আজ সূর্য্যদয়ের সাথে সাথে আকাশের বুক চিরে উড়ে আসুক দু'জোড়া মিগ২৯ - বিদ্রোহী বাজপাখিরা। সুর্য্যের লালকে ডানার আড়ালে রেখে আকাশ থেকে মৃত্যু ঝরাক - বিস্ফোরনে ধুলোয় মিশে যাক নিজামী-গোলাম আজমদের মত রাজাকারদের ঘাঁটি।
শীতের আলো-আঁধারীর শহরের ঠান্ডা বাতাসের বুক চিরে ছুটে চলুক সংঘবদ্ধ সশস্ত্র সামরিক যান - বিদ্রোহী সৈনিকেরা, রক্তে আগুন, প্রতিশোধের নেশায় উন্মত্ত আগুনচোখের যমদূতেরা। একে একে ঘিরে ফেলুক একাত্তরের ওই হায়নাগুলোকে, মেশিনগানের নুপুর বাজুক ওদের মৃত্যুর উৎসবে, বেয়নেটে গেঁথে ফেলবার সময় হায়েনাগুলোর আর্তচীৎকার বাতাসে ভাসুক। গ্রেনেড যোগান দিক তবলার বোল, আজ প্রতিশোধের উৎসবে মাতবো আমরা।
রক্তের বদলে রক্ত চাই!
সবুজ পতাকার বুকের ওই রক্তের ঋন শোধের সময় এসেছে।
হায়েনার রক্তে ধুয়ে ঐ সবুজ পবিত্র হোক,
সবুজের বুকে আর দেখতে চাইনা -
জন্মদাতা মুক্তিযোদ্ধার রক্তের ছোপ,
তার বদলে সবুজের বুকে চিরস্থায়ী ভাবে বন্দী করবো সূর্য্যটাকে আজ।
কখনো কখনো বিদ্রোহ খুঁজে এনে দেয় হারানো আত্মসম্মান,
বিদ্রোহের মাঝে খুঁজে পাওয়া যায় হারিয়ে যাওয়া আত্মপরিচয়,
আজ বিদ্রোহের মাঝে খুঁজে পেতে চাই স্বাধীনতা।
অমানুষের রক্তে স্নান করে,
আমি ফিরে পেতে চাই আমার হারিয়ে যাওয়া মনুষত্ব।
হিংস্র পশুর হাত থেকে নিরাপদে থাকুক আমার অনাগত সন্তান।
আজ বিদ্রোহের মাঝে খুঁজে পেতে চাই স্বাধীনতা।
রাতমজুর
মন্তব্য
নতুন মন্তব্য করুন