বানরের হাতে ক্যামেরা পড়ে অনেক কিছু ধর্ষিত হয়েছে। আমার প্রিয় একটা গান আবদুল আলীমের "বধূর বাড়ি মধুপুর", অনেক ছেলেবেলায় শোনা, একবার ট্রেনে করে সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছি পাহাড়িকায়, তখন এক পথশিল্পী এই গান গেয়ে পয়সা তুলছিলেন। গানটা মাঝেমধ্যেই খুঁজতাম। সেদিন একজন এর ভিডিওর সন্ধান দিলেন, অকথ্য একটা জিনিস খাড়া করেছে কোনো এক বলদ। গানটা মাঝে মাঝে গুনগুন করতাম কর্ড প্রোগ্রেশন পাল্টে, এখন তা-ও করতে পারি না, চোখের সামনে ঐ ভিডিও ভেসে ওঠে।

তবে এর উল্টোটাও নিশ্চয়ই সম্ভব। একেবারে আক্ষরিক দৃশ্যায়নের বদলে নতুন কোনো ভাবনাপট নেয়া যেতে পারে। মনে করুন রঞ্জনা আর সে-যার-নাম-গাঁয়ের-পাঁচজনে-জানে একই কর্পোরেট গ্রামে কাজ করে, একই ফ্লোরে, একটু দূরে রঞ্জনার কিউবিকল, উঁকি দিলে দেখা যায় ...।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

আহির ভৈরব এর ছবি

নতুন ভাবনাপটের ব্যাপারটা পছন্দ হলো, শুনতে ভালো লাগছে। শুরু করে দেন কাজ!

শুধু আমাদের দেশেই নয়, হলিউডের হাতে কত প্রিয় গল্প-উপন্যাস হারালাম। ভিকাস্‌ সোয়ারুপের "কিউ এ্যান্ড এ" ঠিক প্রিয় বলবোনা, কিন্তু অভিনবত্ব আর নিজের জীবনের সাথে একটি বিশেষ জায়গায় মিল থাকার কারণে বেশ পছন্দের একটা বই ছিলো। হলিউড সেটা নিয়ে যা করলো ভাবলে আমার কান্না আসে। হালের টাইম-ট্র্যাভেলার্স ওয়াইফ্‌ একটা বেশ নতুন ধরণের মিষ্টি প্রেমের গল্প। কিন্তু হলিউডি ভার্শনে ক্লেয়ার আর হেন্‌রির সম্পর্কটাকে পুরোপুরি ভিন্নভাবে উপস্থাপণ করা হয়েছে, কোনো কারণ ছাড়াই।
এদিকে আবার বলিউডি চোখের বালি, দেবদাস, ইত্যাদি দেখে দেখে চরমভাবে মর্মাহত মন খারাপ
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

দময়ন্তী এর ছবি

আমার বেশ লাগল ভিডিওটা হাসি :)
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অতিথি লেখক এর ছবি

আমার কাছে ভালো লেগেছে।

মহসীন রেজা

সাইফ তাহসিন এর ছবি

ঝাক্কাস, আরো বড় কিছু চাই (সাধে কি আর বলে, "খাইতে দিলে বইতে চায়" চোখ টিপি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রানা মেহের এর ছবি

দেখতে তেমন ভালো লাগেনি
তবে আপনি লেগে থাকলে ভালো কিছু দাঁড়াবে, নিশ্চিত।
চাকরী টাকরি ছেড়ে দিন না।
এতো চাকরী করে লাভ কী? হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

স্বপ্নাহত এর ছবি

ঘরে বসায়া বসায়া বেতন কে দিবে, আপ্নি? চিন্তিত

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

সাফি এর ছবি

পরিশ্রমের কাজ, কসরত ভালু হইসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।