শুভ কামনা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২২/১২/২০০৯ - ৭:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছে নরসিংদীর সাদিয়া শিকদার, দ্বিতীয় ঝিনাইদহের দ্বিপান্বীতা তিথি ও তৃতীয় টাঙ্গাইলের হাসিন তানভীর।

সাদিয়া শিকদার মনোহরদি উপজেলার মনোহরদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৫৯৩, শতকরা নম্বর ৯৮.৮৩। দ্বিপান্বীতা তিথি ঝিনাইদহের আড়পাড়া শিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৫৯২, শতকরা নম্বর ৯৮.৬৭। হাসিন তানভীর টাঙ্গাইল জেলার আর কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৫৮৯, শতকরা নম্বর ৯৮.১৭।

সাদিয়া শিকদার, দ্বিপান্বীতা তিথি ও হাসিন তানভীর; শুভকামনা রইলো তোমাদের জন্য।

জীবনে সফল হউ, অনেক বড় হউ, আলোকিত মানুষ হউ।

যারা পাশ করেছো, সবাইকে শুভেচ্ছা।

শেখ আমিনুল ইসলাম,


মন্তব্য

তিথীডোর এর ছবি

পুচকি দুটো কাজিন ছিলো পরীক্ষার্থী,
সব্বার টেনশন ছিলো ষোল দুগুণে বত্রিশ আনা!
এমনি সব পুচকা-পুচকিদের ভালবাসা...

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ তিথীডোর। আপনার ছোট্ট কাজিনদের জন্য শুভ কামনা।

শেখ আমিনুল ইসলাম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।