রাজশাহী মেডিকেল কলেজে ১৬ই ডিসেম্বর বিজয় র্যালী বের করে 'বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির' ওরফে ছাগুরা। তেনাদের একজন খোমাখাতায় ছবি দিয়া দিছে। এখানে পাবেন। তারপরেও নিচে দুটা ছবি দিয়ে দিতেছি। আর কমেন্টের বাংলাও দিলাম। দেখেন অবস্থা।
নিচে ওই ছবিগুলার কমেন্টের বাংলাটা দেয়া হলোঃ
"
Mishuk Mawla
ডিস্লাইক ইট। মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারদের ছত্রছায়ায় বেড়ে ওঠা এই ছাত্র সংগঠনের কাছ থেকে বিজয় দিবস ভিত্তিক কোন আয়োজন গ্রহণযোগ্য নয়।
Wed at 5:03pm
Monir Csedu
ইয়েস
Wed at 5:17pm
Ibna Al Sakir
হায়রে, রাজাকাররা বিজয় র্যালী করে......
Yesterday at 2:16pm
Upol Saiduzzaman Rmc
হমম, তোমরা সবাই ঠিক। কিন্তু রাজাকার বলতে যদি ৫ ওয়াক্ত নামায পড়া, এক আল্লাহকে মেনে চলা,গাঞ্জা-সিগারেট না খাওয়া,শহীদ্দের জন্য দোয়া করা, বিনামূল্যে রক্ত দান, গরীব রোগীদের চিকিৎসা দেয়া বুঝায় এবং দেশপ্রেমিক বলতে যদি গাঞ্জা-সিগারেট খাওয়া, মেয়েদের নিয়ে হোটেলে যাওয়া, নামায না পড়া, করেজের টাকা মেরেকখাওয়া বঝায়, তবে ধিক্কার ওই দেশপ্রেমিকদের। আমি আল্লাহর পথে থাকতে চাই। নিজিকে জিজ্ঞেস কর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায কি হয়।
Yesterday at 3:31pm
Monir Csedu
তুই যখন হাই স্কুলে যাস নাই আমি তখন এই সংগঠনের সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমি জেনেছি যে আসলে ওরা কি। আর আমরা একটু সাহায্য পাই নাই তাদের থেকে... নিয়মগুলা ভালো কিন্তু নীতি নির্ধারক গুলাকে আমি খুব কাছ থেকে চিনি। আর নামাযতো আমরা ও পড়িরে দোস্ত... ক্যারি অন।
Yesterday at 3:49pm
Mishuk Mawla
@উপলঃ দেশপ্রেম আর ইসলাম কিন্তু এক নয়। এটা ভুল্লে চলবে না। এটা সত্যি যে ইস্লামের আদর্শে চললে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া সহজ হয় কিন্তু তাই বলে ৫ বার নামাজ পড়া, সিগারেট না খাওয়া, মানুষের টাকা না খাওয়া মানে এই না যে তুমি দেশ বিরোধী কাজ করতে পারবা। '৭১ এর রাজাকাররাও ৫ বার নামায পড়তো। তাই বলে কি ওদের কৃতকর্মের জন্য ওদের কিছুই হবে না ? যদি তুই ওদের মাফ করে দিস তাহলে নিশ্চিত থাক জাতি তোকে মাফ করবে না। আর এই রাজাকারদের ছায়ায় বেড়ে ওঠা শিবিরের কাছ থেকে ভালো কিছু আশা করা বোকামোর নামান্তর।
Yesterday at 4:12pm
Monir Csedu।।
মিশুক দেখ না আর,এম,সি তে কি অবস্থা...
Yesterday at 6:24pm
Ibna Al Sakir
মিশুক ভাই, তুমি ঠিকি কইসো।
Today at 2:26am
Upol Saiduzzaman Rmc
RMC তে আমি থাকি, পেপারে কি লিখসে আর আমাদের পোস্টারে কি ছিল তা দেখে তারপর কমেন্ট করিস। পতাকার ছবিটাতে লাল বৃত্তের উপর প্রিন্টিং প্রব্লেম এর কারণে হাল্কা একটা কালো দাগ পড়সে। তোরাতো রাজ এর ছেলে, তোরাই বল রাজ এ ভালো প্রিন্টিং মেশিন কই আছে? আর ছাত্রলীগের পতাকার উপর বিশাল কালো দাগ, পতাকার উপর মুজিবের ছবি সেটা কিছু না? আর ওরা বিজয় দিবসের রাতে কনসার্টের নামে মেয়েদের নিয়ে ন্যাংটামী + শেষ রাতে গাঞ্জা টাইনা 'দেশপ্রমিক' উপাধি লাভ করছে।
11 hours ago
Mishuk Mawla
@উপলঃ ব্রেইন ওয়াশ হওয়া অনেককেই দেখছি। তাদের মাঝে যে সিম্পটম থাকে, তোর মাঝেও তাই দেখতে পাচ্ছি। আসলে এতোগুলা বছর পরেও ছাগু সমাজ একই ভাবে সক্রিয় আছে। ছাগু বুঝস তো?
Chagu bujhos to?
8 hours ago
Monir Csedu
ভালই জমসে। উপলের ব্রেইন ওয়াশ হয়ে গেসেরে মিশুক, এখন কিছুতেই কিছু হবে না।
7 hours ago
Mishuk Mawla
@মনিরঃ সবাই প্রার্থনা কর যেন উপল তাড়াতাড়ি সেরে উঠে। Get well soon upol.
7 hours ago
Monir Csedu
ফি আমানিল্লাহ...
6 hours ago
Upol Saiduzzaman Rmc
দোস্ত, শিবির করার আগে ৪ বার নামায পড়তা, মাসে হয়তো একবার কোরান পড়তাম, হাদিসের তো কথাই ছিলোনা। এখন আলহামদুলিল্লাহ সবই নিয়মিত হয়। দোস্ত আমি জাহান্নাম্রে ভয় করি, আর চাইনা আগের জীবনে ফিরে যেতে। শিবিরে থাকলে নিয়মিত রিপোর্ট লিখতে হয় ও ভাইয়াদের দেখাতে হয় - কড়া অনুশাসন, শৃংখলাবদ্ধ জীবন খারাপ চলছে নাতো।
3 hours ago
Mishuk Mawla
@উপলঃ তোর যদি মনে হয় শুধু শিবিরের কল্যাণে তুই ইস্লামের পথে আছিস, তাহলে আমি বল্বো সেই কুমিরের বাচ্চা দেখানোর কথা। ঘুরে ফিরে একটা বাচ্চা বার বার দেখানো হয়। আমার অনেক ফ্রেন্ড আছে যারা শিবির থেকে অনেক দূরে থেকেও ৫ ওয়াক্ত নামায পড়ে। এতেই কি প্রমাণ হয় না, "Self motivation is the best motivation"?
শিবিরের উদ্দেশ্য নিয়ে আমার কিছু বলার নাই, তুই ক্যান এই জায়গায় তাল্গোল পাকায় ফেলতেসিস? আমি শুধু শিবিরকে তাদের নীতি নির্ধারকদের মুক্তিযুদ্ধ পূর্ব ও পরবর্তী কার্যকলাপের কারণেই এখনো অন্য চোখে দেখা হয়, যেটা খুবই স্বাভাবিক। আর স্বধীনতার পরবর্তীতে শিবির এমন কিছু করে দেখাতে পারে নাই যাতে এ ধারণার পরিবর্তন হয়।
2 hours ago
Upol Saiduzzaman Rmc
ছাত্র সমাজকে ইস্লামের পথে আনতে সাহায্য করা, তাদের চারিত্রিক উন্নতি সাধন, দুর্নীতি থেকে বিরত রাখসে, আর কোন সংগঠন এমন কাজ করতেসে বল?
2 hours ago
"
ভাই হাতে পায়ে আগুন জ্বলতেছে। আমরা কি করব ভাই, এই সব গোবর ওয়ালা ব্রেনের মানুষ দিয়া ?
ছিছিছি...
---নীল ভূত।
মন্তব্য
কেরসিন ঢেলে জ্বলায় দেন এগুলারে...কোন কথা নাই...বুইঝা হোক না বুইঝা হোক পোকা পোকাই...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ওদের বিরুদ্ধে প্রচন্ড আক্রমন চাই। এখনি না থামালে একদিন হয়তো ওরাই আমাদের "রাজাকার" বলে গালি দিবে।
সেই পুরোনো শকুনেরা বহুদিন ধরেই জাতির পতাকা খামচে ধরে আছে, তাদের চিনি। কিন্তু যখন এই নতুন শকুনদের দেখি, বড় হতাশ আর ক্লান্ত লাগে। সামনের দিকে তাকালে শুধু অন্ধকার দেখি...
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
বিষয়টা যদিও তুলে ধরার মতো, তবুও এভাবে অন্য যায়গার মন্তব্য কপি-পেস্ট করে সচলায়তনে পোস্ট করাটা আমার কাছে ভাল লাগলোনা, নীল ভূত।
পিপিদা,
আমি বুঝি নাই। তখন আমি ঠিক করতে পারতেসিলাম না, কি করলে আমার ক্ষোভ প্রকাশ করা হবে। তাই শেয়ার করলাম। যদি মনে হয় সরিয়ে ফেলা দরকার, তাহলে প্লীজ করে দেন।
---নীল ভূত।
আমার মনে হল তাই বললাম
জামাতের নেতারা as good as কাফের। যারা সাহাবাদের criticize করে আর কোরানের ভুল ব্যখ্যা করে তাদের ছত্রছায়ায় নামায কোরানের কি দাম? আর নিচের link টাও বিবেচনা করা দরকার
http://www.sachalayatan.com/haseeb/29291
আখলাক আর knowledge, ইসলাম ও পৃথিবীর ব্যপারে সঠিক না থাকলে কি কোন প্রকার ধর্মীয় উপাসনা কি Allah (swt) গ্রহন করেন?
জ্ঞানের ও নীতির অভাব না থাকলে কেউ শিবির করবে না।
উপলের জ্ঞানের অভাবটা উত্তর দেবার ধরন দেখেই বোঝা যাচ্ছে। ব্যপার টা দেশদ্রোহ নিয়ে, আর সে ধর্মের গান গেয়ে যাচ্ছে।
অনুরোধঃ কেউ এই ধরনের publicদের নসিহত করুক যে, ধর্ম মানে একটা জীবন ব্যবস্থা, অন্ধ ভাবে আংশিক অনুশরন নয়।
জামাতের নেতারা as good as কাফের। যারা সাহাবাদের criticize করে আর কোরানের ভুল ব্যখ্যা করে তাদের ছত্রছায়ায় নামায কোরানের কি দাম? আর নিচের link টাও বিবেচনা করা দরকার
http://www.sachalayatan.com/haseeb/29291
আখলাক আর knowledge, ইসলাম ও পৃথিবীর ব্যপারে সঠিক না থাকলে কি কোন প্রকার ধর্মীয় উপাসনা কি Allah (swt) গ্রহন করেন?
জ্ঞানের ও নীতির অভাব না থাকলে কেউ শিবির করবে না।
উপলের জ্ঞানের অভাবটা উত্তর দেবার ধরন দেখেই বোঝা যাচ্ছে। ব্যপার টা দেশদ্রোহ নিয়ে, আর সে ধর্মের গান গেয়ে যাচ্ছে।
অনুরোধঃ কেউ এই ধরনের publicদের নসিহত করুক যে, ধর্ম মানে একটা জীবন ব্যবস্থা, অন্ধ ভাবে আংশিক অনুশরন নয়।
অন্য ছাত্র সংগঠনের ছেলে মেয়েরাও সমাবেশ ও র্যালী করেছে। তাদের ছাপিয়ে ছাত্র শিবিরের ওরা কি করলো সেটাই বেশী প্রচার পাচ্ছে। প্রকারান্তরে ওদের কাজকর্মকে আমরা বেশী গুরুত্ব এবং প্রচার দিচ্ছি।
ওদের কেউ হয়ত ব্লগে লিখে জানান দেয়নি যে ওরা এটা করছে। অচেতনভাবে হলেও অন্যরাই ওদের হয়ে ওদের কথা বলে বেরাচ্ছে।
প্রত্যেকটা সময়ে কিছু মানুষ এবং তাদের কার্যকলাপ থাকেই যা সর্বদা সময়ের বিপরীত; এদের সাথে প্রতি সময়ে যুদ্ধ করে চলতে হয় এবং সময়ের যোদ্ধায় আমাদের রূপান্তর হওয়া ছাড়া উপায় থাকে না।
-- শফকত মোর্শেদ। < >
আমি কিন্তু ভাই এই নিউজগুলো প্রছারের পক্ষেই। কিন্তু, আমার মনে হয়, ওদের নিয়া কিছু লিখতে চাইলে, শিরনামেই একটা আক্রমন করা উচিত। যেমন, নীল ভূতের এই লেখাটির শিরনাম
"আর,এম,সি, শিবিরের বিজয় র্যালী আর কিছু কমেন্ট"
না হয়ে হতে পারতঃ
"আর,এম,সি, শিবিরের ছাগুদের বিজয় র্যালী আর কিছু কমেন্ট"
তাহলে ওরা আর এগুলকে পরে পেপার কাটিং বানিয়ে রেফারেন্স দিতে পারবে না ভবিষ্যতে, যেটা আমাদের অনেকেরই ভয়। আমাদের পত্রিকাগুলোকেও এই ব্যাপারে সচেতন হতে হবে।
ডুবন্ত মানুষ খরকুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়, এরাও চাইছে। এতে এত অবাক হবার কিছু নাই। এর চেয়ে এমন কিছু করা শ্রেয়, যেটা করলে দেশপালদের কোনমতেই স্মৃতিভ্রষ্টতায় না পায় - যে কুমির-ছানা দেখিয়ে তারা ক্ষমতায় এসেছে, সেটা যেন এইবারই শেষ হয়।
কথা ঠিক আরেফীন ভাই। কিন্তু যদি এবার বেঁচে যায় তাহলে কিন্তু তেলাপোকার মত টিকে যাবে। ভয় সেখানেই।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ইসলাম ধর্মমতে নামাজ রোজা হজ্জ্ব যাকাত এগুলোর জন্য নির্দেষ এসেছে সরাসরি আল্লাহর কাছ থেকে, নবীজীর মারফত।
আল্লাহ নবীর নির্দেষে কাজ হচ্ছে না, এগুলো পালন করতে হচ্ছে শিবিরের বড় ভাইদের নির্দেশে? আল্লাহ নবীর চেয়ে তাদের কাছে শিবির বড় হয়ে গেলো!! এটা তো শিরক...
নামাজ রোজা করার জন্য শিবির করতে হবে কেন?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বরাহশিষ্যদের মগজ ধোলাই হইছে! বরাহশিকারই একমাত্র তরিকা।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
কবে যাবো মোরা বরাহ শিকারে ???
---নীল ভূত।
নতুন মন্তব্য করুন