পণ্ডিত শব্দের সাথে যুদ্ধরত প্রাচ্যের অক্সফোর্ড

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৪/১১/২০০৯ - ৮:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধারাপাতের গুনগুন মনে নেই
ক্যলকুলেটারের বোতাম টিপে
দেদারছে বাড়ছে হিসাবের মেদবহুল দেহ।

দুয়ে দুয়ে চার, এই বিশ্বাসও আজ
সমসাময়িক বিশ্বাস থেকে উধাও
আত্মার অবমূল্যায়ন সম্পুরক বাজেটের মতো
বরাবরই তথাগত সমীকরণসিদ্ধ।

প্রতিশ্রুতি প্রায়শ্চিত্তের যাত্রায়
অনবরত ঘূর্ণায়মান
প্রথম সূর্যের কাছে
মৃত্যুর প্রার্থনা করে না কেউ।

সূর্যাস্তের কাছ থেকেও
জীবনের নতুন স্বপ্নই প্রকৃত চাওয়া-
পণ্ডিত মশাইয়ের এ সব কথা
বড় বেশি বেমানান আজ।

পাঠশালা উঠে গেছে অজপাড়াগাঁয়ের
নির্জন সীমানা থেকে ;
পণ্ডিত শব্দের সাথে যুদ্ধরত
প্রাচ্যের অক্সফোর্ড।

ধারাপাত গুনগুন মনে নেই
এক এককে এক
এখন কাঁদে ওঠে সমস্বরে
জীবনের পাতায় পাতায় লক্ষ অনুদান
ধারাপাতের কী ক্ষমতা
তাকে নিয়ে হিসেবের পথে হাঁটে !


মন্তব্য

ফারাবী [অতিথি] এর ছবি

"পাঠশালা উঠে গেছে অজপাড়াগাঁয়ের
নির্জন সীমানা থেকে ;
পণ্ডিত শব্দের সাথে যুদ্ধরত
প্রাচ্যের অক্সফোর্ড।"

ভাল লাগল। অতটা বোধগম্য হলনা যদিও, তাতেই যেন আরো স্বাদ বেড়ে গেল। কবিতার যা নিয়ম।

অতিথি লেখক এর ছবি

অনেক কৃতজ্ঞতা।

অতিথি লেখক এর ছবি

অল্পখানি যত্ন বাড়িয়ে দিন লেখা আরও আকর্ষণীয় হবে! শুভেচ্ছা রইল নব্য কবি। চালিয়ে যান----
এস হোসাইন

------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা।

অতিথি লেখক এর ছবি

লেখনী ভাল।চালিয়ে যান।

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।