যতক্ষণ তুমি কাঁদতে পারো
ততক্ষণ মাধবী.. তুমি
কান্না থেমে গেলে অন্য কোন নারী।
যতক্ষণ তুমি ফুল হাতে রাখো
ততক্ষণ মাধবী তুমি
ফুল দেয়া শেষে অন্য কোন নারী।
যতক্ষণ দরজায় টোকা দিতে থাকো
ততক্ষণ মাধবী তুমি
কাছাকাছি এলো অন্য কোন নারী।
যতক্ষণ তুমি অবনতমুখী
ততক্ষণ মাধবী তুমি
মুখ তুললেই, অন্য কোন নারী।
যতক্ষণ বুক কেঁপে ওঠে
ততক্ষণ মাধবীর মতো তুমি
কাঁপা থেমে গেলে অন্য কোন নারী।
যতক্ষণ খোঁপা বেধে রাখো
ততক্ষণ মাধবী মতো
এলো চুলে তুমি অন্য কোন নারী।
যতক্ষণ নখগুলো পরিপাটি
ততক্ষণ মাধবী তুমি
আঁচড় আঁকলে তাতে অন্য কোন নারী।
যতক্ষণ ঠোঁট থাকে আরক্ত
ততক্ষণ মাধবী তুমি
ফ্যাকাশে হলেই অন্য কোন নারী।
যতক্ষণ তুমি পাশে বসে থাকো
ততক্ষণ মাধবী তুমি
হেলে পড়লেই অন্য কোন নারী।
মন্তব্য
ভাল লাগ্লো। তবে একই ধাচে বসানো কবিতাটা কিছুটা একঘেয়ে ছিল।
আপনার সুচনাপংক্তিগুলো ভালো। এক্সপ্রেশনের জোরটাও লক্ষ্য করার মতো।
এটুকু অসাধারণ হয়েছে।
আপনি ঠিক বলেছেন। আমারও তাই মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।
ভাল লাগ্লো। তবে একই ধাচে বসানো কবিতাটা কিছুটা একঘেয়ে ছিল।
আপনার সুচনাপংক্তিগুলো ভালো। এক্সপ্রেশনের জোরটাও লক্ষ্য করার মতো।
এটুকু অসাধারণ হয়েছে।
* মনজুর এলাহী
সহমত। ধন্যবাদ
দারুণ...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ভালো থাকবেন।
ভালো লাগল। লিখতে থাকুন।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
নতুন মন্তব্য করুন