কোথাও পাখি দেখি না
টিয়ে ময়না বাবুই বালিহাঁস
না, কোন পাখিই দেখি না।
সারা বাংলায় ছড়িয়ে আছে
লাল, নীল, সবুজ, হলদে পালক
ছড়িয়ে আছে ঠোঁটের শুকনো বাঁকল
কোথাও সারস নেই, নেই বকের মায়াচোখ
কাকও খুব বেশি জ্বালায় না এখন
ডাস্টবিনের ভাঙা দেয়ালে বসে ঝিমোয় তারা।
কোথাও বুলবুলি নাচে না, নাচে না
চড়ুই বসে না খোলা জানালায়
ফুড়ুত শব্দে ভাঙে না সকালের মায়াঘুম।
কোথাও পাখি দেখি না
দেখি কেবল শিকারীর আসা-যাওয়া
সারি সারি পড়ে থাকা কার্তুজের পিছন।
মন্তব্য
হুমম।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ঈদশুভেচ্ছা।
নতুন মন্তব্য করুন