অস্থি
সৈয়দ আফসার
সব কিছু ভেতর পরস্পর চোখাচোখি, আমি
কেবল দেখি; দেখার ভেতরও হয় কান্নাকাটি
না-দেখাও ভাল... একটি স্বাভাবিকতা থাকে
যেমন বৃষ্টিদিনে, কালোমেঘ, মদমাংসের ঘ্রাণ
আমার নীরবতা বাগানবাড়ি খেলা করে মাঝরাতে
স্বভাবদোষে
আপাত আমি সাইপ্রাসে দাঁড়িয়েছি স্পেনিসশাকে
সবজি ক্ষেতে অসহায় ডাঁটাশাক মাটি-গর্জন-শোকে
তুমি কখন দাঁড়িয়েছো জানতে পারিনি, দেখেছি শীতে
তোমার স্বাভাবিকতা দেখে ব্যথা জেগেছে অস্থি-প্রীতে
মন্তব্য
কবি,
আমি এখনও অতিথি, তাই টাইপো ঠিক করার ক্ষমতা নেই।
শব্দটি কিছুর হবে।
পাঠের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।
ভালো লাগলো। "অস্থি-প্রীতে" মানে কী?
পাঠের জন্য সাধুবাদ।
ভাল থাকুন।
তুমি কখন দাঁড়িয়েছো জানতে পারিনি, দেখেছি শীতে
তোমার স্বাভাবিকতা দেখে ব্যথা জেগেছে অস্থি-প্রীতে
চমৎকার মিল!
পাঠের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
________________________________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
নতুন মন্তব্য করুন