কিছু খুচরা কথা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১৬/০২/২০১০ - ৮:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

According to John Wooden –
“Do not let what you cannot do interfere with what you can do”
এই একটা কথাতেই সব কিছু পরিস্কার হয়ে যায়। মানু্ষের frustration এর অন্যতম কারন কি এটা নয়? হয়ত। বর্তমানে আমি অতীতের ভূ্ল হিসাবে এটাকেই প্রাধান্য দিছি। আপাতত আমার কাছে এর চেয়ে গ্রহন যোগ্য আর কিছু মনে হচ্ছে না।

কিন্তু অতীত টা অনেক মজার। আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। অতী্ত এরকম না হলে আমি মনে হয় কখনও এতটা শক্ত হতে পারতাম না। একটা ভুল কথা বলে ফেললাম। আমি এতটা শক্ত এখনও হতে পারি নাই। হতেও চাইনা। কিন্তু যেটুকু হইছি, , আমার চরিত্রের খারাপ দিকগুলো বাশি পরিশফুটিত হইছে। সমস্যা কি?
আজকে আমার একজন বন্ধু অনেক সুন্দর একটা কথা বলেছে- “ কস্ট আমাকে শক্ত হতে শিক্ষা দিয়েছে”

Thanks Mitu , for this nice and delightful sentence.
অপেক্ষায় আছি ভবিষ্যত দেখার। পরিবর্তন দেখার। হবে কি? না সিগারেট এর মত একঘেয়েমি ভাবে সব শেষ হয়ে যাবে? অপেক্ষায় থাকব। প্রচেস্টা চালিয়ে যাব, একটা পরিবর্তন আনার।

একটা কথা জানা আছে? –
“Even a fool knows you can’t reach the stars but that does not stop a wise man from trying.”


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভুল বানানে ভরা! মন খারাপ বারে বারে হোঁচট খেতে হয়।

তাছাড়া আপনার নিজের কিছু বক্তব্য বলে ধরতেও পারলাম না কি বলতে চাচ্ছেন। পাঠকের কথা একটু মনে রেখে সেই লেভেল থেকে লিখলে সহজপাচ্য হত।

থামবেন না লেখা চালিয়ে যান।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তিথীডোর এর ছবি

নিজের প্রথম পোস্টের কথা মনে পড়ছে... ইয়ে, মানে...

নিকটা মন্তব্যে জানিয়ে দেবেন আশা করি!

সচলে স্বাগতম! হাসি

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তিথীডোর এর ছবি

(পুনরাবৃত্তি)

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

তিথীডোর, এবার আপনার মাউসটা পাল্টান।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তিথীডোর এর ছবি

দোষ তো আমার নিজের পান্ডবদা, ধৈর্য্য নেই যে একদমই... ইয়ে, মানে...

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নাশতারান এর ছবি

রকমারি রসনা ১ পোস্টটি কি আপনারই?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

শাফক্বাত এর ছবি

অতীত থেকে শিক্ষা না নিলে সামনে যাবো কিভাবে? আর ভবিষ্যত তো আমাদেরি হাতে। আর একঘেঁয়ে কেন হবে যদি আমরা নিজেরা চেষ্টা করি ইন্টারেস্টিং করতে?
আপনার মত আমিও নাম দিতে ভুলে যেতাম। এই জিনিসটা এখানে খুবঈ পেইন লাগে। ক্লিক করার পর যদি টের পান "নাম" দেন নাই, তখন তো ধরা !!! এখন আপনার লেখা অন্যের কাছে যতই বাজে হোক আপনার কাছে নিশ্চয়ই অনেক দামী !!
নামটা মন্তব্যে দেবেন আশা করি।
================================================
পরদেশী বঁধু, ঘুম ভাঙায়ো চুমি আঁখি।
যদি গো নিশিথ জেগে ঘুমাইয়া থাকি,
ঘুম ভাঙায়ো চুমি আঁখি।।

মূলত পাঠক এর ছবি

নাঃ, নিশ্চিত হওয়া গেলো যে মডারেটররা অফিসিয়ালি শীতঘুমে গেছে। শীতটা অবশ্য এবার জাঁকিয়েই পড়েছে, তাঁদের আর দোষ কী!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পাঠুদা,
আপনার কনসার্ন একশত ভাগ ভ্যালিড। কিন্তু মডুদের আরেকটু সহনশীল হওয়া লাগে মনে হয়। এই লেখক হয়ত অনেকদিন পর বাংলায় লেখা পড়ে অনুপ্রানিত হয়ে, সচলকে ভালোবেসে শুধুমাত্র সচলায়তনে মনের কথা গুলো লিখেছেন। অনভ্যাসে বানান ভুল হয়েছে কিছু, খানিকটা অসংলগ্ন হয়েছে লেখাটা কিন্তু উনার এই প্রয়াসকে আরেকটু সুযোগ দেয়া দরকার বলে মনে হয়। আর সেকারনেই প্রকাশিত হয়েছে লেখাটা। তবে একেবারে গার্বেজ কোয়ালিটির প্রচুর লেখা প্রকাশিত হয়না কিন্তু। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতন্দ্র প্রহরী এর ছবি

বেশ কিছু সহজ বানান ভুল করাটা চোখে লাগলো খুব। এছাড়াও লেখাটার সাথে পাঠক হিসাবে কোনও যোগসূত্র খুঁজে পেলাম না। তবে লেখা থামাবেন না। আরও লিখুন। সচলায়তনে স্বাগতম।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ সবাইকে। ভবিষ্যতে আমি আমার ভূ্ল গুলোর দিকে অবশ্যই সজাগ হব।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"ভুল"কে "ভূল" না লেখার ব্যাপারে যদি এবারও সজাগ হতেন! নিজের নামটা জানাতে যদি এবারও ভুলে না যেতেন!!



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

বাবারে!!! অনেক কঠিন।ক্ষমা করবেন।

অছ্যুৎ বলাই এর ছবি

হা হা হা। মডুরা দেখছি বিপদে!
অতিথি লেখক ভাই, আসলে তেমন কঠিন কিছু না। আমার মতো পাবলিক লিখতে পারলে আপনিও লিখতে পারবেন। আপনার পোস্ট পড়ে মনে হয় আপনার অনুভূতি অনেক তীব্র। এত তীব্র অনুভূতিসম্পন্ন একজন মানুষের কাছ থেকে ভালো লেখা না পাওয়াই অস্বাভাবিক।

আপনি একটি চমৎকার বিষয় নিয়ে লিখেছেন। কিন্তু বিষয় চমৎকার হলে তখন সেটা নিয়ে পাঠকের প্রত্যাশাও বেড়ে যায়। ওপরে পাঠকদের কিছু ফিডব্যাক মূলত সেই প্রত্যাশা পূরণ না হওয়ারই ফল। লেখক হিসেবে এর দায়টা আপনাকে নিতে হবে।

সচলের কিছু আচার সম্পর্কে বলি। সাধারণত ইংরেজি শব্দের আধিক্যকে এখানে উৎসাহিত করা হয় না। আপনার উক্তিগুলোর কয়েকটা পোস্টের সাথে মানানসই। কিন্তু পোস্টের কলেবরের সাথে তুলনায় তা সংখ্যাধিক্যের পর্যায়ে পড়ে বলে মনে হয়। এরপরে এখানে সবাই যে একেবারে অভিধান মেপে বানান লিখে তা না; কিন্তু শুদ্ধ বানানে লিখার একটা প্রচেষ্টা প্রত্যেকের মধ্যেই থাকে। আপনার লেখায় বহুল প্রচলিত বানানগুলোর ভুল তাই অনেকেই সহজভাবে নিতে পারবেন না, এটাই স্বাভাবিক।

এর বাইরে সবচেয়ে বড়ো ব্যাপার হলো, অনুভূতির শুধু প্রকাশ করলেই হয় না, সেটা লেখা হয়ে ওঠাও জরুরী। পাঠকের ফিডব্যাক আপনাকে আমাকে প্রত্যেককেই নিজের অনুভূতির ভাষার অক্ষরে প্রকাশকে 'লেখা' হয়ে উঠতে সাহায্য করে।

সুতরাং সবার ফিডব্যাককে 'কঠোর মন্তব্য' মনে না করে ফিডব্যাকের বক্তব্যকে বোঝার চেষ্টা করলে আসলে নিজেরই লাভ। এতো কথা বললাম, কারণ, আমি মনে করি, আপনার কাছ থেকে অনেক ভালো ভালো লেখা পাওয়া সম্ভব এবং সেই সম্ভবের বাস্তবায়ন দেখতে চাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

জি.এম.তানিম এর ছবি

বলাইদা এর কথাগুলোর সাথে ভীষণ ভাবে একমত। লেখক আশা করি পরের কোন মন্তব্যে নাম লিখবেন। আরও লিখতে থাকুন। লেখক পাঠকের মিথস্ক্রিয়াতে আরো ধারালো হয়ে উঠবে আপনার লেখনী এই আশা ব্যক্ত করলাম।

সচলে স্বাগতম।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

অনেক ধন্যবাদ ভাই। আমি সত্যি অনেক ভয়ে ছিলাম। আপনার কথা গুলো মনে থাকবে।

অতিথি লেখক এর ছবি

আমি দুঃখিত। নাম না দেয়ার জন্য।
(সবুজ)

তাসনীম এর ছবি

হাল ছেড়োনা বন্ধু, বরং লেখা ছাড়ুন জোরে...এরপর নাম দিতে ভুলবেন না। আমি নিজেও অনন্তকাল পরে বাংলা লিখছি। ভুল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবু চর্চাটা ধরে রাখুন। স্বাগত...

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সাবিহ ওমর এর ছবি

আমার খারাপ লাগে নাই। অনেকটা ফুটোস্কপিক-ফুটোস্কোপিক লাগলো...

দুর্দান্ত এর ছবি

আমি যা বলতে চাই, আমার আগের মন্তব্য কারি বলে গেছেন।
আমার মনের আরো কিছু কথা আছে, তা আশা করি পরের মন্তব্যকারিরা এসে বলে যাবেন।
সুপারমার্কেট বন্ধ হতে আর পাঁচ মিনিট বাকী, এদিকে বাসায় রুটি বাড়ন্ত।
তো পরেরবার কথা হবে। বাইগুড।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।