সব গান ছেড়ে গেছে আমাকে

আনন্দী কল্যাণ এর ছবি
লিখেছেন আনন্দী কল্যাণ (তারিখ: সোম, ২৮/১২/২০০৯ - ১১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সব গান ছেড়ে গেছে আমাকে
প্রভাতফেরির গান, বিজয়ের।
সব।

তোমাদের ল্যাবরেটরিগুলোতে
সকাল-সন্ধ্যা কিছুই বোঝা যায়না,
কি করে জানব ভূপালি গাইবার
সময় এসেছে?

তোমাদের সামাজিক সভাতে
মিথ্যা আর ভাণের এত রঙ্গিন শাড়ি,
এতবছর দেখেশুনে রাখা ‘সত্য বল,সুপথে চল..’
ভেংচি কাটে আমায়, এখন।

সা থেকে সা সার সার কোক, দুধ আর জুসের প্যাকেট।
অসুর ময়লা জুতা পড়ে গটগট ঢুকে পড়ে
সুরবাড়িতে।
রীডগুলো কাল পলিথিনে বেঁধে ফেলে,
বেহালাকে ক্রুশে, ছড়দের ঝুলিয়ে দেয় ফাঁসিতে।
গাছের ডালে।

আর নেই, কিছু নেই, কিছুই নেই।
গানের খাতার পাতারা ভুল বোঝাবুঝিতে
মুখ দেখেনা।

তবু বলি,
আর একবার
বাবার রেয়ায দিয়ে শুরু
আর একটা
ভোরবেলা দাও আমায়,
কথা দিচ্ছি তোমাদের শহরে এনে দেব আশাবরির অমিয়াগান।

______

আনন্দী কল্যাণ


মন্তব্য

নাশতারান এর ছবি

খুব ভালো লাগলো। আমরা সবাই সেই ভোর খুঁজি।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

রুবেল এর ছবি

কবিতা বেশ ভাল লাগল।

আনন্দী এর ছবি

ধন্যবাদ , পড়বার জন্য ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো। লিখতে থাকুন।

আনন্দী এর ছবি

ধন্যবাদ ।

আশরাফ মাহমুদ এর ছবি

সুন্দর। স্বাগতম।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

আনন্দী এর ছবি

ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

কবিতায় বর্ণিত ভোরের প্রত্যাশা আমাদের সবার প্রত্যাশা।

এসএফকে৫৫৫

আনন্দী এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ।

জি.এম.তানিম এর ছবি

ভালো লিখেছেন। কোথায় একটা হারানোর বেদনা ছুঁয়ে গেল। সচলে স্বাগতম।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

আনন্দী এর ছবি

ধন্যবাদ পড়ার জন্য।

ফারুক হাসান এর ছবি

খুব ভাল লাগলো। তবে যদি অভয় দেন তো বলি, শেষ লাইনটা একটু বেশি ড্রামাটিক মনে হল আমার কাছে।

আনন্দী এর ছবি

হুম, ঠিকই বলেছেন। ধন্যবাদ পড়ার জন্য।

আলতাফ হোসেন এর ছবি

বাহ্! দারুণ! এত চমৎকার কবিতা ব্লগে পাব ভাবিনি। পড়ালেখা যা হচ্ছে হোক, কবিতা লেখা ছাড়লে চলবে না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।