এই যে শুনেন,ঘুরতে যাবেন?
শর্মা নাকি ফুচকা খাবেন?
রাজি হলে জলদি করেন,
টি শার্ট গায়ে বেড়িয়ে পড়েন।
তোমার দেয়া সেই জামাটা,
ভাবছি আজই পরব সেটা,
মনে পড়ে নীল চুড়িটা?
গত ঈদেই দিলে যেটা,
আরেক হাতে থাকবে ঘড়ি,
মাঝে মাঝেই সময় পড়ি।
দাঁড়াব সেই গলির মাথায়
রিক্সা নিয়ে আসবে সেথায়
ঝড় বাদলের এমন দিনে
ভিজতে হবেএসব জেনে,
আসার আগে মেসেজ দিব
ছাতা দুটো সঙ্গে নিব,
এবার বল কোথায় যাবে?
আইস্ক্রীম না কফি খাবে?
আসাদ গেটের আড্ডাতে?
নাকি যাবে বাড্ডাতে?
সন্ধ্যা হতেও অনেক বাকি
রিক্সা করেই ঘুরব নাকি?
কফি খেতে গুলশানে?
বল না যাব কোন খানে?
শেষ বিকালের আলোয়
লাগছিলো তো ভালই,
ভাবছি বসে আনমনে
বারান্দাটার এক কোনে,
এলোমেলো ভিজা চুলে
শীতল চায়ে চুমুক তুলে
পথ চলতে আকেবাঁকে
মাঝে মাঝে কাজের ফাঁকে
সারাদিন আজ পড়ছে মনে
একটু পরেই ক্ষনে ক্ষনে
স্বপ্নমাখা সেই বেলাটা,
বড় চোখের সেই ছেলেটা ।
উত্তল দর্পণ
shukti.xereenএটজিমেইলডটকম
মন্তব্য
ছাতা দুটো নিতে হবে কেন? একটাতেও চলত মনে হয়।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
জনাব, আপনার নিয়্যত নেক্ বলে মনে হচ্ছে না।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ছড়া ভাল্লাগছে ।
আপনের নিকটা আরো
ছড়া ভাল্লাগলো।
আমারও ভাল্লাগলো। আরও লিখুন
আমারও মনে হয় ছাতা একটা থাকলেই ভালো
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
একবার বিশ্ববিদ্যালয়ে এক দৃশ্য দেখেছিলাম। একটা ছাতা, সেটি মেয়েটার মাথার উপরে। আর দুইটা ব্যাগ, দুটিই ছেলেটার কাঁধে। এই দৃশ্যের সম্ভাবনার কথা মনে করে (যদিও এক্ষেত্রে সেটা মোটেই সম্ভাব্য বলে মনে হচ্ছে না) দুটি ছাতাই সই...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ভালোই লাগলো। সচলে প্রথম? স্বাগতম তাহলে। আরও লিখুন।
একটা কথা, এই জায়গাগুলোতে মনে হলো একটু ছন্দপতন আছে, মানে আগের পংক্তিগুলো পড়তে পড়তে এই জায়গাগুলোতে এসে একটু অমসৃণ মনে হয়েছে:
মজার ছড়া।
ছাতা ছাড়া সমস্যা কি ? বৃষ্টিতে রিকশায় ভেজাতো কঠিন আনন্দ
**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
বৃষ্টিতে ভিজবে
আইসক্রিম খাবে
মানুষের এতো শখ কেনু কেনু কেনু?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
নতুন মন্তব্য করুন