স্কুলে 'সপ্তর্ষি' অর্থাত্ আমরা সাত বিচ্ছু ছিলাম অতি কুখ্যাত ! পড়াশুনোয় মন্দ ছিলাম না , এক থেকে দশেই আটকে থাকতো সবার রোল নাম্বার...সেকারনেই অনেকবার মরতে মরতেও বেঁচে গেছি | ক্লাস নাইনে তখন , সময়টা ২০০১...টিচাররাও মোটামুটি হাল ছেড়ে দিয়েছেন এই ভেবে --চলেই তো যাচ্ছে মেয়েগুলো ; আর তো মাত্র কটা দিন !! মাধ্যমিকে ঐচ্ছিক বিষয় ছিলো কম্পিউটার; জিনিষটার কিছুই বুঝি না তবু ফাঁক পেলেই ঘাঁটাঘাঁটি করি ..কখনো গেমস ..কখনো অন্যকিছু , হ্যাং হয়ে গেলে শাট ডাউন করে ভালমানুষের মতো বেরিয়ে আসি ল্যাব থেকে ! আয়াকে ম্যানেজ করে পরের দিন আবার...একদিন পাসওয়ার্ড ভেন্গে বের করে ফেললাম আমাদের তরুন প্রশিহ্মক মহোদয়ের (যিনি আমাদের দুচোখে দেখভে পারতেন না ) ব্যাক্তিগত ফাইল...সিভিতে তাঁর বৈবাহিক অবস্হা থেকে জাষ্ট "অ" টা ডিলিট করে দিয়ে সেভ করলাম ,, তারপর লহ্মী মেয়ের মতো সবাই ফিরে গেলাম ক্লাসে ..কবে এই অসামান্য কীর্তি আবিস্কৃত হলো , অপরাধের ফলাফল কতোটা ভয়াবহ ছিলো ..সে এক বিরাট ইতিহাস ! তবে গোপনসুত্রে জানা গেছে, তিনি এখনো আমাদের হ্মমা করেননি !!! *তিথীডোর
মন্তব্য
অপরাধটা গুরুতর বিধায় হ্মমা অযোগ্য। আপনারাই ওনাকে দয়াকরুন না।
এস হোসাইন
-----------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"
হাঃহাঃ ..মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ! *তিথীডোর
এতো সংক্ষেপে লেখার বিশেষ কোনো কারণ আছে কি? পাঠক হিসেবে বলতে পারি, আমাদের অনেকেরই সময়ের এতো সুতীব্র অভাব নেই কিন্তু যে এর চেয়ে বড়ো হলে পড়তে পারবো না। প্রচুর টাইপো ও বানান ভুল (খান দশেক অন্তত), যতিচিহ্নও এলোমেলো, এইটুকু মাপের লেখা পোস্টানোর আগে প্রিভিউতে দেখে নেওয়াটা খুব সময়সাপেক্ষও তো নয়।
লেখার মাপ এইরকম হলে মান নিয়ে কথা বলাও কঠিন। আপনি আরেকটা লিখুন যত্ন নিয়ে এবং বড়ো ক'রে, সযত্নে মতামত জানাবো।
আপনার লেখার হাত তো বেশ ভালো।
আরেকটু বড় লিখুন না। আমার নিজের লেখাও প্রথম দিকে বেশ ছোট হতো, এখন কি লিখবো তা নিয়ে বেশ চিন্তা করি আর তারপর লিখি।
ভাল থাকবেন আর আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
তোমার লেখা তো প্রথম থেকেই আগুনের গোলা।
একটা বাংলা ছবির গান মনে পইড়া গেল ...
আপুনি; পুরো এক পোটলা ধনেপাতা তোমাকে.... *তিথীডোর
বিনম্র ধন্যবাদ মূলত পাঠক... সমস্যাটা সময়স্বল্পতার নয় , স্বভাবগত অস্হিরতার ! বাংলা টাইপিং এ হাত পাকার আগ পর্যন্ত ইঁচড়েপাকা মন্তব্যবাজী ও লেখক সাজার প্রচেষ্টা বন্ধ রাখবো... আবারো ধন্যবাদ !! *তিথীডোর
আমার কাছে লেখাটা একটু দায়সারা গোছের লেগেছে।
কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ! *তিথীডোর
পাঠকদার সাথে একমত। লেখায় দুই প্যারার মাঝে একটু ফাঁকা জায়গাও দিতে পারেন। পড়তে সুবিধা হয়।
যদি ইউনি ব্যবহার করেন,
ক্ষ = ক + ষ ( অক্ষর )
হ্ম = হ + ম ( ব্রহ্মা )
দেখতে একরকম হলেও দুটোতে অনেক তফাৎ।
অনুরূপ ভাবে, আবিষ্কৃত , আবিস্কৃত নয়।
তবে প্রথমটাই অনেক বেশি চোখে লাগছে।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
বিনম্র ধন্যবাদ আপনাকেও, নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা থাকবে! ভুলগুলোর জন্য হ্মমাপ্রার্থনা রইলো.... *তিথীডোর
আর আমার 'অ' কিছুতেই কাটছে না!
ভাবছিলাম অনেক দস্যিপনার ইতিকথা জানবো। কিন্তু শুরু না হতেই শেষ। আবারো পুচকে লেখার প্রতিবাদ জানিয়ে গেলাম। কারণ আপনি লিখতে পারেন, কিন্তু লিখছেন না!
........................................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
ধন্যবাদ পান্থদা! এমন অবলীলায় মিথ্যে প্রশংসা করেন বলেই তো হিজিবিজি লেখার ধৃষ্টতা দেখাই....*তিথীডোর
এরকম বাঁদরামী ক্ষমা না করাই স্বাভাবিক।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ঠিক!! *তিথীডোর
কোনটা রেখে কোনটা বলি'র মতো এতো কীর্তি থাকতে মাত্র একটা অথবা দেড়টা লিখলেন,
সেই হিসেবে লেখাটা একটু বড়ো হয়েছে বলবো।
লেখার হাত চমৎকার, অতো অস্থিরতা কেনো?
অনেক ধন্যবাদ! *তিথীডোর
পড়তে পড়তে ভাবছি মিলছে কেন!এখন বুঝলাম!একটু খেয়াল করে লিখিস.ভালো হয় লেখা.
ধন্যবাদ মাদমোয়াজেল নহ্মত্র! হয় আসলে ঘোড়ার ডিম, সেটা তুইও জানিস আমিও! কুকাজটা করেছিলাম আমি এবং টুম্পা দুজন মিলে...
আপনার লেখার কিছু প্যাটার্ণ আছে।
১। বাক্যের মাঝে প্রচুর "..." ব্যবহার করেন।
২। আপনি খুব বেশী বিস্মিত হন মনে হয়!
৩। ' | ' এই চিহ্নটার ব্যবহার ও লক্ষণীয়।
যেহেতু বাংলা টাইপ কেবল শিখছেন 'ফরম্যাটিং' একসময় নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আমরা আপনার আরো বড় লেখা পড়তে চাই। কারণ আপনি নিজেও জানেন আপনি পারবেন।
আরো একটা হয়ে যাক তাহলে ...
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
এমন নিঁখুত(পয়েন্টে পয়েন্টে) বিশ্লেষণের জন্যে সীমাহীন ধন্যবাদ....তবে যেহেতু অনেকটা আপনার উসকানিতেই এই অখাদ্য লেখার জন্ম; তাই ধনেপাতাও আদ্ধেকটা কেটে রাখছি!! *তিথীডোর
ইতিহাস টুকু দিয়ে দিলেই তো লেখাটা বড় হয়ে যেত।
চলুক।
স্পার্টাকাস
আর চালানোর ঠিক সাহস পাচ্ছি না যে....মন্তব্যের জন্য ধন্যবাদ! *তিথীডোর
জনগণের দাবি- লেখা আরো বড় চাই।
মহসীন রেজা
ধন্যবাদ আপনাকে! *তিথীডোর
- যতিচিহ্নের (যেমন, কমা, দাঁড়ি, সেমিকোলন, কোলন, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন) ঠিক আগে কখনও স্পেস দিতে হয় না। অর্থাৎ যতিচিহ্ন অক্ষরের সাথে লেপ্টে থাকে।
- যা লিখছেন তা আগে থেকে একটু ভেবে লিখুন, তাহলে প্রকাশটা পূর্ণতা পাবে আর পাঠকের পড়তে আরাম লাগবে।
- লিখে জমা দেয়ার আগে সম্ভব হলে পাশের কাউকে দেখিয়ে নিন একটু।
গুডলাক।
অসংখ্য ধন্যবাদ! ভুলবিহীন লেখা 'পোষ্টানো'র চেষ্টা থাকবে...*তিথীডোর
মূলোদা আমার চিন্তাটা আগেই প্রকাশ করে দিয়েছেন।
আপনার আরো উইটি লেখা পড়ার প্রত্যাশায় থাকলাম।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
অনেক ধন্যবাদ! *তিথীডোর
নতুন মন্তব্য করুন