দহন

নাশতারান এর ছবি
লিখেছেন নাশতারান (তারিখ: রবি, ২৯/১১/২০০৯ - ১০:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

শুনছো, সীতা ?
তোমার চিতা
নয় এখনো শান্ত
তোমার দহন
করছি বহন
রাম যদি তা জানতো !!



বুনোহাঁস


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আপনার ছন্দ সচেতনতায় মুগ্ধ হয়েছি। ধন্যবাদ আপনাকে।
- শেখ নজরুল

জুয়েইরিযাহ মউ এর ছবি

পড়তে বেশ ভালো লাগলো।

---------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

শুভাশীষ দাশ এর ছবি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো কবিতাটা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ সবাইকে।

বুনোহাঁস

অতিথি লেখক এর ছবি

চমৎকার
নাগ্রী-----phychoo.perth@gmail.com

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

নয় বছর গেছে,
তাতে কী হয়েছে!
এমন ছড়া,
আরও আসুক।
আবারও আসুক!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।