আটত্রিশ বছরের না পারার গ্লানি,
প্রজন্ম পরপর সবে মিলি টানি।
রাজাকার দেশদ্রোহী অপরাধী জানি,
আর মোরা টানবো না বিবেকের ঘানি।
চল সবে এইবার বুকে বল আনি,
দূর করি দেশ থেকে ক্ষতিকর প্রাণী।
গোআযম-মুজাহিদ-নিজামীর চাম,
এ বেলায় না ছিলিলে হবে বিধিবাম।
কত যুগ ঝরিয়াছে কপালের ঘাম,
মুছে দিতে দেশ থেকে দালালের নাম।
বহে বায়ু বিপরীতে - প্রেতমুখে রাম;
'সোনার বাংলা' বলে দেয় তারা পাম্।
হানাদার বধ করা বাঙালির কাম,
দিন শেষে রাজাকার খায় কি না আম !
আর মোরা শুনিবো না ভণ্ডের স্তুতি,
দালালের মুখে মোরা সবে মিলি মুতি।
যত হোক ছাগুগিরি আর বোমাবাজি,
ছেড়ে কথা হবেনাকো বুঝিস বাবাজি !
কালো কভু হয় না যে ফকফকে ধলা,
চোরের মা চিরকালই বড় করে গলা।
এইবার দেশবাসী ছাড়বে না আর -
ইতিহাসে লেখা রবে বরাহ শিকার।
"অকুতোভয় বিপ্লবী"
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
মন্তব্য
আপনার শেষের দুটো লাইন দ্রুত সত্যি হোক।
কৌস্তুভ
দারুণ ছড়া!
ধন্যবাদ
"অকুতোভয় বিপ্লবী"
___________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
ওরে!
বলেছিলাম চলতে,
এ যে দেখি ওড়ে!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
তবু যদি দালালের
ঘাঁটি সব পোড়ে...
"অকুতোভয় বিপ্লবী"
______________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
পুড়ুক,
দালাল সব মরুক বেঘোরে।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
অসাধারণ!! ছড়াকারের মুখে ফুল চন্দন পড়ুক
"অকুতোভয় বিপ্লবী"
______________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
খাইছে, এই ব্যাটা দেখি ক্যামেরা ছাইড়া ছড়াকলম হাতে তুলে নিছে... বিপ্লব
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দরকারমত বল্লমও চলে আসবে নজরুল ভাই
"অকুতোভয় বিপ্লবী"
______________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
দুর্দান্ত ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
চলুক, উড়ুক; সবকিছু করুক। আর চাই।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
খ্যারি অন বস !!!
_________________________________________
সেরিওজা
বাপ্রে!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
চ্রম! চালায়া যান
বাহ বাহ!!
বেশ বেশ। :)
- মুক্ত বয়ান।
বিলম্বে মন্তব্যের জন্য আন্তরিক দুঃখিত।
এবারও সন্দেহাতীত ভাবে অসাধারণ এবং পরের ছড়ার অপেক্ষায়...
বরাহশিকার জারি থাকুক।
সন্ধ্যা
কষ্ট করে পড়ে মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ
"অকুতোভয় বিপ্লবী"
______________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
-
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দারুন হয়েছে বস! চলতে থাকুক
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ধন্যবাদ ধূগোদা এবং সাইব্বাই। আপনাদের অনুপ্ররণা আমাকে উৎসাহিত করবে
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
নতুন মন্তব্য করুন