প্রতিদিন দুশ কিলোমিটারের জন্য যদি তিন ঘণ্টা আর মাঝে আট ঘণ্টা গবুষেনা, অন্যের পাকা ধানে মই দেয়া বা অন্যের গা থেকে চর্বি কমিয়ে মডেলদের মত লীন(lean) করতে গোলটেবিল আলুচনা বাবদ খরচের সাথে নিদ্রাদেবীর কাছে সাত ঘন্টা সময় দিয়ে দিনের বাকি চার ঘণ্টা চলে যায় দৈনন্দিন দৈহিক উইটিলিটি, কিচেন রুম, সুদূরে কারো অপেক্ষার অবসান ঘটনো, সারাদিনের কাজের হিসেব প্রাতিষ্ঠানিক ভাষায় লিখে রেখে একটু সচলের পাতায় ঘুম জোড়ানো চোখ বোলানো বা কিছু লিখতে গিয়ে ঘুমিয়ে পড়া অথবা অন্তর্জালে পাঁচ-দশটা উত্তর-প্রত্যুত্তর দিতে দিতে সপ্তাহন্তে যে দুদিনকে আপনি বিলাসী হয়ে বলেন 'হলিডে' যা আমার মত অভাগার কাছে মাস খরচের চাকা ঘোড়ানোর জন্যে 'কামলা ডে' পালন করতে গিয়ে এই যদি হয় গত ছয় সপ্তাহের চিত্র তার সাথে আগামী দশ সপ্তাহ যদি একই হিসেব চলতে থাকে তাহলে যতই কেমনে কি, খেলুম না বলি তারপরও যখন সোমবার ভোর পাঁচটায় কুচ্ছিত যন্ত্রের মত কানের পর্দা ফাটিয়ে মুঠোফোনটা বেজে উঠে ঠেলা মেরে এই শরীরটাকে নতুন আরেকটা সপ্তাহ শুরু করার তাগাদা দেয় তখন কোথায় পড়ে থাকে সচলের পাতা , খোমাখাতায় কারো প্রশ্ন অথবা অন্তর্জালে কারো অপেক্ষা-সব ফেলে দেই এক লম্বা দৌড়.....................তাই হয়তো ছুটন্ত ট্রেনে বা কফি হাতে লাঞ্চের পরে কোন মুহূর্তে আফসোস করি এবারও পড়া হল না শুভাষীশদার ছফাগিরির নতুন পর্ব, দেখা হল না মুস্তাফিজ ভাইয়ের নতুন কোন ফটোব্লগ, যোগ দেয়ার হল না রাগিব বা হিমু ভাইয়ের নতুন কোন কর্ম উদ্যোগে বা চোখের আড়াল হয়ে গেল কোন প্রবাসিনীর ব্লগর ব্লগর-তখন ভাবি - 'আহা জীবনটাকে একটু ছন্দে আনতে কত কিছুই না ত্যাগ করছি'।
স্বপ্নদ্রোহ
মন্তব্য
- কী দৌঁড় দিলেন, আপনের দৌঁড়রে ফলো করতে গিয়া মাথার ভেতরের নিউরনগুলাও দৌঁড় শুরু করে দিছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আরে কঠিন দৌড় দিলেন তো। আপনার সাথে দৌড়াতে পারিনি, বিশ্রাম নিয়ে নিয়, কখনও হেটে হেটে শেষ করতে হয়েছে।
বাপরে! দম ফুরিয়ে গেল পড়তে পড়তে।
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
.........
" বড় বেদম ছুটছে দেখো সভ্যতা/
সময় হাঁপিয়ে পড়ে পাল্লা দিতে"
লম্বা বিরতির পর লিখলেন...
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সপ্নদ্রোহদা। শেষ লাইনে শেষ পর্যন্ত দাড়ি দিলেন তাহলে!
ম্যরাথন লাইন... হুফফফফফ... দম লইনি ভাইডি।
অপ্রাসংগীকঃ বাংলা সাহিত্য ইতিহাসে সবচেয়ে বড় বাক্য কোনটা?
---- মনজুর এলাহী ----
জলদি অক্সিজেন লন
ধন্যবাদ
শেখ আমিনুল ইসলাম
একটু জিরিয়ে নিই।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এত দৌড়ান কেলায়?
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
নতুন মন্তব্য করুন