২য় পর্ব এবং শেষ
আজকে আড়ং যাবই যাব
আশা করি খোলাই পাব,
খেয়ে দেয়ে পেট পুরিয়ে,
দু চোখ থেকে ঘুম উড়িয়ে
ভর দুপুরে ছাতা মাথায়
যাচ্ছি আমি আড়ং যেথায়,
যাওয়ার পথে খানিক থেমে
রিকশা থেকে একটূ নেমে
কিনে নিলাম ওয়ারিদ সিম,
জিপিটা ছিল ঘোড়ার ডিম।
আবার শুরু রিকশা ভ্রমন,
উদ্দেশ্য আড়ং গমন।
অনেক খানি পথ পেরিয়ে
সিগনাল আর জ্যাম এড়িয়ে ,
রিকশা এসে থামল যখন
আড়ং টা আজ খোলাই তখন ।
উত্তল দর্পণ
shukti.xereenএটজিমেইলডটকম
মন্তব্য
আগের পর্বই মনে হয় বেশি ভালো ছিল। এটাও খারাপ না।
রিকশা দিয়ে নামলে পরে
বলল এসে সামনে মোরে,
লাগছে ভালো লাল জামাতে
অনেক রঙের মেলার মাঝে।
চলুক।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
আড়ং থেকে কী কী কিনবেন, তার তালিকা নিয়ে এর পরের পর্ব হউক।
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
ওয়ারিদ/জিপি গুতোগুতিটা কি খুব দরকার ছিল? তারপরও ভালৈ। চালাও...
জিপি/ওয়ারিদ গুতোগুতিটা দরকার ছিল না। তারপরও জটিলৈছে। চালাও তোমার কবিতার গাড়ি।
শুকনো পাতা
নতুন মন্তব্য করুন