কি যে লোভী চোখে চেয়ে থাকি,
একটা বাসা দেখা যায়,
তার মাঝে মানুষ নড়ে চড়ে,
আর আমার বাসা?
সবাই যে বলে "দেশে আছো ভালো আছো"
পরবাসের বন্ধু গুলি ও তো তাই বলে
তবে আমিই ভুল ভাবছি?
তাহলে আমি কেন বাসা খুঁজি?
পড়ালেখার দুষ্ট চক্রে পরে
অবস্থান বন্দর নগরীতে,
বর্গাকার এইরুমের সামনে বারান্দা।
দিন শেষে সন্ধ্যা আসে,
সবার ছোট্ট কথা বলার যন্ত্রটা বেজে ওঠে
শুনতে পাই"হ্যালো মা,কি কর?
ভাইয়া কি করে?"
আমার ও একটা ফোন আছ,
কই প্রতিদিন তো নিয়ম করে বেজে উঠে না,
মা তো আমার ও আছে,
একটা "বিলি" ও আছে,
আমি ভাবি মনে মনেই
মা এখন ফযর পড়ছেন
বিলি নিশ্চয়ই ঘুম
কাল ই তো কথা হলো
আবার কি?
আমি তো ভালো আছি
"দেশে আছি"
এইতো ঈদের ছুটি
সব্বাই বাসায় যায়,
"আগে না গেলে টিকিট পাওয়া যাবে না"
তাড়া টা আমার বেশি
মনে পড়ে ব্যস্ত হচ্ছি কেন?
বাসা কোথায় আমার?
টিভি তে যে মেয়েটা বললো,
"পরিবারের সাথে ঈদ করতে ঢাকা যাচ্ছি,"
ভাল লাগলো শুনে,
আমিও যাচ্ছি ঢাকা,
কিন্তু পরিবার ?
বাহির থেকে এসে হাত না ধুয়েই খেতে বসি
কই কেউ তো বকে না!
একবার ও বলে না "বিছানায় বসে খেতে নেই"
তবুও বলি "দেশে আছি ,ভালো আছি"
রুম টা কি অগোছালো,কাপড় জমে স্তুপ হয়ে আছে,
মা তুমি তো দেখলে না
শুধু বলেই গেলে 'তবু তো দেশে আছো'
বান্ধবী বলে
"দ্যাখ ,এই শাড়ীটা কিনলাম ,
মাকে দিব,এবার ঈদে"
আমিও কিনি ,কিন্তু জমে থাকে নিজের কাছেই,
'দেখা হলে দিব মা'এখন তো সম্ভব না
আমি একটু ও মন খারাপ করি নাই
সত্যি বলছি,
আমি তো অন্নেক বড় হয়েছি
তুমিই বলেছো
"বড়রা কাঁদে না
মন খারাপ করে না"
"তুমি চিন্তা কর না মা,
আমি ভাল আছি,"
ওরা তো সব্বাই বলে
"আমি দেশে আছি
তাই ভালো আছি" ।।
উত্তল দর্পন
মন্তব্য
ফেসবুকে বলে আসছি। এখানেও বলি। আমার অনেক ভালো লেগেছে।
জীবন ঘনিষ্ঠ কিছু লাইন।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
লেখা টা খুব যত্নের ভাইয়া,পড়ে ভালো লাগলো শুনে ভালো লাগলো
উত্তল দর্পন
একবারে বুঝি নি, আবার পড়েছি। আমি কিছুদিন একটা খুব ছোট ঘরে, ( ফার্মগেটের ঘিঞ্জি হোস্টেলে) এভাবে, বাবা মাকে ছেড়ে ছিলাম। আমার জানালা দিয়ে পাশের বাসায় এক পরিবারকে দেখে নিজেকে খুব একা,পরিবারহীন লাগতো। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল।
-স্নিগ্ধা করবী
জনাবা উত্তল দর্পন
আপনি কি সচলে রেজিস্ট্রি করেছেন?
না করে থাকলে করে ধন্য করুন।
লেখাটার কথা কী বলবো?
এত এত সুন্দর
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আবার বলি, "মনছোঁয়া"
"Life happens while we are busy planning it"
পরবাসে বসে আমিও এসব ভাবি। কিন্তু আমিতো ঈদে বাড়ি যেতে পারিনা। মাকে অনেকদিন দেখা হয় নি। হয়ত দেশে থাকলেই ভাল হত। কে জানে। মনের কথাই লিখেছেন। বেশ ভাল লাগল।
===অনন্ত===
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
এই অনুভূতীর সাথে একেবারেই পরিচয় নেই, তবু ভালো লাগলো।
সন্ধ্যা
সহজ-সরল ভাষায় প্রাণবন্ত কবিতা। ভালো লাগলো।
শেখ নজরুল
শেখ নজরুল
নতুন মন্তব্য করুন