বলেছিল পাখি
হয় না এভাবে;
কীভাবে যে হয়
কেউ কি তা ভাবে?
বলেছিল নদী
হয় না এমন;
বলেছে কি কেউ
কাছে আয়, শোন
চিরকাল তুই
অভাগা কেন রে?
কেন ভাঙে ঘর
হাতপাখা-ঝড়ে
বলেছিল ফুল
হবে না তোদের!
বিতর্কে দিন
পার হলো ঢের
নদী বলে, পাখি বলে, বলে ফুল
বারবার তবু কারা করে ভুল?
মন্তব্য
ভাল লাগল। কারা করে ভুল?
কঠিন প্রশ্ন!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।পড়ার জন্য কৃতজ্ঞতা।
বলেছিলেন হুযুর,
ওজু ছাড়া নামাজ হয় না কখনো
উত্তরে তার বলিলেন ‘তিনি’,
হয়, দেখেছি নিজে ওজু ছাড়া পড়ে।
ছেলেবেলায় পড়াছিলাম,
মাথায় কতো প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার,
সবাই বলে মিথ্যে বাজে বকিস নে আর খবরর্দার!
আপনারটিও ভালো লাগলো খুব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অনেক ধন্যবাদ।সাথে পড়ার জন্য কৃতজ্ঞতা।
খুব সুন্দর কবিতা।
নতুন মন্তব্য করুন