বাজার থেকে কিনেআনা মাছে কিছু মাছি ছিলো
মাছের সাথে তারা ক্রেতার বাড়ী পর্যন্ত এসেছিলো।
এক ধরণের ভালোবাসা তেমনি মাছির মতো;
যারা মৃতদেহ থেকে চুষে নেয় অচেনা আস্বাদ।
মানুষ যখন মানুষের আড়ালে বিনোগিত হয়
মাছিরা তখন প্রার্থিত দূর্গন্ধই ভালোবাসে।
মৃতের বন্ধু কেউ নেই; আছে শুধু মাছি
পঁচনের প্রিয় শরীর তার আনন্দে অবগাহন
এক যুগ নয় নয় অনন্তকাল- সামান্য সামান্য
আর যাই হোক ঘৃণার বিপরীতে দাঁড়িয়ে
তুমি মানুষকে বলে দাও তার কিছু বৃত্তান্ত।
মন্তব্য
নতুন মন্তব্য করুন