ভিন্ন ভিন্ন স্বাদের ৬ টি গল্প নিয়ে কাঠের সেনাপতি । লেখক তারেক নূরুল হাসান । গল্পগুলো ১৯৯৭ থেকে ২০১০ এর জানুয়ারি বিভিন্ন সময়ে রচিত ।
চমৎকার প্রচ্ছদটি করেছেন নজরুল ইসলাম ।
বোদ্ধা বা লেখক হিসেবে নয় (আমি তা নই ও) , পাঠক হিসেবে
বইটি পড়ার পর আমার প্রতিক্রিয়া ।
সমান্তরাল (২০০৬)
গল্পটি বেশ লেগেছে । ছোট ছোট অনুচ্ছেদে ভাগ করে একটু একটু করে গল্প বলা। সময়ের নদীতে অদ্ভুদ সুন্দর সন্তরণ । প্রথম সিগারেট খাওয়া, মায়ের আদুরে কথা, গভীর চোখের বর্ণনা,প্রেমিকার উষ্ণ বুকে হাত রাখার কথা,বাবার অজানা কথা ,আবার বর্তমানে ফিরে আসা । গল্পটি ভালবাসার থেকে বেশি ঘৃণার, অথবা তার থেকে বেশি ঘৃণা করার ব্যর্থ চেষ্টার ! প্রতিটি অনুচ্ছেদই যেন একেকটি গল্প!
বউ (জানুয়ারি, ২০১০)
সাম্প্রতিকতম গল্প । একজন নিঃসঙ্গ,আটপৌরে মানুষের কথা। নাম মনজুর । একজন ব্যর্থ প্রেমিক । এখন গোপন কিন্তু গভীর প্রেমে ডুবে আছে রুমা নামের আরেকটি মেয়ের । সেই প্রেমের কথা কাউকে বলে না সে । নিয়মিত বিয়ে করার অথবা পাত্রী দেখার চাপ আসে কলিগ/কাছের লোকদের কাছ থেকে । এড়িয়ে যায় সযতনে । নতুন এই প্রেমকে আঁকড়ে ধরে রাখতে চায় , যে কোন উপায়েই , কারণ এর আগে তার হাত ছাড়া হয়েছিল এক জীবনের ভালবাসা। নতুন প্রেমিকা যেন অতীতের আয়না ।
শেষটা বেশি ভাল লেগেছে ।
কাঠের সেনাপতি (মার্চ ২০০৯ )
শুধু একটি প্যারা তুলে দেই । খুব ,খুব ভাল লেগেছে আমার।
পড়তে পড়তে ,কোন একদিন ,সম্ভবত সেদিন ছাতিমের গন্ধ আবার ও ভুল করে ঢুকে পড়েছিলো ওদের ঘরে ,দুয়েকটা চড়ুইয়ের ডানায় চেপে ।
আর রাশেদ সেদিন,ওর আশেপাশে চড়ুইয়ের মতই উড়তে থাকা অনেকগুলোওলোট পালোট শব্দকে ধরে ধরে খাতায় বসিয়ে দিয়েছিলো । বিকেল হলে, আব্বা যখন বাড়ি ফিরে,রাশেদ ভীষণ সংকোচে সেই
সার-বাঁধা চড়ুইগুলো নিয়ে আব্বার সামনে হাজির হয় , আর আব্বা
সেদিকে এক পলক তাকিয়েই বলে ওঠে ,'ওরে বাবা,
কি সর্বনাশ ,তুই কবিতা লিখে ফেলেছিস!'
গল্পটার পরতে পরতে এমন সুন্দর সব বাক্য । অন্য এক যুদ্ধের বর্ণনা !
ইঁদুর (মার্চ ২০০৮)
আমাদের মুখোশ খুলে দেবার গল্প । আমাদের যাপিত জীবনের নোংরা দিকের গল্প। কিছু গল্প আছে ,যা আমাদের মনে করিয়ে দেয়,আমাদের ভেতরে কি বসবাস করে । উত্তম চরিত্রে লেখা গল্পটি সমান্তরালে দুটি ঘটনা উপস্থাপন করে দেখিয়ে দিল মানুষের ভেতরের আঁধারকে।
নিমন্ত্রণ (এপ্রিল ১৯৯৭ )
গল্পটা ভিন্ন স্বাদের । কিছুই বলব না,কিছুই না!
পড়েই বুঝে নিতে হবে! তবে ভাল লাগবে এটা বলতে পারি!
শব্দশিল্পী (মার্চ ২০০৭)
বইটির সবচেয়ে লম্বা গল্প । কিন্তু শেষ করার পর মনে হবে আরেকটু বড় হলে ভাল হত!উত্তম চরিত্রে লেখা। ধীরলয়ে গল্পকথকের চরিত্র বিনির্মিত হয়েছে । গল্পটি গড়পরতা চাকরি খোঁজার নয়,কোন রূপবতীর পাশে বসে থাকার ইচ্ছে নিয়ে নয় । আটপৌরে দিনের বাইরের গল্প! অদ্ভুদ এক দক্ষতা সঠিক ভাবে কাজে লাগিয়ে এক দেশ বিরোধী লোককে সাজা দেবার গল্প!
লেখক সাহিত্যের পাতায় কত দিন থাকবেন জানি না , পরের বইটি অটোগ্রাফ সহ নেব এটা নিশ্চিত!
মাহবুব আজাদ (হিমু ভাই ), ফ্ল্যাপে লিখেছেন ,স্বভাবসুলভ গোছালো ভাবে "দৃষ্টি আকর্ষণী উন্মত্ত চিৎকার নেই ,আপন ঢোল ভেবে যথেচ্ছ বাদন বিভ্রাট নেই , তাঁর গল্প গুলি যেন সন্ধ্যায় পাঠকের দোরে কোমল করাঘাত করে ডাকে 'বাড়ি আছো?'
ঠ্যাংনোটঃ
*আমার মনে হয় রিভিউ/প্রতিক্রিয়া পড়া উচিত ,পড়া/দেখার পর! অন্য আলোতে দেখার জন্য,নিজের ভাবনা/প্রতিক্রিয়া অন্য (বেশিরভাগ ক্ষেত্রেই হয় বোদ্ধা শ্রেণীর কেউ) কারো সাথে মিলিয়ে নেবার জন্য । গল্পের ধরণ বলে দিলেই হয়ত পাঠক আগে থেকেই একটা ভাবনা/প্রত্যাশা নিয়ে বসে থাকবেন । যা হয়ত পরে পুরো না হলেও কিছু আনন্দ মাটি করে দেবে ।
*অন্য কারো রিভিউ পড়ব, অন্য আলোতে দেখব এই বইটিকে ,সেই অপেক্ষায় ।
*ফ্ল্যাপে লেখক নিজের সম্পর্কে তেমন কিছু লেখেন নি, প্রচারবিমুখতা ভাল লাগে নাই! ভাল ভাল লেখা ছড়িয়ে দিতে, প্রচারমুখী হওয়া জরুরি বলেই মনে করি ।
বোহেমিয়ান
মন্তব্য
একুশে বইমেলা শেষ হবার আগে সচলের কারো বইয়ের রিভিউ লেখবো না...
আর অটোগ্রাফ তো পাইসিই, কাজেই একদিন যখন কনফু ভাই বিখ্যাত হবেন- তখন... হুঁহুঁ বাবা...
_________________________________________
সেরিওজা
আমি মোড়ক উন্মোচনের আগেই কিনে চলে আসছি বাসায়!
কাল রাতেই বই পড়ে ফেলছিলাম ।
অটোগ্রাফ মিস করছি। এখন থেকে বইটা নিয়া যামু, মেলায় পাইলেই...
বোহেমিয়ান
ফেব্রুয়ারী মাসে চোখে ব্যাপকই সমস্যা দেখা দেয়। শস্যপর্বটা কোথায় খুঁইজাই পাইলাম না
এই বইয়ের প্রকাশক শস্যপর্ব হলেও মেলায় পরিবেশক পাঠসূত্র
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
স্টল নাম্বার ৭৩-৭৪। নজরুল মঞ্চের পাশেই।
বলে দেয়া দরকার ছিল পাঠসূত্রতে পাব...দুইবার মেলা রাউন্ড দিছি শস্যপর্ব খুঁজতে, ম্যাপেও পাই নাই। আমি তো ভাবলাম আমারই চোখের প্রব্লেম!
যাই হোক, আরো কয়েকদিন পর আবার যাব। আপাতত প্রথম কিস্তির বই পড়ে শেষ করে নিই।
বইমেলায় ঢুকে সব্বার আগে এই বইটা কিনবো...
ভাল্লাগবে তা তো জানিই!
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
এই বইটা অনেক প্রতীক্ষার বই । হাতে পাবার অপেক্ষায় আছি ।
"উত্তম পুরুষে" হবে, চরিত্রে নয়।
আপনাকে অনেক ধন্যবাদ ।
বিশাল ভুল
বোহেমিয়ান
ধন্যবাদ ----------
=========
কামরুজ্জামান স্বাধীন।
বইটা হাতে পাবার অপেক্ষায় আছি। রিভিউ চমৎকার হয়েছে
লেখাটা আসলে সংক্ষিপ্ত পাঠপ্রতিক্রিয়া হয়েছে, রিভিউ ... হয়নি। কনফুর বই হাতে কবে আসবে বুঝতে পারছি না, তবে তার আগে আরো বিশদ রিভিউ [কাহিনীবর্ণনা নয়] এর অপেক্ষায় থাকলাম।
- চল আমরা সকল সচল লেখককে চিপক্কে ধরি। যে নিজের নিজের বই জার্মানীতে মিনিমান গোটা চারেক কপি পাঠাইতে হবে। বই অনাদায়ে কুড়ি ইউরো করে জরিমানা।
তারেক কই? ভাইবা দেখেন বস, বই দিবেন নাকি কুড়ি ইউরো করে জরিমানা গোনবেন?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পকেট ফাঁকা, তবে বই কিনতে আমার টাকার সমস্যা হয়না, কয়েকজন 'অতি কাছের' বন্ধু সাথে নিয়া যাইতো! সচলের সবগুলা বইই লিস্টে রাইখা দিছি, একদিনেই সব কোপ দিমু।
------------------------------------
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।
সচলের পেশাদার রিভিউয়ার, অতন্দ্র প্রহরীর দৃষ্টি আকর্ষণ করছি !!!
হুমকি দিলাম, আপ্নে না লিখলে কিন্তু আমিই রিভিউ লিখে সচলদের বইয়ের বারোটা বাজামু...
_________________________________________
সেরিওজা
লেখাটা পড়ছিলাম না বইটা পড়া হয়নি বলে। আজকে বইটা পড়লাম।
লেখাটা ভাল লেগেছে। তবে 'বউ' গল্পটা আপনি যেমন বলেছেন আমার ঠিক ঠিক সেরকম মনে হয়নি।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আপনার কেমন মনে হয়েছে । শেয়ার করার অনুরোধ রইল ।
এতে আমার ভুল গুলো শোধরাতে পারব ।
মনোযোগ দিয়ে পড়েছেন তাই ধন্যবাদ ।
আমার একটা লক্ষ্য ছিল যে আমি যেন কাহিনীর বিন্দুমাত্র ও ফাঁস না করি, এতে যারা পড়েন নি তারা যেন আনন্দের এতটুকুও মিস না করেন ।
বউ এর শেষে একটা চমক ছিল, নিমন্ত্রণ এর জেনার বলে দিলেই মানুষ বুঝে যেত, তাই কিছুই লিখি নি ।
ভাল থাকুন ।
বোহেমিয়ান
পাঠানুভূতি পড়তে ভালোই লাগলো। হুউম, এগুলো একটু নাজুক বিষয় বটে। রিভিল ক'রে ফেলার একটা ভয় থাকে, আবার অপ্রতুলতার ফাঁদ!
বইটা না প'ড়েই এটা পড়লাম।
উত্সাহ তো আগেই ছিলো, এখনও অনীহা নেই কোনো।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
বোহেমিয়ান-কে অনেক ধন্যবাদ রিভিউটার জন্যে।
বই বেরুবার পরদিনই এভাবে ফিডব্যাক পেয়ে যাবো আশাই করিনি!
গল্পগুলো নিয়ে আর কিছু বলবো না, আপনার রিভিউটা ভাল লেগেছে। আর লেখার শেষে যে প্রচারবিমুখতার কথা বললেন, তার উত্তরে বলি, বই বের করে ফেলেছি, এর চেয়ে বেশি প্রচারমুখীতা আর কী হতে পারে?
অনেক ভাল থাকবেন।
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আমি নিজেও ভাবি নাই এই রকম কিছু লিখব । বইটা খুব ভালো লাগার কারণেই কিন্তু পাঠ প্রতিক্রিয়া লিখেছিলাম । (আর এই বই এর একটা গল্প ও আমার আগে পড়া ছিল না , তাই ভালো লাগার মাত্রা বেশি ছিল )
হাহা। সচলদের প্রায় সবার ফ্ল্যাপেই প্রচারবিমুখী পরিচিতি । হিমু ভাই , আরিফ জেবতিক ভাই,...
আর অটোগ্রাফ কিন্তু এখনো পাই নাই
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
বইটার ছাপা সংস্করণ কি কোথাও পাওয়া যাবে?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন