আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি...
কুখ্যাত নিয়াজী মারা যায় ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে ২ তারিখ। অল্প কয়েকদিন পরে কেউ এটা post করে blog of death এ।
http://www.blogofdeath.com/archives/000726.html
সেসময় আমি এটা বিভিন্ন mailing list এই link পাঠাই, নিয়াজীকে তার প্রাপ্য "মরনোত্তর সম্মান" দিতে। বিপুল সাড়া দেয় বন্ধুরা...এরপর বহুদিন আর যাইনি দেখতে তামাশা।
অনেক বছর পর আজকে আবার সেই blog গিয়ে দেখলাম পাকিস্তানিরা এখনও সম্মান দিয়ে চলছে...এই ১৫ বছর আমেরিকাতে একজন পাকিস্তানিও দেখি নি যে ১৯৭১ সালে তাদের ভূমিকার জন্য লজ্জিত। বহুবার ক্রোধ দমন করতে হয়েছে।
প্রিয় ব্লগাররা, ঘুরে আসুন এবং "সম্মান" জানান...
#######
তাসনীম
মন্তব্য
মরনোত্তর বানানটা ভুল।
ধন্যবাদ...বানানটা সম্ভবত হবে মরণোত্তর...কোন spell checker আছে বাংলার জন্য? ভুলের জন্য দুঃখিত, আমার কোন বাংলা অভিধান নেই...
#######
তাসনীম
এটার অস্তিত্ব সম্পর্কে আমি অবগত ছিলাম না।
এই বই সম্পর্কে একটা কমেন্ট কপি পেস্ট করছি -
"
পাকিস্তান নিপাত যাক।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
"পাকিস্তান নিপাত যাক।"
নিপাত যেতে বেশি আর বাকি নেই পাকিস্তানের...তালিবান, মৌলবাদ আর সেনাবাহিনী মিলে যেভাবে খাচ্ছে তাদের...
ইতিহাস নিয়াজির মুখে মলত্যাগ করে যাবে অবিরত।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মন্তব্য দু'বার এসে গেছে তাই মুছে দিলাম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
হিমু, দয়া করে blog of death এ মন্তব্য যোগ করে দিন...বিদেশে শুধু রাজাকার (পুরানো ও নতুন ) নয়, পাকিস্তানিদের মোকাবিলা করতে হয় আমাদের ১৯৭১ নিয়ে...
আমি যত পাকি চিনি তাদের মধ্যে খুব কম-ই ১৯৭১ এর ঘটনা জানে। আমি ভেবেছিলাম বাংলাদেশের ইতিহাস যেমন সরকার পাল্টানোর সাথে সাথে পালটায় তেমনি তারাও হয়ত ৭১ এর ঘটনা ইতিহাস থেকে হয় বাদ দিয়ে দিয়েছে না হয় মেরামত করে নিয়েছে।
অদ্বিতীয়
অদ্বিতীয়
পাকিস্তানিরা মোটের উপর সবই জানে তাদের কীর্তিকলাপ ১৯৭১ এর, অন্তত যাদের জানার আগ্রহ আছে। জয়ের আনন্দ ভুলতে সময় লাগে না, কিন্তু পরাজয়ের গ্লানি বোধহয় এক জন্মেও যায় না...তাই এই denial
###তাসনীম###
ভাই, আমি যোগ করব, মকাবেলা করতে হয় ভারতীয়দেরকেও। পাকিরা যেমন বলে আমারদের ৭১ ছিল ভারতীয়দের চক্রান্ত, ভারতীয়রাও বলে এটা নাকি ওদের "গিফট"। তীব্র কষ্ট হয় এগুল শুনলে।
"দাম দিয়ে কিনেছি বাংলা,
কারো দানে পাওয়া নয়..."
যারা ১৯৭১ এর বিজয়কে ভারতের দান বলতে ছায়,তাদের এই গানটি শুনতে বলবেন অথবা নিজেই এই ২ লাইন গেয়ে শুনিয়ে দেবেন।
"দাম দিয়ে কিনেছি বাংলা,
কারো দানে পাওয়া নয়..."
যারা ১৯৭১ এর বিজয়কে ভারতের দান বলতে চায়,তাদের এই গানটি শুনতে বলবেন অথবা নিজেই এই ২ লাইন গেয়ে শুনিয়ে দেবেন।
এ ব্যাপারে আরো আলোকপাত করবেন কী?
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
নতুন মন্তব্য করুন