(ডিস্ক্লেইমারঃ অতি অখাদ্য। ইচ্ছে হলে এড়িয়ে যেতে পারেন।)
এক বৃদ্ধ কাক মুখে এক টুকরো গরুর মাংস নিয়ে গাছের ডালে এসে বসল। বয়স হয়েছে, এখন কি আর এসব চুরিচামারি মানায়, অল্পতেই ক্লান্তি লাগে। কাক একটু মাথাটা সরিয়ে উঁকি দিয়ে দেখে বাজারের ওদিকটায় কুরবানীর মাংস কাটছে কিছু লোকে। বয়স থাকলে আরো কত টুকরো চুরি করতে পারত তার একটা আন্দাজ করে দীর্ঘশ্বাস ফেলে।
এমন সময় রাস্তা দিয়ে ক্লাস শেষ করে ফিরছিল এক তরুণ শেয়াল। শেয়ালটির কাকের মুখে মাংসের টুকরো দেখে ভারী লোভ হল। শেয়ালটি বললো, “সত্যি কি সুন্দর পাখি তুমি, কি সুন্দর তোমার দেহসৌষ্ঠব, কি চাঁপা গায়ের রঙ.... ”
কাক মনে মনে ভাবে, মর জ্বালা। দুই পাতা ঈশপ পড়ে কোনটা কাক আর কোনটা কাকি(কাকের স্ত্রীলিঙ্গ) তাও চেনা শিখল না। সব জায়গায় এক ডায়লগ মারা চাই। বলি তোদের কি সৃজনশীল শিক্ষা দ্যায়না? কাক ভাবে আর রাগে গজরায়।
“সবকিছুতেই তোমরা পাখিদের মধ্যে সেরা, শুধু যদি গানটা গাইতে পারতে...”, শেয়াল বলতে থাকে।
কাকের সমস্ত মনোযোগ এখন তার ঠোঁটে ধরা মাংসটিতে, এ কী!
“তোমার কন্ঠটা কেন যে চেহারার মত এত সুন্দর হল না, অবশ্য এখন থেকেই যদি সাধনা শুরু করে দাও....”, শেয়াল বলতেই থাকে।
বৃদ্ধ কাক তার নিজের উপর প্রচন্ড বিরক্ত। যখন বয়স ছিল কেন যে তখন বিয়ে করল না। বিয়ে করলে আর এই ঝামেলা পোহাতে হয় না। তখন বউই তার সবকিছু দেখেশুনে দিত। এই যে সে চোখে না দেখে লাল মাংস চুরি করে নিয়ে আসল, তার না হাইপ্রেশার! এই বয়সে লাল মাংস খেলে যদি আবার ভালমন্দ কিছু হয়ে যায়! যা, তুই শেয়ালটার ভোগেই যা।
কাক টুকরোটা নীচে ছুঁড়ে দিয়ে বলল, কা কা(এবার ভাগো দিকিনি, অনেক জ্বালিয়েছ)।
শেয়াল মাংসের টুকরো মুখে পুরে চলে গেল।
উপদেশঃ অতিরিক্ত লাল মাংস শরীরের জন্য ক্ষতিকর।
মন্তব্য
লেখার শেষে নিবন্ধিত নিকটি উল্লেখ করে দেবেন।
ভুল হয়ে গিয়েছিল, কমেন্টে দিয়েছি।
স্পার্টাকাস
অধম লেখক নাম দিতে ভুলে গ্যাছে। নাম হইল স্পার্টাকাস
চমতকার হইসে
থ্যাঙ্কু থ্যাঙ্কু
স্পার্টাকাস
ভালো লাগল আপনার আধুনিক ঈশপের গল্প। হুডউইন্কড্ এনিমেটেড সিনেমাটা দেখেছেন? আপনার গল্প পড়ে এটার কথা মনে পড়ে গেল, না দেখে থাকলে দেখেন একটু সময় করে, মজা পাবেন অনেক।
নিকের কথা হিমুদা বলে দিয়েছে, আরো লেখুন এমন আধুনিক ঈশপের গল্প
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
হুডুউইঙ্কড দেখেছি। ভাল মুভি। পড়ার জন্য ধন্যবাদ।
স্পার্টাকাস
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
মজা পাইলাম!
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
থ্যাঙ্কু ভাই। অভয় দিলে আরো ঈশপ আসতে পারে।
স্পার্টাকাস
ভাল লাগল
ভাই আপনিও দেখি আমার মত ভুল করলেন।
পড়ার জন্য ধন্যবাদ।
স্পার্টাকাস
- কাউয়া আর শিয়ালের বিবাহ ঘটায়া দিতেন, তাইলে আরও মজা হৈতো। ঈশপ মিয়া কবর থাইকা উইঠা মমির মতোন সাদা ফিতা প্যাচানো শরীর নিয়াই দৌঁড় দিয়া গিয়া ঝাপ মারতো, অতলান্তিকে। তার গল্পের এই হাল দেইখা এই জীবন আর রাখার কোনো মানে খুঁইজা পাইতো না ভদ্রলোক!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি সমর্থন দিচ্ছি।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
হা হা হা... দারুণ!
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ঈশপের গল্পকে ঠিক রেখে, শুধু কাকটার চিন্তার অংশটুকু জুড়ে দিয়ে কাহিনীর কী চমৎকার পরিবর্তন! চালিয়ে যান।
---------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"
-----------
চর্যাপদ
উপদেশঃ অতিরিক্ত লাল মাংস শরীরের জন্য ক্ষতিকর।
ক্ষতিকর জিনিসেই কেনো স্বাদ থাকে? কেনো গাজর লাল মাংসের মতো স্বাদ না? কেনো কেনো কেনো?
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
অতিরিক্ত সব কিছুই খারাপ।
স্পার্টাকাস
নতুন মন্তব্য করুন