মগজ ধোলাই? ঠিক তাই।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৩/০১/২০১০ - ১১:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

...ugh.

বাংলাদেশের মুক্তিযুদ্ধে, যুদ্ধাপরাধের সাথে সরাসরি সংযুক্ত থাকা একটি দল হিসেবে জামায়াতে ইসলামির নাম পাওয়া যায় ইতিহাসের সর্বত্র।

তারপর ও যখন আজকাল জামাতের কেন্দ্রিয় নেতারা দাবী করেন, জামাত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, তখন আপনি বা আমি গালে হাত দিয়ে বসে ভাবি, এদের কি সামান্য তম লজ্জাও নেই?

কিন্তু এদের এই কথা গুলো যখন শিক্ষিত, আপাতদৃষ্টিতে বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ দের বিশ্বাস করে নিতে দেখি, তখন?

জামাতের মগজ ধোলাই কার্জক্রম নিয়ে প্রচুর খবর খবরের কাগজের পাতায় রয়েছে, কিন্তু এর বাস্তব দৃষ্টান্ত আরো প্রকট ভাবে বিদ্যমান জামাতের সাথে যুদ্ধাপরাধের সংযোগ নিয়ে দ্বিধা-দ্বন্দ প্রকাশের মধ্য দিয়ে।

এর থেকেই প্রমাণিত হয়, জামাত-শিবির, কতটা সাফল্যের সাথে তাদের উদ্দেশ্য বাস্তবায়িত করতে পারছে।
আমরা যদি চুপ করে থাকি, আর ওরা যদি কথা বলতে থাকে, ওদের কার্জসিদ্ধি কিছুটা তো হবেই।

আরো প্রচার চাই। বার বার বলা চাই, এরা যুদ্ধাপরাধী।
অবশ্যই যুদ্ধাপরাধী। এবং এদের সময় ফুরিয়ে আসছে।

-সুরঞ্জনা


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক আর কার্টুনের জন্য উত্তম জাঝা!

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

ধন্যবাদ। হাসি

শেখ নজরুল এর ছবি

এই সুযোগ কিন্তু আমরাই করে দিচ্ছি।
শেখ নজরুল

শেখ নজরুল

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

বোধহয় এ বিষয়ে আরো অনেক সোচ্চার হওয়া উচিত।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

মানবিক গুণসম্পন্ন মানুষ চাই
মানবিকতাসম্পন্ন পাঁঠা চাইনা

-চমৎকার। এমন কার্টুন আরো চলুক।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

আপনার লেখায় এত মন্তব্য, যে সেখানে সাধুবাদ জানানো হয় নি।
চমৎকার লেখা। হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

ভালো লাগলো।

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

ধন্যবাদ। হাসি

হিমু এর ছবি
সুরঞ্জনা [অতিথি] এর ছবি

বরাহশিকার জারি থাকুক। হাসি

মণিকা রশিদ এর ছবি

"মানবিক গুণসম্পন্ন মানুষ চাই
মানবিকতাসম্পন্ন পাঁঠা চাইনা"
চলুক
___________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

হাসি

শামীম [অতিথি] এর ছবি

জামাত যুদ্ধে মানুষ হত্যা, লুট ধর্ষন করেছে এই কারনে তাদের বিচার দাবী করি। কিন্তু 'যুদ্ধাপরাধী'- শব্দটির একটি লিগাল বাধ্যবাধকতা আছে, এটি প্রমানিত হবার আগে কি কাউকে যুদ্ধাপরাধী বলা চলে?

হিমু এর ছবি

শামীম সাহেব, আপনার পিতাকে আপনি ডিএনএ টেস্ট করে বাবা ডাকেন তো? দেইখেন কিন্তু! প্রমাণিত হবার আগে কাউকে কি বাবা ডাকা চলে আপনার?



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

সবজান্তা এর ছবি
শামীম [অতিথি] এর ছবি

আপনি আবেগের কথা বললেন, শুধু জন্ম দিলেই কি পিতা হয়? ডি,এন,এ টেষ্টে যদি আমার পিতা প্রমানিত নাও হয়, তাও আমি তাকে পিতাই ডাকবো। জন্মদাতার জন্য প্রমান দরকার, পিতার জন্য নয়।

আমি বলছিলাম যুক্তির কথা, আইনের কথা। প্রমানিত হবার আগে দোষী ব্যাক্তিকেউ অপরাধী ধরা যায়না। কিন্তু আমরা রাজাকারদের দোষী বা অপরাধী ভাবতেই পারি। কিন্তু 'যুদ্ধাপরাধ' কিন্তু সাধারন কোন অপরাধ নয় আন্তর্জাতিক আইনে এর একটি সুনির্দিষ্ট সংজ্ঞা আছে এবং এটি প্রমান সাপেক্ষ, যা খুবই দুরুহ। আবেগের বশবর্তি হয়ে মানুষকে ফলস ইম্প্রেসন দিলে বিষয়টির দুর্বোধতা আরো বাড়বে।

আসুন তাদের কিভাবে যুদ্ধাপরাধী প্রমান করা যায় সেটা দেখি।বাঙ্গালীরা এমনিতেই অতিমাত্রায় আবেগ প্রবন, তাদের একটু যুক্তিবাদী হতে সাহায্য করুন।

হিমু এর ছবি

আপনার এই যুক্তি হচ্ছে গ্লাস আইসের মতো, দেখতে সলিড মনে হয়, দাঁড়াতে গেলে ভেঙে যায়। মানি, যুদ্ধাপরাধীদের জন্যে সংজ্ঞা রয়েছে, কিন্তু এর প্রমাণ "খুবই দুরূহ", এটা একটা মিথ। যুদ্ধাপরাধীদের হাতে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি শুধু নয়, জনপদ পর্যন্ত বাংলাদেশে রয়েছে। মাইক্রোস্কোপের নিচ থেকে তাদের জন্যে প্রমাণ টেনে বের করতে হবে না। আর একটু কষ্ট করে জানান তো, কেন এই প্রমাণ "খুবই দুরূহ"?

আপনি আপনার পিতাকে পিতা ডেকে চলুন, আমরা যারা সংক্ষুব্ধ, আমরাও যুদ্ধাপরাধীদের যুদ্ধাপরাধীই ডাকবো।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

শামীম [অতিথি] এর ছবি

আপনি যদি যুদ্ধাপরাধের বিচার খুব সহজ মনে করেন তবে আপনাকে আশাবাদী মনে করে বাহবা দিব। কিন্তু 'যুদ্ধাপরাধ'-এর বিচার হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী। আমি আইনজ্ঞ নই আমি শুধু একটা ধারনা দিতে পারি। আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধের সংজ্ঞা গড়ে উঠেছে প্রচলিত যুদ্ধকে ভিত্তি করে, যেখানে যুদ্ধ বলতে ইউনিফরমধারী যোদ্ধাদের মধ্যে পারস্পরিক যুদ্ধ বুঝায়। কিন্তু বাংলাদেশের যুদ্ধ প্রচলিত ধরনের যুদ্ধ ছিলনা, এটাছিল একটা গেরিলা যুদ্ধ যেখানে ইউনিফরমধারী যোদ্ধাদের চেয়ে সিভিলিয়ান যোদ্ধা অনেক বেশী ছিল। গেরিলা যুদ্ধে সিভিলিয়ান আর যোদ্ধাদের পার্থক্য করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এছাড়াও যুদ্ধক্ষেত্রে এক পক্ষই যুদ্ধাপরাধে জড়িত থাকে তাও নয় এখানে পাল্টা-পাল্টি অভিযোগ আসতে পারে যেগুলি খন্ডানো কঠিন ব্যাপার। আর যেহেতু যুদ্ধাপরাধের বিচারের একটি আন্তর্জাতিক ডাইমেনশন থাকে তাই অবধারিত ভাবেই আন্তর্জাতিক রাজনীতি এখানে যুক্ত হয়ে পরে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ক্ষেত্রেও আন্তর্জাতিক রাজনীতির সাথে জড়িত হবে নিশ্চিত ভাবে। আমরা বাঙ্গালীরা কি ভাবি এর কোন দামই নেই যদি আন্তর্জাতিক শক্তি আমাদের পক্ষ না নেয়।

দ্বীতিয় বিশ্বযুদ্ধে ষ্টালিনের বাহীনি যে সব জার্মানদের হত্যা ধর্ষন লুট করেছে তাদের বিচার কস্মিন কালে হবে বলে মনে করেন? যুগস্লাভিয়ার যুদ্ধে আমেরিকা যদি সার্বদের বিপক্ষে না থাকতো তবেকি রাদোভান কারাদিচদের বিচার সম্ভব হতো? জর্জিয়ার যুদ্ধে রাশিয়ান বাহিনীর নির্মমতার কেউ বিচার করতে পারবে?

এই ভাবে আইনের মারপেচ এড়িয়ে, আন্তর্জাতিক রাজনীতিকে ঠেলে যুদ্ধপরাধের বিচার আমার কাছে কঠিনই মনে হয়। আপনারা আশাবাদী তাই আশাবাদি হতে ইচ্ছা করে কিন্তু বাস্তবতা টোকা দিয়ে স্বপ্ন ভাঙ্গিয়ে দেয়।

হিমু এর ছবি

আপনি একটু কষ্ট করে দেখে নেবেন, যুদ্ধাপরাধীদের বিচার চাওয়া হচ্ছে কোন আইনের আওতায়, সেখানে কোন কোন অপরাধের অভিযোগ আনা হচ্ছে। ট্রাইবুন্যাল আইনের সংশোধনটাও পড়ে নেবেন।

বাংলাদেশের মাটিতে বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার হবে। এটা তুলনীয় কম্বোডিয়ার সাথে, সার্বিয়া থেকে কানে ধরে নিয়ে যাওয়া মিলোসেভিচ বা রাদোভান কারাদিচের সাথে নয়।

আপনার কাছে যেমন কঠিন মনে হয়, আমার কাছেও তেমন কঠিনই মনে হয়। আপনার অপটিমিজমটা যুদ্ধাপরাধীদের পক্ষে, যে মামুরা এই বিচারের পক্ষে নাই, রাজাকারদের কিছুই হবে না। আমারটা বিপক্ষে, এটাই তফাত। আপনি একটু মন দিয়ে ইতিহাসের দিকে তাকালে দেখবেন, ১৯৭১ সালেও মামুরা আমাদের পক্ষে ছিলো না।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

দ্রোহী এর ছবি

শামীম সাহেব, যুদ্ধাপরাধীদের জন্য আপনার এতো জ্বলছে কেন? আপনার বাবা-কাকাদের কয়জন রাজাকার ছিলো?

সাইফ তাহসিন এর ছবি

হো হো হো, গুরু চেতেন কেলা, কইতে দ্যান, অনেক মজা পাইতাছি, এমনে ধামকি দিলে তো পলায় যাইবো, ২য় বিশ্বযুদ্ধে রাশিয়া আইয়া জার্মানীতে কারে মারছে, তাতে আমাদের কি? আমরা তো পাকি গো বিচার চাই নাই, আমাগো দেশের রাজাকারগো বিচার চাই, উনি অনেক বড় বড় জ্ঞান কপচাইলো, মাগার আসল জিনিসটারে তীব্র বেগে গুগুলি বল কইরা পাশ কাটাইয়া চোখ টিপি, এরাম এন্টারটেইনমেন্ট পাইবেন কই? গড়াগড়ি দিয়া হাসি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ওডিন এর ছবি

সাইফভাই, চেতবো না কেলিগা? জ্ঞানপাপীগো থিকা এরাম এন্টারটেইনমেন্ট আমার পোষায় না। তাও তো বহুত ভদ্র হইয়া বইস্যা আছি- বহুত কষ্টে মুক্ষে ছিপিও কইষ্যা আছি। এইসব কেসে আমার যুক্তিফুক্তি ঠিকমতো কাম করে না। এখানে তো বহুত ভদ্রভাবে সবাই আলোচনা করতাছে।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

বন্যরানা [অতিথি] এর ছবি

এক চোর আপনার ঘরে চুরি করেছে, হাতেনাতে ধরেও ফেললেন। এখন তাকে 'চোর' বলার জন্য সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত বসে থাকবেন?

যুধিষ্ঠির এর ছবি

সহজ সরল, আর অত্যন্ত কার্যকর কার্টুন! ভালো লাগলো!

চলুক চলুক

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

হাসি
ধন্যবাদ।

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

ভালো লাগ্লো হাসি
---------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

থ্যাঙ্কু। হাসি

স্পর্শ এর ছবি

"মানবিক গুণসম্পন্ন মানুষ চাই
মানবিকতাসম্পন্ন পাঁঠা চাইনা"

চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

হাসি

দুষ্ট বালিকা এর ছবি

বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

সাবাশ! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

ধন্যবাদ দিশাপু।
তোমার অনেক ধন্যবাদ প্রাপ্য।

দুষ্ট বালিকা এর ছবি

কেন? গুঁতানোর জন্য?...

কাছে আয়, আরও কিছু গুঁতা দেই!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দ্রোহী এর ছবি

দারুণ কার্টুন..

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

ধন্যবাদ। হাসি

রেশনুভা এর ছবি

আপনার আগের কার্টুনটাও সুন্দর ছিল। এটা আরও ভালো।

সুরঞ্জনা [অতিথি] এর ছবি

ধন্যবাদ। হাসি

ধুসর গোধূলি এর ছবি
সুরঞ্জনা [অতিথি] এর ছবি

...কি যে বলেন। মন খারাপ

দুষ্ট বালিকা এর ছবি

লুলানুরাগী? চিন্তিত

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি কস্কি মমিন! গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গুল্লি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক এর ছবি

বরাহশিকার জারি থাকুক।

---- মনজুর এলাহী ----

সুরঞ্জনা এর ছবি

পুরোদমে। হাসি
-------------------------------------------
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

রাহিন হায়দার এর ছবি

সাধু সাধু!!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

সুরঞ্জনা এর ছবি

হাসি
------------------------------------------------
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

রায়হান আবীর এর ছবি

চলুক।

সুরঞ্জনা এর ছবি

লেখা কোথায়?

---------------------------------------------
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

রায়হান আবীর এর ছবি

মগজে দেঁতো হাসি

ওডিন এর ছবি

দারুণ কার্টুন।
আমি কোন সময়ই নিরপেক্ষ না, ভেবে ভালোই লাগে। শয়তানী হাসি

বোমারু ছড়াকার আকতার আহমেদ কে এইবেলা স্মরণ করছি-

রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

সুরঞ্জনা এর ছবি

সূর্যমন্দির এর ছবি দেখার সৌভাগ্য কি আমাদের আর হবে না? রেগে টং

-------------------------------------------
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

সামি এর ছবি

তিনকোণা এখানেও উৎপাত শুরু করলো? কোনোভাবেই ওকে সুযোগ দেয়া যাবে না।

অতন্দ্র প্রহরী এর ছবি

দুর্দান্ত চলুক

সুরঞ্জনা এর ছবি

ইয়ে, মানে...
----------------------------------------------------------
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

রাফি এর ছবি

চলুক
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

সুরঞ্জনা এর ছবি

হাসি
--------------------------------------------------------
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

অনুপম ত্রিবেদি এর ছবি

জুশ হইছে।

বরাহ শিকার জারি থাকুক।

===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সুরঞ্জনা এর ছবি

ধন্যবাদ হাসি

বরাহশিকার জারি থাকুক।
-----------------------------------------------
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।