আমার আয়নাতে তুমি মুখ দেখবে বলে হলাম দিঘির জল, এ পথে আর হাঁটবেনা তুমি, খবর দিয়ে গেছে নীল মেঘেদের দল, তোমার বাগান উপচে পড়ে ফুলের ভারে, আমার চোখের তন্দ্রা ভেংগে জন্ম নিলো স্বপ্ন ভাঙ্গা জল।
মিনা আহমেদ
বাহ্ চমৎকার।
ধন্যবাদ। মিনা আহমেদ
"কোথায় পামু কলসি কইন্যা কোথায় পামু দড়ি তুমি হও গহীন গাঙ, আমি ডুইব্যা মরি" গানটা মনে করাইয়া দিলেন।
----------------------------------------------- কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময় তাহার মানুষ-চোখে ছবি দেখে একা জেগে রয় -
----------------------------------------------- কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময় তাহার মানুষ-চোখে ছবি দেখে একা জেগে রয় -
আমার খুব ই প্রিয় লাইন ....কোন দূর নক্ষত্রের চোখের_ _ _ মনে করিয়ে দিলেন। ঃ-)
দারুন...নিয়মিত লেখা চাই আপনার। শুভকামনা রইল।
আরে তৌফিক....এখানে তোমাকে দেখে খুবই ভালো লাগছে। মিনা আহমেদ
দারুণ লাগলো। মনে হলো, সুর বসালে চমৎকার গান হতে পারে।
আপনার আইডিয়া টা বেশ ভাল লাগলো। সুর বসিয়ে দিলাম। মনে হচ্ছে খুব একটা খারাপ হয়নি।ঃ-)
মন্তব্য
বাহ্ চমৎকার।
ধন্যবাদ।
মিনা আহমেদ
"কোথায় পামু কলসি কইন্যা কোথায় পামু দড়ি
তুমি হও গহীন গাঙ, আমি ডুইব্যা মরি"
গানটা মনে করাইয়া দিলেন।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
আমার খুব ই প্রিয় লাইন ....কোন দূর নক্ষত্রের চোখের_ _ _
মনে করিয়ে দিলেন। ঃ-)
দারুন...নিয়মিত লেখা চাই আপনার।
শুভকামনা রইল।
আরে তৌফিক....এখানে তোমাকে দেখে খুবই ভালো লাগছে।
মিনা আহমেদ
দারুণ লাগলো। মনে হলো, সুর বসালে চমৎকার গান হতে পারে।
আপনার আইডিয়া টা বেশ ভাল লাগলো।
সুর বসিয়ে দিলাম।
মনে হচ্ছে খুব একটা খারাপ হয়নি।ঃ-)
নতুন মন্তব্য করুন