জ্বালাতনে উৎপাতে ভরা ঘর-খানা
আছে মোর মাশাল্লাহ্ তিন ছানাপোনা।
নিজ নিজ ভূমিকায় আলাদা সবাই
একসাথে এর চেয়ে ভালো টীম নাই।
টার্গেট একটাই; আমাকে জ্বালানো
সারাদিন অবিরাম; ক্লান্তি নেই কোনও।
দু'বছর পার হয়ে আরও একমাস
খানা বাদে সবতাতে মহা উল্লাস!
সারাদিন ওর পিছে মরি মাথা কুটি
এঘর-ওঘর শুধু খাওয়া নিয়ে ছুটি।
বলে তার খিদে নেই, খাওয়া আজ শেষ...
দাও যদি চিপ্স-কোক; সেটা লাগে বেশ।
ছোটমেয়ে দুরন্ত, শুকিয়ে সে কাঠি।
এরি টেনশনে মোর জীবনটা মাটি।
বড়মেয়ে সাড়ে পাঁচ; পন্ডিত ভারী
পাকামিতে হার মানে থুথ্থুরে বুড়ী।
পছন্দমত তার সব হওয়া চাই।
স্কুলে গেলে মিস্ বলে পাঠে মন নাই।
ছোটটার সাথে দিনভর মারামারি
এই দেখি ভাব, আবার এই দেখি আড়ি।
স্কুলে তার শত ফ্রেন্ড, খুব পপুলার
ফোনে মোর প্রতিদিন টাকা ভরা সার!
৩০ পেরিয়ে আছে আরো একজনা
বাকী দুইটার সাথে হয়না তুলনা।
ভাবো আমি ব্লাফ দেই, শুধু মিছে বলে?
এই বাচ্চাটা হোল শাশুড়ীর ছেলে।
ওর কথা বলে শেষ করা যাবেনা...
অন্যের ছেলে-পালা বড় যন্ত্রণা !
নিজেরগুলোকে রাখি কড়া শাসনেতে,
পারিনা কেবল এই বুড়াটার সাথে।
শাশুড়ী তো ভাবে তার ছেলে সাচ্চা...
বয়সটা বেশী তবু সে তো বাচ্চা।
জ্বালাতনে উৎপাতে ভরা ঘর-খানা;
আছে ঘরে দুরন্ত তিন ছানাপোনা।
- শাফক্বাত আনোয়ার
মন্তব্য
আমিও বলি - 'মাআআআশাল্লাহ'!!! শ্বাশুড়ির ছেলেকেই বরং আগে সাইজ করুন, ছোটগুলোকে পরে!
আপনার নামটা দেন নি - (কেন যেন মনে হলো) আপনি কি শাফক্কাত?
জ্বী স্নিগ্ধা আপা, আমি শাফক্বাত। লেখাটা পোস্ট করার পরে খেয়াল করলাম আমি নাম দেইনি। এরপরে অনেক ঘাঁটাঘাঁটি করেও এডিট করার কোনো উপায় পেলাম্না। বেশ কমপ্লিকেটেড মনে হলো এখানে লেখা দেওয়ার প্রসেসটা। লিখা জমা দেওয়ার পর মিনিমাম দুই ঘন্টা লাগে প্রকাশিত হতে।
-শাফক্বাত আনোয়ার
অতিথি লেখকের জন্য কিছু সীমাবদ্ধতা রাখা আছে সচলায়তনে। সে-কারণে আপনার সমস্যা হওয়ায় দুঃখিত। লেখা এডিট করতে মডুদের ইমেইল করলেই তা সংশোধন করে দেওয়া হবে।
সচলায়তনের পরিবেশের সাথে আত্মীকরণের জন্য অতিথিদের কিছুটা সময় দেওয়া হয়। এ-সময়ে অতিথিদের লেখা মডারেশনের জন্য জমা হয়, এবং কোনো এক মডুরাম তা প্রকাশ করে থাকেন। মডুরা কখন অনলাইনে আসছেন, তার ভিত্তিতে লেখা প্রকাশে একটু বিলম্ব হয়ে যায় কালেভদ্রে। এই বিলম্বের জন্য দুঃখিত।
লেখা এবং মন্তব্য প্রকাশে পদ্ধতি খুবই সহজ, শুধু অতিথি অবস্থায় মডারেশন ঘুরে আসাটাই বাড়তি কষ্ট। দু'হাত খুলে লিখতে থাকুন, অন্য সচলদের সাথে মিথষ্ক্রিয়ায় যোগ দিন, কিছুদিন পর দেখবেন পূর্ণ সচল হয়ে গেছেন।
সচলে স্বাগতম।
ধন্যবাদ। অতিথিদের সীমাবদ্ধতার কারণগুলো পড়লাম। আমিও একমত। খালি মনে হয় যদি কোনও কারণে লেখা "বাতিল" হয়ে যায় সেটা লেখক কে জানিয়ে দেওয়া উচিত। কেন বাতিল হলো সেটা নাহয় না-ঈ জানালেন, কিন্তু বাতিল যে হলো সেটা কি জানার রাইট লেখকের নেই, বলেন?
আমার তো মনে হয় নিজের লেখা সবার কাছেই অনেক দামী অন্যে যা-ঈ ভাবুক না কেন।
এই বাতিল হবার তথ্যটা জানানোর স্বয়ংক্রিয় ব্যবস্থা সচলায়তনের এই ভার্সনে নেই। আপগ্রেড হবার পর থাকতে পারে, এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপগ্রেড করার পরও এটা কেবল যাদের অ্যাকাউন্ট অ্যাকটিভেট করা হয়েছে, তাদের কাছেই কেবল পাঠানো যাবে। ম্যানুয়ালি পাঠাতে গেলে অনেক চাপ পড়বে মডারেটরদের ওপর। উদাহরণ দেখুন, এই পোস্টে আপনার নাম ছিলো না শুরুতে। এখন মনে করুন, কোনো মডারেটর এই পোস্ট লেখককে জানাতে চান পোস্ট অপ্রকাশিত থেকে যাবার কথা। তিনি আপনার ইমেইল ঠিকানা পেতেন কী করে, যেখানে লেখকের নামই নেই? লেখকের নাম লেখা থাকলে ডেটাবেজ থেকে তাঁর ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করে নতুন একটি মেইলে ম্যানুয়ালি তাঁকে এই মেসেজটি জানানোর জন্যে যদি কম করে হলেও ৩ মিনিট ব্যয় হয়, দিনে দেড় ঘন্টার মতো কেবল এমন মেইলই করতে হবে। তবে এটা ঠিক যে লেখা পোস্ট করে কারোই অপেক্ষা করতে ভালো লাগে না। এই ভালো না লাগার ব্যাপারটা সচলত্ব প্রাপ্তির ব্যাপারে একটা পজিটিভ বায়াস যোগ করে বেশিরভাগের ক্ষেত্রেই। আর অপেক্ষার ব্যাপ্তিটাও খুব বেশি হবার কথা নয়, কখনো কখনো এমন পরিস্থিতি দেখা যায় যে কোনো মডারেটরই লগড ইন নেই, ফলে লেখা জমে যায়, কিন্তু সেটিও ব্যতিক্রমই।
আপনি অবশ্যই পোস্টের একটা ব্যাক আপ কপি রেখে দেবেন। সংরক্ষণ করার আগে পুরোটা কপি করে কোনো একটা টেক্সট ফাইলে পেস্ট করতে পারেন, বা গুগলডক্সে রেখে দিতে পারেন।
অপেক্ষার সময়টুকু সচলে সক্রিয় থেকে দেখতে পারেন, মন্দ লাগার কথা নয় ।
ভালো লাগলো ছড়াটা
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক ধন্যবাদ
-শাফক্বাত
ছড়া ভালো হৈছে। তবে পাঠঅভিজ্ঞতায় বুঝলাম আপনি লেখিকা, কিন্তু নামটা লেখক লেখক লাগলো।
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
আমার নাম তো এরকমই। আপনি এই লেখা টা পড়লে বুঝবেন। http://www.sachalayatan.com/comment/reply/30048/29983
জোশ ছড়া। ছানাপোনা সামলাতে গিয়ে লেখা কমিয়ে দিসনা কিন্তু।
লেখা কমিয়ে দিয়েছিলাম পরে মনোয়ার নামের এক ছোটভাইয়ের ধাক্কায় আবার শুরু করলাম। তুই ফেইসবুকে পড়িস আমার নোটগুলো। ওখানে আমি বরাবর রেগুলার। ব্লগে এসে পোস্ট করতে আলসেমি লাগে
-শাফ্ক্বাত
বেশ লাগলো।
সচলায়তনে স্বাগতম।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল
ধন্যবাদ
ছানাপোনাদের এই কাহিনি দেিখ সব ঘরে ঘরে এক।
ভাল লাগলো খুব, মনের কথা ছড়ায় ছড়ায় শুনতে।
আপনার ঘরেও একই কাহিনি? তাহলে তো আপনি আমার দুঃখ বুঝবেন !
এই তো আপনি জমাইতেসেন। আপনি পারবেন, নো চিন্তা।
তবে খালি পরিবার নিয়ে না লিখে আমাদের আপনার জীবনের সব এ্যাসপেক্টের গল্প শোনান, পরিবার, প্রফেশনাল (বিশেষত!), আইবিএ, মারামারি, গান!
আর মাঝে মাঝে বিশ্লেষণমূলক কিছু লেখাও লিখবেন।
বাই দ্য ওয়ে, আমিই মনওয়ার। আমার নিক মনওয়ার হারায় গেসিলো, সুতরাং আমি এখানে সিরাত, আমার ডাক নাম।
ভাই মনওয়ার, প্রফেশনাল লেখা শুরু করেছিলাম এক-খানা, দুইপর্ব লিখার পরে যথারীতি ফ্লো হারিয়ে ফেলেছি। আমার মনে হয় আমি যেই লাইফে বেশি জড়িত, সেটাই আমাকে দখল করে বসে। স্টুডেন্ট লাইফে থাকতাম যদি, তবে শিওর আইবিএ নিয়ে লিখতাম (আইবিএ না, মনে হয় রোকেয়া হল কিংবা প্রেম নিয়ে লিখতাম ) যেটাতে বেশি ইনভল্ভড ছিলাম
চাকরি ছাড়ার আগে লিখলে হয়তো দেশের বেকারদের উদ্দেশ্যে অনেক প্রফেশনাল টিপস দিতে পারতাম।
এখন এত বেশি ফ্যামিলি-বাউন্ড হয়ে পড়সি যে এর বাঈরে বেশি যেতে পারিনা। আমার ব্লগে গেলেই সেটা তুমি বুঝতে পারবে।
কী করি বলো তো? ঘরোয়া লেখার পাঠক নেই বলছো এখানে?
[ঊফ, I hAtE CAPTCHA!! ]
১
শাফক্বাত আপু, আপনার লেখার ট্যালেন্ট ভাল, আর আপনি ছাইড়া কথা কন না, তাই ফুসলাই, এই!
২
পরিবারের বিভিন্ন ডাইমেনশন নিয়েই লেখেন তাইলে। অসুবিধা নাই।
পাঠক পাবেন না কেন? ভাবী সমিতিতে পাইসেন না?
৩
লিখতে থাকেন। এমনিতেই ফ্লো চলে আসবে।
তবে নীতিমালাটা পইড়া নিয়েন। সাহায্য লাগলে আমারে মেইল/মেসেজ দিয়েন। আর এখানকার পুরান লেখা একটু পড়লে মুডটা বুঝতে মনে হয় সুবিধা হবে।
ভালো লেগেছে...সচলে সুস্বাগতম...আমিও নিজেও নতুন এখানে।
--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ তাসনীম। সামারা ভালো আছে?? ওকে নিয়ে লিখুন, আমি পড়বো।
ধন্যবাদ, সামারা ভালো আছে, দুইজন পিঠাপিঠী বোন আনুশা আর সামারা, একে অপরকে ব্যস্ত রাখে।
একটা লেখা দিয়েছিলাম শিশু পালন নিয়ে, পড়ে দেখতে পারেন। আরও দিব, আপনিও জাইনাকে নিয়ে লিখুন। আনুশার মিডল নেম জাইনা, আমাদেরও তাই অধিকার আছে জানার
ভালো থাকুন।
--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
নতুন মন্তব্য করুন