ঘোড়সওয়ার। ২৭

শুভাশীষ দাশ এর ছবি
লিখেছেন শুভাশীষ দাশ (তারিখ: বিষ্যুদ, ০৫/১১/২০০৯ - ৭:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শুভাশীষ দাশ

মাথার উপর চক্র দিতে থাকে ঘূর্ণিহাওয়া ঠাসবুনোট উদোম
গা নিয়ে ঘূর্ণি তার সাথে অপ্রতিরোধ্য বালিয়াড়ি নির্মোক হয়ে
দেখা দেয় মুকুট উজানে আর সাথী হয় দ্রুতলয় ঘোড়সওয়ার
ঠিকরে বেরিয়ে আসে যাবতীয় প্রেম ভালোবাসা আরো এন্ডাগান্ডা
বিষয় আশয় সম্পদ হাহাকার আলটপকে দেখতে পাই বসতির
পাড়ে গড়ে উঠেছে উদ্যান বৃক্ষহীন হাওয়ার তোড়ে উড়তে
গিয়ে গাণ্ডীব ভেঙ্গে অব্যর্থ তূণ একেবারে জায়গায় গিয়ে বিঁধে
ফল হয় সাথে সাথে উপরন্তু রক্ত বালি না ভিজিয়ে গড়িয়ে
মেশে নোনা জলে হয়ে ওঠে নীল বর্ণ স্বর্ণাভ সুনীল একটু দূরে
সন্ধ্যা নামে আলতো আলো আকাশ ধীর লয়ে নির্নিমেষ নিকষ
হয় আমরা কবিকুল বজরায় উঠি ঝড়োহাওয়া দ্রাঘিমাংশ
পেরিয়ে উত্তরে সরে পড়ে আর রেখে যায় স্ফুলিঙ্গ মন্দ্র দ্রোহ
খতিয়ানে স্পষ্ট হয় শব্দব্রহ্ম সন্ত্রর্পণে গা ঢাকে প্রদীপ্ত উল্লাসে
মেঘমালা উপুড় হয়ে আরক্ত সন্ন্যাসে গেরুয়া নেয় পড়ে
কবিকুল তীরে পৌঁছাই নেমে শুনি হায় দীর্ঘ দীর্ঘনিদ্রা রাত ছেড়ে
আজ দুপুর দ্বিঘটিকায় নদীপাড়ে উপনয়ন হবে ইন্দ্র ব্যলীকের
অতঃপর একে একে দাঁড়িয়ে পড়ি কাতর হই করি আহ্বান


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ । মাথায় কোন একটা কিছু হচ্ছে।
আরেফিন

অতিথি লেখক এর ছবি

ঠিকমতো পড়তে পারছেন তো ? চোখ টিপি
যতিচিহ্ন তো ব্যবহার করি নাই।

শুভাশীষ দাশ

আলতাফ হোসেন এর ছবি

যতিচিহ্ন ব্যবহার না করে, ব্যবহার করে ইচ্ছামতো তুমি যে কবিতা লিখতে পারবে তাতে আমার কোনো সন্দেহ নেই, একজন পাঠক হিসাবে। আবার একটু-আধটু কবিতা লেখার চেষ্টা যে করি সে বিবেচনায়ও তোমার কবিতা লেখার ক্ষমতায় আমি বিমুগ্ধ। বানান ঠিকমতো লেখাকে পাত্তা দিচ্ছেন না
২০০০-পরের কবিদের অনেকে। আমার চোখে তবু লাগে। 'গেরুয়া নেয় পরে' হবে, 'পড়ে' না হয়ে, তাই না? বাকি এন্ডাগান্ডা সব ঠিক হ্যায়।
বেশ হচ্ছে, লেখা হচ্ছে, রোজ রোজ।

অতিথি লেখক এর ছবি

আবারো ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। কাব্যদেবী তো সবার উপর ভর করেন না- কারো কারো উপর করেন। কবি আলতাফ হোসেনের একটু আধটু কবিতা ঢের কাফি।

ওটা 'পরে'ই হবে।

শুভাশীষ দাশ

সাফি এর ছবি

২৭ এর মাজেজা কি? যতিচিহ্নরা কোথায় পার্টি করতে গেছে কোবিকে ফেলে?

অতিথি লেখক এর ছবি

কারণ ২৭ টা যতিচিহ্ন পার্টি করতে চলে গেছিল।পার্টিতে আপনি ছিলেন নিশ্চয় , নাইলে ধরলেন কেমনে?

শুভাশীষ দাশ

সাফি এর ছবি

আমি ছিলাম বারটেন্ডার চোখ টিপি

অতিথি লেখক এর ছবি

আমার কোন যতিচিহ্ন বেডায় মাল বেশি টানছে আমারে একটু জানায়েন। ওরে একটু টাইট দেয়া লাগবো।

শুভাশীষ দাশ

ভুতুম এর ছবি

খুব ভালো লাগলো পড়ে। অন্যরকম একটা গতি আর রিদম আছে। আপনার আরো কবিতা পড়ার প্রত্যাশায় রইলাম।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

অতিথি লেখক এর ছবি

আপনার পড়ে খুব ভালো লাগল জেনে আমারো খুব ভালো লাগলো।

শুভাশীষ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।