• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

আপনি কত দ্রুত বয়স্ক হতে চান?

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ২০/১১/২০০৯ - ১১:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

একজন মানুষে বয়স কত হলে আমরা তাকে বয়স্ক বলতে পারি? এমনিতেই আমাদের দেশের মানুষের তাড়াতাড়ি বয়স্ক হবার একটা প্রবণতা আছে।( মনে আছে যে ছোটবেলায় খালি হিসাব করতাম , কবে বড় হব ) আমাদের দেশের মানুষের আরামপ্রিয় নামে একটা সুনাম আছে। যদিও আমি আমার আশেপাশে আরামপ্রিয় মানুষ খুব কমই দেখে থাকি। আমার তো মনে হয় আমাদের দেশের মানুষ সারা দিনই কাজের উপর থাকে।আরাম করার সময় কোথায়? তারপরও এই জাতীয় সুনাম এর কারনটা কি?

যা হোক নিজের লাইনে আসি, কত বয়স হলে আমরা বয়স্ক হবো। যদিও ব্যাপারটা মানুষে মানুষে ভিন্ন হবে। মনের বয়স টা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নটা একটু পরিবর্তণ করা যাক, আমাদের দেশের মানুষে মনের বয়স কতটা হলে আমরা তাকে বয়স্ক বলতে পারি?
বিষয়টা মাথায় আসলো সেইদিন কামরাংগির চরে ছবি তুলতে গিয়ে। রিকসা থেকে নেমেই দেখি এক বুড়াচাচা তাবিজ তুমার এর দোকান দিয়ে রাস্তায় বসে আছেন।যদিও তাকে আদৌ বুড়া বলা ঠিক হল নাকি কে জানে? উনার বয়সটা ঠিক অনুমান করতে পারলাম না। কিন্তু উনাকে দেখে আর যাই মনে হোক না কেনো বুড়া মনে হয় না।একই সাথে কিছু দিন আগে টাঙ্গাইলে এক জন বয়স্ক ব্যাক্তির ছবি তুলেছিলাম। তাকে মনে হয় সহজেই বয়স্ক বলা যাবে।

look inside ur heart..still it is green

the story continues

তবে আমি এটা বলতে চাচ্ছি না যে গ্রাম আর শহরের জন্য মানুষ এর বয়সের পার্থক্য হচ্ছে। বরং গ্রামাঞ্চলে লোকজন বয়স বেশি ধরে রাখতে পারেন। তাহলে পার্থক্য টা কোথায়? কাজ কর্মে? আমাদের দেশের লোকজন সাধারণত কাজ কর্ম নিয়েই ব্যস্ত থাকে। তাহলে কি পারিপার্শ্বিকতায়? হতে পারে যে আশে পাশের অবস্থা আমাদের বয়স নিয়ন্ত্রণ করছে। তাহলে দাড়াচ্ছে যে একজন মানুষ তার বয়স ধরে রেখেছেন এতে তার চেয়ে তার পরিবেশের ভূমিকা বেশি। যদি তাই হয় তাহলে আমাদের হাতে কতটুকু?
আপনি কত দ্রুত বয়স্ক হতে চান? আর চাইলেই বা আপনি কতটা নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন?

গুন্ডা মাস্তান


মন্তব্য

নির্জন স্বাক্ষর এর ছবি

তোর প্রথম ছবির বুড়ার টাইটেল টা কি?

লুক ইনাইড ইউর হার্ট, স্টিল ইট ইজ গ্রিন...এটা যেকোনো বয়সেই দেখা যায়। আসলেই বয়স টা নিজের মনের উপর...নিজেকে বুড়ো ভাব্লেই বুড়ো, নাইলে না। তবে পরিবেশের ভুমিকা অস্বীকার করার উপায় নাই। সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রনের ব্যাপারটাও চলে আসে। মনের জোর সবার সমান না, তবুও চেস্টা করতে দোষ কি?

স্বাগতম ইশতি (নাকি তোরে গুন্ডা কমু?) সচলে। আরো লিখতে থাক। তোর অনেক ছবি আছে। ঝোলা থেকে বের কর। লেখা দে আরো।

আচ্ছা, অইটা সেই টাঙ্গাইলের বুড়োটা না? চেনা চেনা লাগে। :)

Contrast of life (by ~KaKTaRuA~)

----------------------------------------------------------------------------

ডানা ভাঙ্গা একলা কাক, পথ শেষে থাক...একলাটি থাক

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ ডালু । আমাদের তো অনেক কমন ছবি আছে। ভালই জমবে মনে হচ্ছে।

btw, সচলে আনানোর জন্য আবারো ধন্যবাদ ।

নিঘাত তিথি এর ছবি

টাংগাইলে কি শুধু ছবি তুলতেই যাওয়া? ছবিটা টাংগাইলের কোথায় তোলা? সুন্দর ছবি। চাচা মিয়াকে খুব ভাল্লাগলো দেখে।

তবে, যে প্রসংগে লেখা, তা নিয়ে আরো বেশি কিছু লিখলে ব্লগটা আরো পরিপূর্ণ হতো। সেই সাথে আরো কিছু ছবি :) ।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

নিবিড় এর ছবি

আপ্নেও তাইলে ছবিবাজ (চিন্তিত)


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতিথি লেখক এর ছবি

কি যে কন না ভাই। হাতে একটা ক্যামেরা থাকলেই যদি ছবিবাজি করা যাইতো। টুকটাক চেষ্টা চালাই আরকি।

ওডিন এর ছবি

স্বাগতম ছবিয়াল ভাই। :-) দ্বিতীয় ছবিটা অপার্থিব!

আমি আগামি কয়েক বছর একটু দ্রুতই বুড়োতে চাই-ধরেন ছত্রিশ পর্যন্ত। তারপরে চল্লিশের আশেপাশে গিয়ে পালাতে পারলেই হবে- ছবির মত থুত্থুরে বুড়ো হবার কোন ইচ্ছা নাই।
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। :-?

অতিথি লেখক এর ছবি

আপনার আইডিয়াটা ভাল। আমার নিজেরো এইটা মাইরা দিতে ইচ্ছা করতেছে।

সাইফ তাহসিন এর ছবি

খুব ভালো লাগল পাশাপাশি ভাবিয়ে তুলল আপনার প্রশ্নগুলো, সচলায়তনে স্বাগতম। ২টা ছবিই খুব সুন্দর এসেছে।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

দ্বিতীয় ছবিটা সেইরকম।ফটোব্লগ লেখা শুরু করেন।

স্পার্টাকাস

অছ্যুৎ বলাই এর ছবি

মানুষের বয়স তার সচেতনতায়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।