মনের ভেতরে কত যে আকুপাকুর বসবাস-ভাবতে ভাবতে আকুল হয়ে উঠি। বয়স যত বাড়ছে এই প্যানপ্যানানিও তত বাড়ছে। একসঙ্গে অনেকদিনই তো থাকা হলো। প্রেমের প্রথমদিন থেকে হিসাব করতে গেলে ক্যালকুলেটার ছাড়া সে হিসের সম্ভবই নয়। অথচ সেই কবে কৈশোরে বিন্দু'কে ভালো লেগেছিলো- কোথায় তাকে দেখেছিলাম প্রথম হাসির দাতগুলো কতটা ঝলমল করেছিলো- সবই মনে আছে দাড়ি-কমা নিয়ে। এই মনে থাকাটা যদি পড়ায় কাজে লাগানো যেত তবে বিদ্বান হতে আশুতোশ বাবুও বাধা দিতে পারতেন না।
ক'টা চিঠি দিয়ে বিবাহপূবর্তী ভাসান সময়ে কোন কলমে তার নাম; আর কলম পাল্টিয়ে বাকি কথা; সব মনে আছে। অথচ এখন বাজারে গেলে পেয়াজ নেই তো রসুন ভুলি; মরিচ নিলে আদা। ঘরে ফিরতেই বিন্দুর চিতকার মস্তিস্ক কোথায় খোয়ালে? এখনও তো সজনে তলায় কটা লালপিঁপড়ের ঢিবি ছিলো তা তো বেশ মনে আছে?
যতই বলি ভালোবাসার কামড়; বুঝলে কামড়? কাজ হয় না তবু। ওরা সংসারী হলে ভালোবাসায় ভাসতে চায় না- আমরা এক সক্রেটিস বন্ধুর কথা, আমি তাকে অনেক বকেছি এখন খুঁজি একটি মাত্র ধন্যবাদ দেবার জন্য কিন্তু এই বিশাল জঙ্গলে খুঁজে পাই না।
বিন্দুকে বলি হাতটা এগিয়ে দাও না। আঙুলগুলো ছুঁয়ে দেখি। বিন্দু হাত দেয় না। ভাবি ওর সারা শরীর কত সজজেই ছুঁতে পারি অথচ আঙুল ছুতে পারি না। এতো সংসার! যেখানে যেখানে ডুব দেয়া যায়; সাঁতার কাটা যায় না। বিন্দুর কথাই তো ঠিক। আঙুল ছোয়ার দিন কবে হারিয়েছে! এখনও পুরো হাতটাই এক একটি আঙল হয়ে গেছে।
এক গোটা মানুষকে সামনে বসিয়ে কল্পনায় নিজেকে ভাসিয়ে তখন বেশ ভালো লাগে। চর দখলের রাতগুলো তখন কত ফর্সা মনে হয়। পড়া মুখস্তের মাঝথানে সেই যে তখন তার মুখটাই আগে মুখস্ত হয়ে যেত। তার শীতের চাঁদরের ওমে লুকিয়ে উষ্ণতা মাখার মুহূর্তগুলো কী ভীষণ ভালোলাগায় আরক্ত। কাছের মানুষের দূরটাই বুঝি সবচেয়ে কাছাকাছি। এই যে হাতটা বাড়িয়ে ধরতে না পারা এখানেই বুঝি ভালোবাসা বেঁচে থাকে।
এখনও পুরো হাতটাই এক একটি আঙল হয়ে গেছে। বাহ
ভালো লাগলো খুব
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনার লেখাটা স্বাভাবিক ও রোমান্টিক জীবনকে তুলে আনলো। বেশ ভালো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
'এতো সংসার! যেখানে যেখানে ডুব দেয়া যায়; সাঁতার কাটা যায় না'
---- মনজুর এলাহী ----
"এই যে হাতটা বাড়িয়ে ধরতে না পারা এখানেই বুঝি ভালোবাসা বেঁচে থাকে। " ........... হয়তো তাই । ভাল লাগলো ।
অমাবস্যা
ভালোবাসা বুঝি এমনই এক দূরের কাব্য।
.
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
পড়ে ভাল লাগল..
যদিও ঐ জীবনটাতে এখনো প্রবেশ ঘটেনি ..
যখন প্রবেশ করব তখন যেন মরুভুমি হয়ে না যায় সেই চেষ্টা থাকবে...
(জয়িতা)
মন্তব্য
মিয়া এতো সুন্দর একটা লেখা, টাইপিংয়ে দেখছি আপনি আমার মতোই হেল বয়।
-লিখলেনতো কিবোর্ড দিয়ে তুলির লেখা।
-মজনু
সত্যিই হেল। ক্ষমা করবেন। ধন্যবাদ আপনাকে।
শেখ নজরুল
কী সুন্দর!!!
এরকম হয়ে যাওয়া ভালো লাগে না
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
সত্যিই তাই। জীবনটাই যেন কেমন! কখন কী যে হয়! ধন্যবাদ। ভালো থাকবেন।
শেখ নজরুল
শেখ নজরুল
চমৎকার লাগল নজরুল। ভাবের মানুষ বিন্দুর আঙুল ছুতেঁ পারে না বলে দুঃখ, আবার উল্টপুরাণে অনেক বিন্দু আছে যারা চায় ভালোবাসা জিইয়ে থাক, কিন্তু পারে না..তবুও
[quote এই যে হাতটা বাড়িয়ে ধরতে না পারা এখানেই বুঝি ভালোবাসা বেঁচে থাকে।
এই তো জীবন। সুন্দর এই লেখার জন্য আপনাকে সাধুবাদ।
মধুবন্তী মেঘ