খিদে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১০/১২/২০০৯ - ৫:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার এক অদ্ভুত খিদে রোগ আছে ! মন খারাপ এমনি তে তো খাবার খাওয়ার কথা মনে পরে না। মাঝে মাঝে কাজের চাপে থাকলে তো খেতে ভুলে যাই সারাদিন, খিদে যে লেগেছে সেটাই বুঝিনা। কিন্তু যদি কোথাও কোন খাবার ছবি বা কোন খাবার কেউ খাচ্ছে বা টিভি তে কোন খাবার কাউকে খেতে দেখি অমনি আমার সেই খাবারের খিদে পেয়ে যায়। অবস্থা এমন হয় যে তখন মনে হয় ঐ খাবার ছাড়া আমি বাচব না। জিভে পানি চলে আসে চোখ ফেরাতে পারিনা। মন খারাপ

অনেক দিন আগে এক কাজিনের সাথে গ্রামের বাড়িতে গিয়ে দুপুরে খাবার পরে পাড়া বেড়াতে গিয়ে এক পরশীর বাড়ি বেড়াতে গেছি। গিয়ে দেখি সেই পড়শী উনার দেড় বছরের সদ্য ঘুম থেকে ওঠা নাতিকে খওয়াচ্ছেন। খাদ্য হচ্ছে চাল, ডাল, কাচা কলা মিস্টি কুমড়ো আরো অন্যান্য সবজি সহযোগে রান্না করা ও চটকানো কাদা কাদা মত একরকমের জিনিস, চামচে করে তা উনি গিলিয়ে দিচ্ছেন বাচ্চাটিকে। আর সেই মোটা সোটা বাচ্চাটিও হাপুস হুপুস করে গিলে যাচ্ছে। অসহ্য কদাকার খাবারের দৃশ্য !!

আমারা তখন মাত্র দুপুরের ভাত খেয়ে বের হয়েছি। পেট আমার কুমড়ো পটাশের মত ভড়া!! আর তখন ঐ খাবার আর খাওয়া দেখে তো আমার মাথা খারাপ হবার যোগার !!! মন খারাপ :( মনে হলো সারা বিশ্বে এর চাইতে সুঃস্বাদু খাবার বোধ হয় আর হয়না। মনে হলো এই খাবার ছাড়া আমার জীবন নষ্ট !! জিভে ভিষন ভাবে জল আসতে থাকল।

চোখ ফেরাতে পারিনা ঐ খাবার দৃশ্য থেকে। যতই মনকে বলি এভাবে বাচ্চার খওয়ায় চোখ দিলে বেচারার পেট খারাপ হবে তবু মন মানে না। না পেরে ভাবলাম জিঙ্গেস করে নেই কি করে উনি ওটা রাধলেন। বাড়ি গিয়েই রান্না করে খাব। উনি আমাকে শেখালেন কি করে ঐ কদাকার জিনিস রান্না করতে হয়। বাড়ি ফিরেই রান্না করে খেয়ে বাচলাম।

যাখনই টিভি তে কোন রান্নার প্রগ্রাম দেখায় আমার কর্তা আড় চোখে আমার দিকে তাকায় তারপর মিনিট খানেক পরে জিঙ্গেস করেন " আর ইউ হাঙ্গরি " অথবা কোন মুভিতে কোন খাবার দৃশ্য থাকলে উনি মনে মনে প্রমাদ গুনেন এই ভেবে নয় যে আমাকে ঐ খবার কিনে দিতে হবে বরং এই ভেবে যে অত রাতে ঐ খবার কোথায় পাওয়া যাবে। কারন ঐ নিদ্দিষ্ট খাবরটি ছাড়া আমার ঘুম হবে না আর আমার ঘুম না হলে তার ও ঘুম হবে না ।

ছোট বেলায় একবার দুপুরের পরে এক ফকির আমাদের বাড়ি এসে ভাত চাইল। সবার খাওয়া হয়ে যওয়ায় কোন তরকারি অবশিষ্ট ছিলনা। কাজের মেয়েটি ফকিরকে বলল ভাত আছে তবে তরকারি নেই। ফকির বলে "তাই দেও মা, লবন আর কাচা মরিচ দিও গোটা ছয়েক তাহলেই হবে" সেই ফকির ৮ টি কাচামরিচ আর লবন দিয়ে চটকিয়ে যেভাবে এক থালা সাদা ভাত তৃপ্তি নিয়ে খেল তা দেখে ত আমার পেটে জিভে উথাল পাথাল শুরু হলো খিদেয়। এর পরে ঠিক সেই ভাবে ৭/৮ টি কাচা মরিচ দিয়ে সাদা ভাত খেয়ে তবে আমার মাথা ঠান্ডা ঝালে চোখ মুখ লাল করে। আজও আমার খিদে পায় ঐ ফকিরের খাওয়ার দৃশ্য মনে হলে কাচা মরিচ দিয়ে সাদা ভাত খাবার। ঠিক যেমন করে আজও আমার পরন্ত দুপুরে দেশে যাবার জন্য মন আনচান করে।


মন্তব্য

সাফি এর ছবি

কদাকার হলেও শিশুদের জন্য খুব পুষ্টিকর খাবার এটি।

"পেট আমার কুমড়ো পটাশের মত ভড়া" -- ভরার মতন সহজ বানানগুলো একটু খেয়াল করে -

সচলে স্বাগতম। হাসি

অতিথি লেখক এর ছবি

কথা খুবই সত্য ! "ভরা" বানানটা জানলাম ধন্যবাদ তার জন্য। নেক্সট টাইম ভুল হবে না।

অতিথি লেখক এর ছবি

কোনো রেষ্তুরায় চাকরী নেন ভাই।
ঠিক হলেও হতে পারে!

রোজার মাসে দেশে আয়াপড়েন!

-মজনু

অতিথি লেখক এর ছবি

উমমম বলেছেন ভালই মন খারাপ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কেউ বিষ খেয়ে আত্মহত্যা করলে আপনি আবার তারে দেখতে যায়েন না, তাইলে কিন্তু বিপদ... চোখ টিপি

সচলে স্বাগতম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

ভাই এই কথা মনে করিয়ে যে কত বড় সাহায্য করলেন। আমার জীবন বাচলো চোখ টিপি ;)। কোন ভাবেই যাবনা। অনেক ধন্যবাদ ! চোখ টিপি

সাবিহ ওমর এর ছবি

আমার বরং মানুষের খাওয়া দেখলে খিদা নষ্ট হয়। আমরা কী বীভৎসভাবে খাই!

অতিথি লেখক এর ছবি

খাওয়াটি ও একটা আর্ট কিন্তু :)। আমার পুরোনো কলিগরা একটা কথা আমাকে বলেছিল যখন আমি সেই কাজ ছেড়ে চলে আসি - " আপু তুমি নতুন যে জায়গায় যাচ্ছ সেখানে গিয়ে কারো সামনে বসে যেন খেও না, তোমার খাওয়া দেখলেও সবার খিদে পয়ে যায়" হা হা হা

দিশা___

শেখ নজরুল এর ছবি

খাবার-দাবারে আমারও অরূচি।
শেখ নজরুল

শেখ নজরুল

অতিথি লেখক এর ছবি

অ্যাঁ ক্রিমির চিকিৎসা করান শিঘ্রী !

শান্ত [অতিথি] এর ছবি

আমারও আপনার মতো অবস্থা। টিভিতে রান্নার কোন অনুষ্ঠান বা সিনেমাতে খাবারের দৃশ্য দেখলেই আমার খিদে পেয়ে যায়। তাই বাসায় আমার টিভিতে রান্নার অনুষ্ঠান দেখা বারণ।
একবার এক বিকেলে রোজার মাসে হালিম খাওয়ার ইচ্ছে হলো। কিন্তু আযানের আর মাত্র ১৫/২০ মিনিট বাকী। এই সময় আমি সাইকেল নিয়ে প্রায় পুরো সিলেট শহর চক্কর দিয়েছি হালিমের খোজে। শেষ পর্যন্ত হালিম কিনে এনে বাসায় বসে পুরো এক বাটি হালিম খেয়ে তবে শান্তি।
খাবার দাবারে আমার ব্যাপক রুচী। এই করে করে এখন হাই কোলেস্টরেল নিয়ে শুধু চেয়ে চেয়ে দেখি। হায়.................

অতিথি লেখক এর ছবি

আমি যে খাই বেশি তা কিন্তু নয় তবে কারো শ্বাদ করে খাওয়া দেখলে আমার সেই খাবার খাওয়ার জন্য মাথা আউলা হয়ে যায় মন খারাপ

যেমন একবার টিভি তে বানরের কলা খাওয়া দেখে মনে হলো ঐ মুহুর্তে কলা না খেলে আমার জীবন নষ্ট ;(

অতিথি লেখক এর ছবি

এমনিতে আমার রোগা পটকা শরীর, কিন্তু ভাত ছাড়া অন্য কিছু দেখলেই হইছে!

স্পার্টাকাস

অতিথি লেখক এর ছবি

হা হা হা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সচলে স্বাগতম। তবে বোনটি, নিকের ব্যাপারে আপনি দেখি আমার ঘরে হাত দিয়ে বসেছেন। সচলে আমার পোস্টের পাঠিকা/পাঠকরা "দিশা"কে চেনেন। তাদের জ্ঞাতার্থে বলি - এই দিশা সেই দিশা না।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

"দিশা" ঘটনা টা কি বলবেন প্লিজ? এখনও খুজে পাইনি ! মন খারাপ

অতিথি লেখক এর ছবি

প্রথমেই খুবই দুঃখিত। আমি সাধারনত "আরিয়ানা" নামেই লিখি। এখানে ঐ নামটি অন্য কেউ নিয়ে নিয়েছেন তাই বাদ্ধ হয়ে নিজের নামটিই নিক দিলাম। দেখলাম এই নাম কেউ এখনও নেন নাই। আপনার ঘরে গিয়ে দেখে আসব "দিশা" কাহিনিটা কি ! ভাল থাকবেন ।

এটা ষষ্ঠ পাণ্ডব কে বলেছি।

দিশা___

তানবীরা এর ছবি

ষষ্ঠদা, হাহাহাহা।

আপনার মতো এ রোগ অনেকেরই আছে। খাবারের ছবি বা ঘ্রান যাই হোক খেতে ইচ্ছে করে।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতিথি লেখক এর ছবি

উমম খুবই সত্যি হাসি

অতিথি লেখক এর ছবি

আমার ও এমন হয়... এখন আমার এখানে ভোর ৫:৪৭ বাজে। আর এখন আমার কাচামরিচ দিয়ে ভাত ক্ষেতে ইচ্ছা করতেছে...

নীল ভূত।

অতিথি লেখক এর ছবি

জিনিসটা কিন্তু খুবই মজার খেয়ে দেখেন একবার একটু লবন নিতে ভুলবেন না কিন্তু !

সাইফ তাহসিন এর ছবি

ভালো লাগল আমার মত আরো ভেতো বাঙালি এখনো আছে জেনে। লেখা মজার হয়েছে।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক এর ছবি

আমার আসলেই ভাত খুব প্রিয় স্পেশালি ভর্তা দিয়ে হাসি

দিশা___

অনিকেত এর ছবি

আমার তো লেখা পড়েই খিদে পেয়ে গেল...

ভণ্ড_মানব এর ছবি

অন্যের ভাত-মাছ খাইতে দেখলে আমার খিদা পায়না...কিন্তু কেউ আইসক্রিম, চকলেট, ফাস্ট ফুড টাইপের কিছু চোখের সামনে খাইলে আমারও খাইতে ইচ্ছা করে। দেঁতো হাসি
দিশা আপু যাই লিখেন একটু বেশি করে লিখেন না...পিলিজ। হাসি

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

অতিথি লেখক এর ছবি

কুরবানীর দিন কয়েক পর আমার খাওয়া হয়না বটে। এবার দেখছি, মাস পেরিয়ে যাচ্ছে, এখনও কোন কিছু ভালভাবে মুখে তুলতে পারছি না। মন খারাপ

-মেঘবালিকা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।