নিঝুম দ্বীপ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৬/০২/২০১০ - ১০:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এটা আমার এখানে প্রথম লেখা। সব পাঠকের মন্তব্য কাম্য।

নিঝুম দ্বীপ

এমন দৃশ্য কেউ দেখেনি কখনও।
ওষ্ঠাধরের বিচ্ছেদ স্পষ্ট
সমুখে স্বর্গ, চোখে লাগে ঘোর
সভ্যতার ইতিহাস থমকে দাঁড়ায় এখানে

নিস্তব্ধ জগত।
উদ্বায়ী স্বর্গের প্রাণীরা মেলে চোখ
চন্দ্রপ্রখর।
ধূসর প্রান্তরে জ্বলে তাই নিষ্পাপ নক্ষত্ররাজি,
নিসর্গ নির্জনে।

চাঁদের বিকৃত হাসি ছড়ায় এ নিষ্পত্র গেওয়া বনে।
বুভুক্ষু চোখ প্রত্যাখ্যাত ফিরে আসে
তাদের নাকে লাগে আসন্ন মারীর আভাস;
ওপারে কোথায় হায়েনার হাসি ভাসে।

লবনাক্ত বাতাসে সাগরের নিঃশ্বাস-
শুধু ওই নীলাধার জানে
নিদারুণ এ ক্ষয়ের মানে;
বিফল বিদ্রোহের সে বলি
হৃত সাম্রাজ্যে অবিরাম মাথা কোটে।

ভয় নেই আর, অমোঘ গতিতে পরিত্রাতারা আসে!
যুগল শৃঙ্গরা একে একে ঠেকে শারদীয় নীলাকাশে

এমন দৃশ্য কেউ দেখেনি কখনও।
ওষ্ঠাধরের বিচ্ছেদ স্পষ্ট
সমুখে নরক, চোখে লাগে ঘোর
সভ্যতার ইতিহাস থমকে দাঁড়ায় এখানে-

অস্তপ্রায় সূর্যের শেষকৃত্য পালন।
মুখে তার তবু নেই অবাক ছটা কোন
নিস্পৃহ দেহগুলি কেবল শায়িত স্বপ্নলোকে
সুদূর অরণ্যে নীলকন্ঠ মধুর ডাকে-
শিরশিরে বাতাসে তখনও অব্যর্থ কম্পন।

রৌদ্রস্নাত স্বপ্নজাত কোন প্রান্তর।
তার উন্মুক্ত জমিনে অস্পষ্ট লোহিত ঘ্রাণ।
কপট শোকে মূহ্যমান উজার বনভূমি।

ধীরে, অন্ধকারে সব ধাতস্থ হয়ে আসে।
অপার পাথারে জেগে থাকে স্থিরচক্ষু নিঝুম দ্বীপ।


মন্তব্য

নাশতারান এর ছবি

লেখার শেষে নিজের নিকটা উল্লেখ করে দেবেন। লিখতে থাকুন।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ফারাবী [অতিথি] এর ছবি

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ বুনোহাস।কেউ এই অর্বাচিনকে লেখা চালিয়ে যেতে বলছে এই বা কম কি। ভাল থাকুন।

তিথীডোর এর ছবি

সচলে স্বাগতম হাসি
নিকটা চোখে পড়েছে আপনি খুব গোছানো ভাষায় মন্তব্য করেন বলে..
লিখুন আরো!

--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মূলত পাঠক এর ছবি

সচলে স্বাগতম!

একেবারে একটাও বানান ভুল ছাড়াই প্রথম লেখা, শুধু এ জন্যই পাঁচতারা প্রাপ্য হয়ে যায় আপনার, অন্ততঃ এই "প্রুফরিডার"এর তরফ থেকে। কিছু কিছু বাক্যবন্ধ চমৎকার লাগলো, চাঁদের বিকৃত হাসি, বা ভোলাটাইল স্বর্গ, ইত্যাদি। কবিতার মানে ভালো বুঝেছি তা বলতে পারি না, কিন্তু তার কারণ হিসেবে কবিকে দোষী ঠাউরানো যায় না এই কবিতায়। আর সবটা বুঝতেই হবে সবাইকে এমন কথাও নেই।

শেষে নাম দিলেও চলে, কিন্তু আমার মনে হয় শিরোনামের পরে নিজের নামটা লিখলে নীড়পাতাতেই দেখা যায়, সেটা বাড়তি লাভ।

লিখতে থাকুন।

আনন্দী কল্যাণ এর ছবি

আরো লিখতে থাকুন। কিছু কিছু লাইন বেশ ভাল লাগল।
আরেকটু সহজ শব্দ ব্যবহার করা যায় কি?

---------------------------------------------
আকাশে তোর তেমনি আছে ছুটি
অলস যেন না রয় ডানা দুটি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।