১। গুগল সার্চ বা যে কোন সার্চ ইন্জিনের উপরে চরম বিরক্তি এসে গেছে । নেহাত কাজ চালানোর মতো কিছু নাই তাই ব্যবহার করতে হয়। প্রথমত সার্চ করলে বেশীর ভাগ সময় গার্বেজ জিনিসপত্তর চলে আসে । দ্বিতীয়ত যারা বেশী পয়সা পে করে তাদের সাইটের রেজাল্ট আগে দেখায় । তৃতীয়ত অরুচিকর সাইট/ইমেজ চোখের সামনে ঝুলে পরে।
এভাবে আরো কিছুদূর অপছন্দের লিষ্ট বড় করা যায় , যেমন: নির্দিষ্ট কোন তথ্য জানতে অনেকখানি পড়তে হয়।
ধরা যাক কেউ জানতে চাইলো শীতকালে মাইনাস ৩০তে তার গাড়ী কতক্ষন আগে ষ্টার্ট দিয়ে রাখা উচিত বা অমুক এলাকার তমুক রেষ্টুরেন্টের সবচে ভালো খাবার কোনটা অথবা ঢাকা শহরের পাবলিক টয়লেট গুলোর গড় দূরত্ব (!!) ।
এসব খুজে পাওয়ার জন্য নতুন সার্চ ইন্জিন তৈরী করা প্রয়োজন হয়ে গেছে । অথবা সার্চ ইন্জিন পাল্টে অন্য কিছু ডাকার সময় হয়ে গেছে
২। হাইওয়েতে গাড়ী চালাতে গেলে প্রায়ই ভাবি -- এই যে আমি গাড়ীতে যাচ্ছি -- ধরলাম গান চেন্জ করতে গিয়ে মনযোগ ২ সেকেন্ডের জন্য অন্য দিকে গেলো -- এই
ফাকে সুন্দর মতো আরেকজনের ঘাড়ে গাড়ী তুলে দিলাম ১২০ এ--
২ সেকেন্ডের অমনোযোগীতার কারনে জীবন পুরো চেন্জ হয়ে যাবে ।
ভবিষৎ অনিশ্চিত । অনিশ্চিয়তাই একমাত্র নিশ্চিত । জীবনের আমরা ভবিষৎ পরিকল্পনা করতে করতে কাটিয়ে দেই এইফাকে জীবন কেটে যায় । মানুষের বিচারও শুদ্ধ না -- হওয়া সম্ভবও না । কারন কোন
ঘটনার আগপাশতলা বিচার করার তো পরিপূর্ন জ্ঞান আমাদের নাই ।
এই অনিশ্চিত অবস্থা আর পরিপূর্ন জ্ঞান নিয়ে সার্চ ইন্জিনের ওয়ান কনসেপ্টটা মেশানো যায় কি ?
৩। চিন্তা করে দেখলাম পরিপূর্ন জ্ঞান তখন পাওয়া সম্ভব যখন সব মানুষের ব্রেন একসাথে কানেক্ট হবে । শুধু ব্রেন বলাও ঠিক না -- অন্যান্য সেন্সর একসাথে কানেক্ট করবে । {ওয়েবে কোন খাবার ঘ্রান নেয়া বা দূরের কোন স্বজনের স্পর্শ নেয়া দারুন ব্যাপার হবে নিশ্চয় }
। এসবও পুরানো চিন্তা ভাবনা --গায়া --লাভলকের, আসিমভের ফাউন্ডেশনের গায়া । তবে এসব কল্পবিজ্ঞান সত্য হবে হয়তো একদিন -- তার আগেই আমরা মরে ভুত হয়ে যাবো । তারচে বাস্তব উপযোগীতা নিয়ে মাথা ঘামাই বরং ।
মানুষ পুরোপুরি যন্ত্রের মুখোপেক্ষী হচ্ছে -- এমনকি এই যে আমি লিখছি বা ওয়েবের প্রকাশ করবো এর পিছেও যান্ত্রিক এ্যালগোরিদম।
সবকিছুকে ছকের ভিতরে এনে ফেলার চেষ্টা । আমি ভাবছিলাম উল্টা করলে কেমন হয় -- কিছু মানুষ থাকুক যারা এই সার্চ গুলোকের রিফাইন করে দিবে । কোন কিছু সার্চ দিলেই সেটা রিফাইন হয়ে আসবে । কোন যান্ত্রিক এ্যাডচর্চিত রেজাল্ট নয় । বরং মানুষের ছোয়া পাওয়া আসল কিছু তথ্য । যেমন হয়তো আমি মিশর যেতে চাই -- কেউ কেউ আমার মতো অলরেডী ঘুরে এসেছেন -- কিন্তু কোথায় লেখেননি বলে আমি জানতে পারছি না -- ভুত থেকে ভুতের মতো যদি তাদের কাছ থেকে তথ্য পাওয়া যেত তাহলে কতো উপকার হতো ।
egypt tour লিখে গুগল সার্চ দিলে প্রথম পাতার প্রতিটা কোন ট্যুর কম্পানীর এ্যাড এসে যায় !
অথচ আমার দরকার কতো কমখরচে প্লেনের টিকেট পাওয়া যায় -- কমখরচের হোটেল (সম্ভব হলে কোন বাংগালী ভাই দুইদিনের জন্য থাকতে দিলে আরো ভালো! )-- মুজতবার আলী সরাইখানার আড্ডা দেয়া স্থান দর্শন -- পিরামিড-নীলনদ দর্শন (ট্যুর গাইড কোন সুন্দরী হলে ভালো হয় )
এটা খুব ছোট উদাহরন হলো -- মানুষের কাছে সার্চ দিলে লুই লামুর আর কেনেথ এ্যান্ডারসনের যুগোপলব্ধীর যুগলবন্দী (!!) নামক কিছু থেকে থাকলে সেটাও খুজে পাওয়া যাবে ।
৪। এই আইডিয়ার কিছু বাস্তব গুরুত্ব আছে । যেমন অনেক বেকার লোকের কর্মসংস্থান হবে এই ভাবে । অনেকের অবসর সময়ে কাউকে হেল্প করছেন এই ভাবে বিরক্ত হওয়ার হাত থেকে বাচবেন।
অনেক নতুন সমমনা বন্ধু খুজে পাওয়া যাবে ভুত থেকে ভুতের মাধ্যমে । যন্ত্রের বদলে মানুষের গুরুত্ব বাড়বে । মানুষের নি:সংগতাও কমবে। যন্ত্র কোন দিন মানুষের উপর চেপে বসবে না ।
৫। এইটার থিম হিসাবে ইউ টুর ওয়ান গানটা পছন্দ হৈলো ।
http://www.songmeanings.net/songs/view/3996/
ডিসক্লেইমার : হাল্কাচালে চায়ের কাপে ঝড় তোলা যেতে পারে -- কেউ তথ্য প্রমানের আশায় আবার দাও নিয়া কোপ দিতে দৌড় দিয়েন না
ইমতিয়াজ মির্জা
মন্তব্য
আপনার সার্চ ইঞ্জিনের আইডিয়াটা ভালো লেগেছে। আমি মাঝে মাঝে গুগলে সার্চ করার সময়, "আমি ভাগ্যবান অনুভব করছি" দিয়ে সার্চ করি। মজার মজার ঘটনা ঘটে তখন!
একটা সময়ে হয়তো মানুষ আবার পরষ্পরের সাথে সংযুক্ত হবার পথ খুঁজে নিবে। এখন যেদিকে গতি দেখছি, সেটা অবশ্য বিচ্ছিন্নতার, ভার্চুয়ালিটি সেখানে প্রভাবক। খুব দ্রুত আমাদের নিস্পৃহ আর বিচ্ছিন্ন করে দিচ্ছে। অথচ ধারণা ছিলো যে এই ভার্চুয়ালিটি দূর কে নিকট করবে, পর কে আপন করবে! আমাদের পূর্বানুমান অনেক সময়েই বুমেরাং হয়।
ভবঘুরে স্মৃতি জমুক, সেই স্মৃতি থেকে টুকটাক কথাও চলুক। ভালো লাগলো ইমতিয়াজ ভাই।
রাগিব ভাই এর কমেন্তে দেখলাম এমন জিনিষ অলরেডি বাজারে আছে । তারমানে অলরেডী এই আইডিয়া জনপ্রিয় হচ্ছে
---
মানুষ সংযুক্ত হবার পথ নিবেই । মানুষ নিজেকে ধ্বংস করার উদ্যোগ নেয় আবার খাদের কিনারা থেকে ফেরত আসে ।{ইদানিং আত্মহত্যা , দেশপ্রেম আর ভার্চুয়ালীটির মধ্যে সম্পর্ক খুজছি -- খুবই আজব ত্রয়ী !}
মানুষ আজীব জীব !
ধন্যবাদ পড়ার জন্য ছন্ন
--
ইমতিয়াজ মির্জা ।
স্বাগতম সচলে।
গুগলে সার্চ দিলাম, কোন অ্যাডতো পেলাম না।
প্রথম প্যারাটা যদি আপনার ধারণাপ্রসূত হয় তবে আপনার খবর আছে।
ধন্যবাদ স্বাগতম জানানোর জন্য । এই প্রথম কেউ স্বাগত দিলো । কৃতার্থ
ট্যুর কম্পানীর "এ্যাড" অথবা ট্যুর কম্পানীর "সাইট" চলে আসে । সাইটকে যদি ওদের এ্যড হিসাবে ধরি সেটা অনুচিত হবে না মনে হয় । অথচ আমি ট্রাভেল এজেন্সীর সাইট খুজছি না। হতে পারে যান্ত্রিক সার্চের কারনে এটা হচ্ছে ।
=====
আমার ধারনা প্রসূত হলে কিসের খবর আছে? সি এন এন না বিটিভি এর খবর ?
৮টার না ১০ টার ?
আমার উর্বর মস্তিস্ক প্রসূত চিন্তা ভাবনাই ধরতে পারেন -- তবে আগেই ডিসক্লেইমার দিয়ে রাখসি এই জন্য হে: হে: হে:
--
ইমতিয়াজ মির্জা ।
আমার দেয়া সার্চে প্রথম তিনটা লিঙ্ক স্পন্সরড - কিন্তু তা আলাদা করে উল্লেখ করা আছে - চাইলে যে কেউ তা এভয়েড করতে পারে
ওক্কে এ্যাভোয়েড করলাম । জয় হো গুগলবাবাজীর !!
--
ইমতিয়াজ মির্জা ।
গুগল বলেন আর ইয়াহু বলেন, সার্চের ফলাফলে প্রথমে আসার মূল ক্রাইটেরিয়া হচ্ছে সাইটের লেখার মান, মেটা ডেসক্রিপশন (মেটা কি-ওয়ার্ডও নয়) ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সাইটের বয়স, যেগুলো পেজ র্যাংক নির্ধারণ করে। সুতরাং বেশি পয়সা পে করে সার্চের ফলাফলে আসার বিষয়টি ভুল।
তবে আপনার চিন্তাটা ভালো লেগেছে। এরকম কিছু একটা হলে মন্দ হয় না- কিন্তু সেক্ষেত্রে, ওই যে যেটা বললেন, প্রত্যেকটা মানুষের পছন্দ-রুচি-ইচ্ছা-চাহিদা ইত্যাদির সাথে যোগসূত্র তৈরি করার মতো একটা নতুন নেটওয়ার্ক লাগবে যে!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
হতে পারে আমার চিন্তাটা ভুল । তবে কিছু স্পেসিফিক কি-ওয়ার্ডের জন্য নামি দামী কম্পানীর সাইট চলে আসার কারনে এমনটাই সন্দেহ হয় - প্রতিদিন অসংখ্যবার গুগল সার্চ করার সময় ।
সার্চ ইন্জিন গুলো নিজেদের ইচ্ছা মতো কিছু ম্যানিপুলেট করে না -- এটা আমাকে কঠিন কোন প্রমাণ না দিলে বিশ্বাস করবো না ।
---
আমার মনে হয় আমরা সে দিকেই এগুচ্ছি । সার্চ টা আরো বেশী মানবিক হওয়া উচিত ।
--
ইমতিয়াজ মির্জা ।
http://blog.hubspot.com/blog/tabid/6307/bid/1264/12-Quick-Tips-To-Search-Google-Like-An-Expert.aspx
গুগল সার্চের কিছু টিপস । কারো কাজে লাগতেও পারে
সার্চের ফলাফলে মনে হয় কুকির তথ্য ভূমিকা রাখে। আমি একই কী-ওয়ার্ড একাধিক কম্পিউটার থেকে চালিয়ে দেখেছি। আমার কম্পিউটার থেকে চালালে আমি যে সাইটগুলো বেশী দেখি সেগুলোর লিংক উপরের দিকে আসে। অন্য কম্পিউটার থেকে দিলে সম্পূর্ণ ভিন্ন লিংক আসে।
সচলে স্বাগতম!
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ধন্যবাদ হে আশবাফ
নতুন মন্তব্য করুন