সৃষ্টি, ধ্বংস, রূপান্তর / হামিদা আখতার

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৪/১১/২০০৯ - ৪:২৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজকের এই আয়োজনে পুরস্কার, তিরস্কার
কোনটা নেই, সমালোচনাও নেই
গীতিকা কিংবা বীরাঙ্গনার কেচ্ছা-কাহিনীও নেই
একটা শব্দ, ওতপ্রোতভাবে জড়িয়ে নেশায় পেয়ে বসে
সৃষ্টিতে, ধ্বংসে তথাপি রুচির রূপান্তরে

গৃহত্যাগী মানুষের ঘরে ফেরার পালা
ছবির মত গ্রামখানি
ছুটে আসে পল্লীবালা
আর অপেক্ষা নয়, পঞ্চায়েতের সালিশে ফরিয়াদ
অনুতপ্ত, অনুকম্প পরষ্পর জড়িয়ে বিলাপে ভেঙ্গে পড়ে।
পৃতগন্ন মানুষগুলো তাদের নগ্ন জীবন সম্ভোগের মহড়ায়
সব নীতি ও আদর্শকে ছেড়াঁ কাগজের মত বাতাসে উড়িয়ে দিয়ে
আহ্লাদে গায়ে সুরমা, আতর মাখে


মন্তব্য

সৈয়দ আফসার এর ছবি

উদ্ধৃতিঃ
গৃহত্যাগী মানুষের ঘরে ফেরার পালা

ভালো লাগল।
ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অতিথি লেখক এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ আফসার।

না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর! -----এই কথাটি খুব সুন্দর।

অতিথি লেখক এর ছবি

সুন্দর ।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আপনাকে

মূলত পাঠক এর ছবি

পরস্পর
পৃথগন্ন
ছেঁড়া

অতিথি লেখক এর ছবি

পৃথগন্ন
পৃথগন্ন
পৃথগন্ন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।