আমার এক গুটি পোকা ভাগ্নের কাছে জানলাম এই ব্লগটির কথা। বাংলায় আমি সবসময় খুবই গাধা। কখনও বেশি নাম্বার পাইনি ক্লাসে। ক্লাস সেভেন বা এইট এ একবার বাংলায় ফেল করায় আমার বাংলার প্রফেসর ফুফু বললেন " হায় হায় বাংলায় কেউ ফেল করে !! বাংলার প্রফেসরের বাড়িতে যদি বাংলায় ফেলু হয় তহলে ত লজ্জার কথা !! কি হবে এই মেয়ে কে নিয়ে "
মন বড়ই খারাপ হলো !! মন খারাপ ক্লাস টেনে উঠে যে বাংলার অবস্থা ভাল হলো তা কিন্তু নয় তবে ভাবলাম আরেকবার ট্রায় করে দেখি না !!! চুপি চুপি বিচিত্রায় লিখে ফেললাম আমার মনের ভালবাসা বিচিত্রার প্রতি। বিচিত্রা আমার একমাত্র বিনোদোন ছিল সে সময়।
ওমা !!!! ওরা সেটা ছেপে ফেললো !!! আমি তো আনন্দে হাজার খানা !! কাউকে বলতেও লজ্জা হয়েছিল বাংলায় ফেলটুর এই অভাবনীয় এচিভমেন্ট !! শুধু জানতো তিন বছরের ছোট এক ফুফাত বোন যে আমার সকল কাজের সঙ্গী ছিল।
এখানে সবার লেখা পড়ে ও সুন্দর পরিবেশ দেখে লিখতে ইচ্ছে করল আমার কিছু অভিঙ্গতা ও ভাললাগা কথা। অনেক বানান আমার হয়তো ভুল থাকবে (বাংলায় ফেলুর) তবে অান্তরিকতা বা মনের ভাব প্রকাশের ও কমিউনিকেশনের সদ্বইচ্ছা ১০০% ভাগ থাকবে। আমার বানান গুলো যদি সুদৃষ্টি নিয়ে ক্ষমার চখে সবাই দেখেন তবে আমার সব সুন্দরতম দিন গুলো আপনাদের সাথে শেয়ারের ইচ্ছে থাকল।
ভুল করে এ লেখাটি অতিথিদের কমেন্টের পোস্টে দিয়ে দিয়ে ছিলাম তাই এখানে আবার দিলাম।
মন্তব্য
আপনি আরিয়ানা নিকে অন্য কোথাও ব্লগ লেখেন কি?
সচলে স্বাগতম ... [বানান কিন্তু চাইলে আস্তে আস্তে ঠিক করে ফেলা যায়, ইচ্ছাটাই আসল :) ]
...............................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
আমিই আরিয়ানা !! বাংলা বানান শুধরে যায় যদি বাংলা লেখার চর্চা থাকে। আমার চার পাশে বাংগালীর কোন গন্ধ পাইনা বছরে একবার। বাংলায় কথা বলার সুযোগ হয়ত ২/৩ বছরে একবার হয়। তাই তো বাংলা ব্লগে বাংলায় লেখার চেস্টা বাংলা শিখব বলে। অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করবার জন্য আমার লেখা পড়বার জন্য !! অনেক ভাল থাকবেন !!
ছোট খালামনি? যদি সেই হও তবে নষ্ট মাথাকে মনে আছে কি?
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এই নষ্ট মেয়ে কে কি কখনও ভোলা যায়? তবে আমার ব্লগে অনেকদিন দেখিনা বলে চিন্তায় ছিলাম - কার হাত ধরে পালালো এই মেয়ে !!- এখন জানি কোথায় পালিয়েছে এই মেয়ে। কেমন আছিস দুঃষ্টু মেয়ে? খালামনি তো কারন অকারনে তাই বকার অধিকার ও আছে ;)
তাইতো লেখাটা পড়াপড়া মনে হচ্ছে (হুম)
লেখাটা পড়া পড়া মনে হচ্ছে? হা হা হা এই লেখাত আগে কোথাও ছাপিনি !! তবে নিজের পরিচয় তো সব জায়গাতেই একই হবার কথা !! অনেক ভাল থাকবেন !!
এই লেখা কোথাও ছাপান নি তা ঠিক আছে। উপরের মন্তব্যকারীর পড়া পড়া মনে হবার কারণ হতে পারে, স্মৃতি যদি অসহযোগিতা না করে, অন্য ব্লগে আপনার নিক পরিচিতিতে কিংবা আপনার আরিয়ানা নিকের কোন লেখায় এই বিচিত্রার কথাটা উদ্ধৃত আছে, এজন্যেই। আমি কি ঠিক বলছি ?
সচলে স্বাগতম আপনাকে। আশা করি সচল-সঙ্গ আপনার খারাপ লাগবে না।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
খুব ঠিক আছে। হা হা হা ঐ যে বলেছি একজন মানুষের পরিচয় সর্বত্র একই হয় !!!! অনেক ধন্যবাদ স্বাগতম জানাবার জন্য !!
বলছিনা যে অন্য কোথাও পড়েছি :)
বিস্তারিত বলতে গেলে সমস্যা আছে।
সমস্যা কেন ভাই? আমি তো বলেছি সবার পরিচয় সব সময় একই হবার কথা :) ভাল থাকবেন !!!
ছচলে সুস্বাদু-স্বাগতম। ঝাপায়া পইড়া লিখতে থাকেন, পুরা পাঙ্খা ভাব লয়া, no টেনশন।
তয় লেখার শেষে আপনার নিকটা লেইখা দিলে বুঝা জাইবো যে মানুষ্টার নাডা কিতা ...!
==================================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
উমম এখনও এই ব্লগের নিয়ম শিখে উঠতে পারিনি ভাই। নেক্সট টাইম দেব। ধন্যবাদ কথাটা বলে দেবার জন্য। তবে কোথায় নামটা লিখতে হয় জানাবেন প্লিজ!!
সচলায়তনের নতুন অতিথিকে শীগগির সচলায় পরিনত করে সচল সচলার অনুপাতে ভারসাম্য আনার দাবী জানাচ্ছি।
অনেক ধন্যবাদ দ্রোহী আমাকে স্বাগতম জানাবার জন্য !!!
সুস্বাগতম। আমরা আপনার স্মৃতিময় মধুর দিন গুলো পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।
দলছুট।
অনেক ধন্যবাদ !!! শুধু স্মৃতি নয় ভাল কিছু থাকলেই শেয়ার করার ইচ্ছে থাকলো। সাথে সুখ ও দুঃখ যদি বন্ধু হয় সাবই !!!
প্লিজ আমাকে কি কেউ বলবেন কোথায় লেখকের নাম লিখতে হয় ?
লেখা পোস্ট করার সময় একদম নিচে নাম, তরিৎ ঠিকানা দিবেন.
সচলায়তনে স্বাগতম
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
অসংক্ষ ধন্যবাদ !! এবার থাকে দেব, যদিও পরের পোস্টে আবারও দিতে ভুলে গেছি :(
কেউ কয় নাই সচল খুপ্খারাপ গিয়ানজাম করা লুগ্জনদের আখড়া ?
নীড়পাতা.কম ব্লগকুঠি
হা হা হা সেটা এখনও কানে বা মনে আসেনি,,, আসলে বলব !!! ;)
আপনি যে লেখাটা দিয়েছেন, লেখার শেষে নিজের নিকটা উল্লেখ করে দিলেই চলবে।
যেমনঃ
সচলে স্বাগতম।
সুহান।
_________________________________________
সেরিওজা
অনেক ধন্যবাদ
দিশা
সচলে স্বাগতম :)
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
স্বাগতম আমার বাড়ি। কতদুর সেই দেশ ???
এখনতো আপনি আর আপনার পোষ্ট এডিট করে নাম বসাতে পারবেন না। এখন আমাকে ধন্যবাদ জানিয়ে একটা মন্তব্য করুন আর মন্তব্যের শেষে নিজের নামটা জুড়ে দিন, তাহলেই হবে।
===============================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অনেক ধন্যবাদ শেখাবার জন্য !!
দিশা___
সচলে স্বাগতম---!
আপনার আরও লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
অনেক অনেক ধন্যবাদ আমার লেখা পড়বার জন্য !!
দিশা___
স্বাগতম... লিখতে থাকুন...
ক্ষমা টমা করা যাবে না, বানান ঠিক করার চেষ্টা চালান। ঠিক হয়ে যাবে। খাড়ান, পাঠুদারে ডাক দেই...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
উমম আপনাদের উপরই সব ভরষা বানান ঠিক করবার ;) সবাই মিলে সাহায্য করবেন আশাকরি !!
বাই দ্যা ওয়ে পাঠু দাটা কে? ভয় পাইছি তো !! :(
যখন আসবে তখন বুঝবেন কতো বাক্যে কতো বানান... অপেক্ষায় থাকেন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সচলে স্বাগতম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অনেক ধন্যবাদ !!
স্বাগতম সচলে, যদিও ব্লগোমন্ডলেই আমি শিশু।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
একদিন আমরা শিশু থেকে কৈশর পেরিয়ে জীবন শুরু করব নিশ্চই!! :)
লেখার হাত অনেক ভাল! সচলে স্বাগতম, বানান নিয়ে চিন্তা নাই, অনেক গুরু এবং পন্ডিত আছেন তারা শুধরে দেবেন। আমার মেয়েও এখনও বাংলা লিখতে পারে না। :)
অনেক ধন্যবাদ !! আর সেই আশায় পথ চলা শুরু করলাম !!
আপনাকে অন্য ব্লগে অনেক দিন ধরেই অনুসরন করা হয়, ভাল লাগে সিংগাপুরে আপনার কাজের কথা দেখতে ও পড়তে। সচলে আপনাকে স্বাগতম।
-- শফকত মোর্শেদ। < >
আমকে অনুসরন কেন ভাই আমি অতি নিরিহ টাইপের প্রাণী। এখনও পুলিশের খাতায় কোন রেকর্ড ওঠেনি - তা গত সপ্তাহে সিংগাপুর পুলিশ ডিপার্টমেন্ট ঘোষনা করেছেন ;) ভাবছেন কেন আমার ঐ পেপার দরকার ছিল? হা হা হা যাচ্ছি কেম্বডিয়া গ্রীন গেকো নামের এক এতিমখানাকে সাহায্য করবার জন্য ভলান্টিয়ার হয়ে একমাসের জন্য। তাতে আমার ঐ পুলিশ রিপোর্ট দরকার ছিল এই মর্মে যে - আমার বিরুদ্ধে কোথাও কোন পুলিশি খারাপ রেকর্ড নেই। সো প্লিজ নো অনুসরন !! ;) অনেক ধন্যবাদ !!!
দিশা___
বাই দ্যা ওয়ে বাংলায় নিজের নামটা দেখতে খুবই এক্সাইটেড লাগছে !!
সচলে স্বাগতম।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ধন্যবাদ !!! :)
সু স্বাগতম!বানান নিয়ে হাল্কা ঝামেলায় আমি ও থাকি!একই পথের পথিক বলতে পারেন।নিকটা কিন্তু কমেন্ট করার সময় পাশে লিখে দিতে পারেন*নক্ষত্র
নেক্সট টাইম দেব। অনেক ধন্যবাদ।
দিশা___
সচলে স্বাগতম আপুনি ! হাত- পা খুলে লেখো ... "সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
উমমম পা খুলে লিখতে পারি তবে হাত খুলতে পারবনা কিন্তু, কারন হাত খুললে লিখব কি দিয়ে :) ;)
আপু,
আসলেনতো, এবার কী খাবেন বলুন।
-মজনু
উমমমম আমাকে এক কাপ গরম "বানান" খাওয়াতে পারবেন? ;)
স্বাগতম
--নীল ভূত।
ধন্যবাদ!!!
দিশা___
সচলে স্বাগতম। লিখতে থাকুন পড়ার জন্য আমরা তো আছিই! বানান ঠিক করার জন্য পাঠুদা ক্লান্তি বিহীনভাবে সাহায্য করবেন আশা করি।
তবে এখনই যেটা করতে পারেন তা হলো আশ্চর্য বোধক চিহ্ন গুলোকে লাগাম দেয়া, মানি এই চিহ্নটি বা আরো অনেকগুলো চিহ্নই সংক্ষেপে আমাদের মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে তাই একটু খেয়াল করে চিহ্নগুলো দিলে লেখাগুলোতে আপনার বোধ/ভাব আমরা আরো ভালো ভাবে বুঝতে পারবো।
আর আপনাকে ফেলটু (আপনার ভাষায়) ভাবতে আমি নারাজ এটা খুব নেতীসূচক শোনায় বরং আমরা প্রত্যক্ষভাবে বলতে পারি আপনি এই বিষয়ে এখনো সফল হননি আপনাকে আরো কিছু সময় চেষ্টা করে যেতে হবে এবং আপনি অবশ্যই বাংলায় অনেক ভালো লিখবেন।
ভালো থাকুন, লিখতে থাকুন :)
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
ওহ আমিও ভেবেছিলাম "!" এই চিন্হ মানে এক্সাইটেড, অশ্চর্য, খুশি, ভাললাগা, ভয় এই ধরনের ভাব প্রকাশ করে। ইংরেজী তে তাই যেমন "wow!!!" বাংলায় কি একই রকম নয়? জানাবেন। অনেক ধন্যবাদ অনুপ্রেরনার জন্য।
ওহ আমিও ভেবেছিলাম "!" এই চিন্হ মানে এক্সাইটেড, অশ্চর্য, খুশি, ভাললাগা, ভয় এই ধরনের ভাব প্রকাশ করে। ইংরেজী তে তাই যেমন "wow!!!" বাংলায় কি একই রকম নয়? জানাবেন। অনেক ধন্যবাদ অনুপ্রেরনার জন্য।
আজ আমি এখানে প্রথম..............তবু অনেক ভাল লাগছে এই ভেবে এখানকার পরিবেশ টা সুন্দর । জীবন কে জীবনের চেয়ে বেশী কিছু দেধার মত........নতুন দিশায় নিয়ে যাবার মত ।।
রিক্তের বেদন
অনেক ধন্যবাদ !! আমারও একই অনুভুতি ।
ফেলটু হয়েই এতো ঝরঝরে লেখা, পাশটু হলেতো হইছিলই।
স্বাগতম ।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
উমমম ফেল্টুরা অনেক ভাল করে ফেল মারাতে জানেন তো ! ;)
অনেক ধন্যবাদ।
দিশা___
স্বাগতম
ধন্যবাদ !
দিশা___
ধন্যবাদ !
দিশা___
ধন্যবাদ !
দিশা___
স্বাগতম সচলায়তনে।
লিখে যান ইচ্ছামত, একটু সাইজে বড় করে। :D
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
ধন্যবাদ। চেষ্টা করব।
দিশা___
আমি তো কিছুই বুঝতে পারছি না ব্লগের.................. জটিল লাগছে................ লেখা একটা পোষ্ট দিলাম..............সেটাও খোজে পাচ্ছি না
অতিথিরা লেখা পোস্ট করলে সেটা মডারেশনের জন্য জমা পড়ে। হাতে সময় থাকলে এই লিংকটা একটু ঘুরে আসুন। খুবই প্রয়োজনীয় লিংক। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ !! নিশ্চই দেখবো ।
দিশা___
নতুন মন্তব্য করুন