***
এমনি করে যায় যদি দিন- যাক না!
ভেবে ভেবে কাটছে সময়- থাক না!
সমস্ত দিন পার করেছি-
অনেক অনেক মান করেছি-
ভাবনা যা হয় মনের মাঝে,
সকাল বিকেল নানা কাজ়ে,
মনের মানুষ একটু কেন টের পায় না?
***
এমনি করে যায় যদি দিন- যাক না!
আমার পাশে চাইছি তোকে- থাক না!
অনেক বড় সাব হয়েছিস-
আমার সময় দান করেছিস-
অফিসটা তোর ভীষণ বাজে,
অ-সময়ে লাগায় কাজে!
তোকে ছাড়া সময় যে আর যায় না!!
***
এমনি করে যায় যদি দিন- যাক না!
বুনছি স্বপন আলোর ছায়ায়- দেখ না!
দেখতে তোকে চোখ বুজেছি
তারার মেলায় রাত খুঁজেছি
ভাসিস কেবল মেঘের ভাজে
খুঁজে তোকে পাচ্ছি না যে!
লুকিয়ে আছিস কোথায় রে তুই- আয় না!
------------
[ **না ] ( তারানা )
মন্তব্য
রবি ঠাকুরের গান আছে জানেন একি শিরোনামে!
হু জানি ! তবে গানটা অনেক আগে শুনেছিলাম...ভুলে গেছি এখন !
রবিঠাকুরের লাইনটা নিয়ে ডিস্ক্লেইমার দিতে পারতি।
কানে লাগলো। আর হাইফেনগুলোর ব্যবহার অপ্রয়োজনীয় মনে হল।
তাছাড়া খারাপ হয়নি। লিখতে থাক।
রবিঠাকুরের কথা মনে হয় নি! তাই ডিস্ক্লেইমার দেয়ার কথা মনে আসে নি!!
কানে না লেগে মনে লাগলে ভালো হতো
কমেন্ট এর জন্যে ধইন্যা পাতা!!
আমার কাছে ভালোই লাগলো। শেষটা অবশ্য বিষাদে পূর্ণ!
...............................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
:">
একে বারে মনের কথাগুলো বলে দিলেন।
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
কী যে বলেন না !! :">
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ভাল হয়েছে...তোমার মনে হয় এক্সাম চলছে... ... তাই কবিতা বের হচ্ছে মনে হয়...
আশা করি সবসময় তোমার এক্সাম চলুক।
হাহাহা!! একদম ঠিক!ফাইনাল!!! হিহিহিহ
তারু, ...
----------------------------
ইহাসনে শুষ্যতু মে শরীরং
ত্বগস্থিমাংসং প্রলয়ঞ্চ যাতু।
অপ্রাপ্য বোধিং বহুকল্পদুর্লভাং
নৈবাসনাৎ কায়মেতৎ চলিষ্যতি।।
- ললিতবিস্তর
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কী এতো ভাবো?
কবিতা বুঝিনা, কিন্তু ঠাকুরদার গানটা বড়ই পছন্দের
কাব্যখানা ভালোই লেগেছে.....
<একটি গোলাপ>
তাই?
[ হাই তুলছি ]
নতুন মন্তব্য করুন