অস্থি / সৈয়দ আফসার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ৩০/১০/২০০৯ - ৩:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অস্থি
সৈয়দ আফসার

সব কিছু ভেতর পরস্পর চোখাচোখি, আমি
কেবল দেখি; দেখার ভেতরও হয় কান্নাকাটি
না-দেখাও ভাল... একটি স্বাভাবিকতা থাকে
যেমন বৃষ্টিদিনে, কালোমেঘ, মদমাংসের ঘ্রাণ
আমার নীরবতা বাগানবাড়ি খেলা করে মাঝরাতে
স্বভাবদোষে
আপাত আমি সাইপ্রাসে দাঁড়িয়েছি স্পেনিসশাকে
সবজি ক্ষেতে অসহায় ডাঁটাশাক মাটি-গর্জন-শোকে

তুমি কখন দাঁড়িয়েছো জানতে পারিনি, দেখেছি শীতে
তোমার স্বাভাবিকতা দেখে ব্যথা জেগেছে অস্থি-প্রীতে


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবি,

সব কিছু ভেতর পরস্পর চোখাচোখি
এখানে কি সব কিছুর হবে? কঠিন কবিতা (বুঝতে কঠিন আরকি)।

অতিথি লেখক এর ছবি

আমি এখনও অতিথি, তাই টাইপো ঠিক করার ক্ষমতা নেই।

শব্দটি কিছুর হবে।
পাঠের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।

মূলত পাঠক এর ছবি

ভালো লাগলো। "অস্থি-প্রীতে" মানে কী?

অতিথি লেখক এর ছবি

পাঠের জন্য সাধুবাদ।

ভাল থাকুন।

নাজমুস সামস এর ছবি

তুমি কখন দাঁড়িয়েছো জানতে পারিনি, দেখেছি শীতে
তোমার স্বাভাবিকতা দেখে ব্যথা জেগেছে অস্থি-প্রীতে
চমৎকার মিল!

সৈয়দ আফসার এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
________________________________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।