মৃদুলদার সাথে পরিচয় বছরখানেকেরও একটু বেশি সময় ধরে। ফেসবুকে মাঝে মাঝে কথা হত, আমার খুব আগ্রহের ব্যক্তি তিনি - কারণ তিনি ছড়া লেখেন। ছড়ার বস্ রিটন ভাইকে আমি রীতিমত গুরু মানি। কিন্তু মৃদুলদাকে দেখেছিলাম রাজাকার ইস্যুটা নিয়ে দারুণ দারুণ বিস্ফোরক ছড়া লেখেন, আমার বেশ মনে ধরেছিল ব্যাপারটা। মাঝে মাঝে মৃদুলদার সাথে ছড়ায় ছড়ায় কথাও বলতাম, বেশ মজা লাগত।
আজ সন্ধ্যায় আকতার ভাই আর মৃদুলদার লেখা বই "রাজাকার ইস্যুতে মানবতা মুছে ফেল টয়লেট টিস্যুতে" - এর মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের কথা মৃদুলদা সকালে জানালেন। হাজির হয়ে গেলাম। সেখানে সচল পরিবারের অনেককেই পেলাম। আর মৃদুলদা ও আকতার ভাই এর বইটা দেখে খুবই অনুপ্রাণিত বোধ করছি। মেলা থেকে ফেরার সময় মাথায় কিছু ছন্দ ঘোরাফেরা করছিল - সেগুলোই একটু গুছিয়ে শেয়ার করা আর কি।
০০০০০০০০
রাজাকার শিরোমণি গোআযম গং
করেছিস বহুকাল গা-জ্বালানো ঢং।
মনে তোর লেগেছিল দালালির রং
উল্লাসে গেয়েছিলি পাঞ্জাবী সং।
বাঙালির চেতনায় ধরে না যে জং
ঠ্যালা বুঝো বাবা - মোরা রেগে আছি টং।
০০০০০০০০০
জামাতের সেক্রেটারি মোল্লা কাদের,
তুই আছিস একেবারে কিনারে খাদের।
বেঘোরে খামচেছিলি একদা যাদের,
তারা আজ নেবে তোর প্রাণটা সাধের।
০০০০০০০০০
শুনে রাখ রাজাকার মুজাহিদ আলী,
বাংলার মুখে তুই লেপেছিস কালি।
ঝুলবি ফাঁসিতে তুই - লোকে দেবে তালি,
তোর "এপিটাফে" শুধু লেখা রবে গালি।
০০০০০০০০০
রাজাকার নিজামীর রক্তটা দূষিত,
কারণ সে টিক্কার পায়ুপথ চুষিত।
হবে তার সুবিচার - মানুষ আজ খুশি তো,
বুঝবে কী নিদারুণ ঘৃণা লোকে পুষিত।
"অকুতোভয় বিপ্লবী"
___________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
মন্তব্য
দারুণ। আরো লিখুন।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
খুবই চমৎকার! সচল আরেকজন ছড়াকার পেল মনে হচ্ছে। আরো লিখেন এবং পোস্টান। বরাহশিকার জারি থাকুক।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
দারুণ!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সচলে স্বাগতম, ছড়াকার! নিয়মিত লিখুন।
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
-![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সচলায়তনে সচল হইতে গিয়া আমার নাট বল্টু অচল হইয়া যাইতেছে।
মাননীয় মডারেটর দয়া করিয়া আমাকে ছাইড়া দেন পীলিজ
ঘুমভাই
আমি এবার মাপ চাই।
সদস্যনাম: ঘুমভাই
পড়া ও মন্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
"অকুতোভয় বিপ্লবী" _____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
না মেনে উপায় আছে! রাজাকার বিষয়ে ছড়ার বই তিনি অনেক আগেই বের করেছেন।
ভালা হৈসে ভাই...
_________________________________________
সেরিওজা
নামটা কি 'অকুতোভয় বিপ্লবী'ই ! আগামী ছড়াকার !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দারুণ লাগলো। বিশেষ করে "মুজাহিদ আলী"![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
প্রথমটায়![উত্তম জাঝা! উত্তম জাঝা!](http://www.sachalayatan.com/files/smileys/jajha.gif)
![গুল্লি গুল্লি](http://www.sachalayatan.com/files/smileys/guli.gif)
শেষের দুটো এক্কেবারে
দ্বিতীয়টাতে ছন্দে ঈষৎ হোঁচট খেলাম। এমন হলে কেমন হয় দেখুন তোঃ
জামাতের ধামাধরা মোল্লা কাদের,
তুই আছিস একেবারে কিনারে খাদের।
বেঘোরে খামচেছিস একদা যাদের,
তারা আজ নেবে তোর প্রাণটা সাধের।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আমার তো ঠিকই আছে মনে হল।![চিন্তিত চিন্তিত](http://www.sachalayatan.com/files/smileys/39.gif)
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
মূল ছড়াটা আমার কাছেও ঠিকই লাগলো![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
বেঘোরে খামচেছিলি কে বেঘোরেখাম - চে - ছিলি এভাবে পড়লেও ছন্দটা ঠিকই লাগছে আমার কাছে।
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
আশাহত ভাই/আপা, রাজাকার বিষয়ে বইয়ের জন্যে তো বটেই, এমনিতেই আমার খুব ছোটবেলা থেকে রিটন ভাইকে গুরু মানি![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
সুহান, ধন্যবাদ ভাই![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
রণদা, বলছেন? ছড়াকার শব্দটা খুবই সুন্দর![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
বিডিআর ভাই, হেঁহেঁহেঁ ... ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
বুনোহাঁস ভাই, দারুণ হয়েছে এবার, সুযোগ পেলে ঠিক করে নেব, ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
"অকুতোভয় বিপ্লবী" _____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
ভালৈছে। বরাহশিকার জারি থাকুক।![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
দারুণ!
নিজামীরটা বেশি দারুণ
আপনে কে মশাই?!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
এ তো মশাই না, পুরো কসাই!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
রাজাকারদের চামড়া ছিলতে এসেছে...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
অসাধারণ। শেষটায় ছন্দের ওঠানামা দারুন লাগলো
চরম। এরকম আরো লেখেন।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
বাঃ বাঃ, সচল আরেক জন ছড়াকার পেলো তাহলে। কিন্তু মশাই, ফাঁকি মারা চলবে না কিন্তু। মাঝে মাঝেই ছড়া চাই এই রকম।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
বাহ! চমৎকার হয়েছেতো!!
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
ফাট্টাফাট্টি! পাঁচ তারা!! আরও ছড়া চাই![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
এইটা পড়ে এই নিজামী হারামীকে বরাহ কম কৃমি বেশী মনে হচ্ছে, ক্ষতিকর গুঁড়া কৃমি!! একে মারার জন্য দরকার উন্নতমানের কৃমির ঔষধ, আছেন কোনো ডাক্তার ভাই?
খোমাখাতায় ই কইছিলাম জাঝা!!!
লাস্ট এর টা বেশি জুশ ।
( বুইড়া আঙ্গুল উপ্রের দিকে )![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
এই ইমো যে কেম্নে দেয় !
*বুনোহাঁস আপুর সংশোধন ঠিকাছে
বোহেমিয়ান
ইশতিয়াক, একটি বরাহকেও ছেড়ে দেয়া চলবে না।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
![শয়তানী হাসি শয়তানী হাসি](http://www.sachalayatan.com/files/smileys/19.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
![লইজ্জা লাগে লইজ্জা লাগে](http://www.sachalayatan.com/files/smileys/9.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
সুজন্দা, ভাল লাগল :)। আপনার কাছে কিন্তু আমার কার্টুনের ফরমায়েশটা এখনও আছে
মৃদুলদা, রাজাকারের ছিলে নেয়া চামড়া থেকে কী বেনিফিট বের করা যায় ভাবছি
সাফি ভাই, মন্তব্যটা খুবই ভাল লেগেছে
আশরাফ ভাই, ধন্যবাদ বস :)। চেষ্টা করবো আরো লেখার
মূলোদা, ছড়া দিয়েও যুদ্ধ চলুক, কী বলেন ?
তাসনিম ভাই,
বর্ষা আপু, অনুপ্রাণিত বোধ করছি
মামুন্ভাই, ধন্যবাদ দিয়ে ছোট করি কেম্নে বলেন?
বরাহনিধক, আপনি যেমন বুঝিয়েছেন, বরাহ শিকারীরা প্রত্যেকেই সেরকম ডাক্তার
বোহেমিয়ান, ওহেমিয়া, ধন্যবাদ :D। বুনোহাঁস আপু বেশ ভাল সাজেশন দিয়েছেন।
"অকুতোভয় বিপ্লবী"
___________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
সবগুলো ছড়াই দারুণ ছন্দময়। দারুণ আরাম পেলাম পড়ে।
বেশি বেশি লিখুন।
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
আর 'জামাতের সেক্রেটারি' জায়গাটায় "জামাতের-সেক-রে-টা-রি" পড়তে গেলে মাত্রা সমস্যা মনে হতে পারে, এখানে "জামাতের-সে-ক্রে-টা-রি" পড়লে মনে হয় ঠিকঠাক লাগবে।
রাহিন এবং স্বপ্নাহত - ধন্যবাদ পড়া ও মন্তব্য করার জন্য।
ভাল লেগেছে জেনে আনন্দিত হলাম![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
বেশি করে লেখার চেষ্টা করব।
পড়ার জন্য ধন্যবাদ
অসাধারণ হয়েছে, পরবর্তী ছড়ার অপেক্ষায় রইলাম।
বরাহশিকার জারি থাকুক।
সন্ধ্যা
ধন্যবাদ সন্ধ্যা, পরবর্তী ছড়ার প্রস্তুতি চলছে, আসবে শীঘ্রই![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
বরাহশিকার জারি থাকুক।
অকুতোভয় বিপ্লবী
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে
শেষের দুটো দারুণ। (তালিয়া)
আরো লিখুন।
বরাহ শিকার জারি থাকুক।
---- মনজুর এলাহী ----
ধন্যবাদ মনজুর ভাই![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
লেখা আরো আসবে।
বরাহ শিকার জারি থাকুক।
অকুতোভয় বিপ্লবী
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে
শেষের দুটো সবচে' ভালো লাগল। আপ্নে ছন্দে শিকার চালায়ে যান।
কৌস্তুভ
ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
অকুতোভয় বিপ্লবী
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে...
দারুন লাগলো। অকুতোভয় বিপ্লবীর জন্য একরাশ শুভেচ্ছা![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
নতুন মন্তব্য করুন