প্রণমিয়া শহীদেরে একুশের প্রাতে,
পেন্সিলখানা মোর তুলে নিই হাতে।
দালালির সাজা মোরা দেব হাতেনাতে,
বরাহের গলা কেটে নেব সাক্ষাতে।
ভাষার জন্যে যাঁরা দিয়েছে জীবন,
তাঁদের আত্মা আজি কাঁদে সর্বক্ষণ।
স্বাধীকার সংগ্রামে তাঁরা গুরুজন,
ফুলে ফুলে সেই স্মৃতি করেছি স্মরণ।
আজকের বাংলাতে তাঁদের অপমান,
বরাহের ছানাপোনা করিতেছে গান।
চল সবে বল্লম হাতে নিই তুলে,
জোরসে আঘাত করি দালালির মূলে।
প্রতিদিন সক্কালে প্রাণে দিই দম,
চল সবে হয়ে উঠি বরাহের যম।
ধড় থেকে ফেলে দিই বরাহের মাথা,
ধরণী শুনুক আবারও বাঙালির গাঁথা।
"অকুতোভয় বিপ্লবী"
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
মন্তব্য
এইটা আমি না ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ব্যাপক হইছে বস।
কার্টুনটা আরো জোশ।
- মুক্ত বয়ান
ধন্যবাদ
১.
ছবি ফ্লিকারে আপলোড করে এমবেড করলে ভালো হয়।
২.
বরাহশিকার মিমটায় বরাহ কিন্তু কোনো ব্যক্তি বা ব্যক্তিসমষ্টি না। বরাহ একটা "ধারণা"। বরাহশিকার বলতে আমরা যেন কোনো ব্যক্তি হনন না বুঝি।
হিমু, কার্টুনটা কোনায় হাসিব সিগনেচার দেয়া আছে । সেইটার কথা কৈতেছিলাম
নীড়পাতা.কম ব্লগকুঠি
তো?
তো কৈলাম ঐটা আমি না ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
না না ক্যান ঐটা আপ্নি না ক্যান ঐটা আপ্নি না আপনাকে ঐটা হৈতেই হবে হৈতেই হবে
হে হে হে
হুম্, ঠিক।
বরাহ হলো একটা গোষ্ঠীর ধারণা।
ছবি সুন্দর হয়েছে।
................................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
ছবি, ছড়া দু'টোই ভালো লাগল।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ধন্যবাদ
"অকুতোভয় বিপ্লবী"
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
বরাহশিকারীকে দেখে বড়োই আমোদ(!) পেলুম।
ধমক দিলেন ভাই?
শিকারীটা আসলে রোমান যোদ্ধার পোশাকে দেয়ার কারণ হলো একটা ধারণা প্রকাশ করা, আর তা হলো আমাদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে নামতে হবে, বর্মধারণ করে নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থাও রাখতে হবে।
"অকুতোভয় বিপ্লবী"
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
সবাইকে অনেক ধন্যবাদ।
বরাহশিকার জারি থাকুক।
"অকুতোভয় বিপ্লবী"
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
ছবি এবং ছড়া দুটোই চমৎকার...
বরাহশিকার জারি থাকুক।
সন্ধ্যা
ধন্যবাদ
"অকুতোভয় বিপ্লবী"
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
ভালু পাইলাম, তয় দেশী লুঙ্গী কাছা মেরে আর গামছা পড়া শিকারী হলে বেশি ভালু পাইতাম!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ঠিক, পরের বার ঠিক করে নেব
"অকুতোভয় বিপ্লবী"
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
ছবি ও ছড়ায়
ঠিকই আছে, তবে 'প্রত্যুষে' দিলে শুনতে আরেকটু ভালো লাগতো বোধহয়।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
মনে হয় ভাল হত।
ধন্যবাদ
"অকুতোভয় বিপ্লবী"
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
পাংখা
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
"অকুতোভয় বিপ্লবী"
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
জয়তু ছড়াকার। বরাহ শিকার জারি থাকুক।
ধন্যবাদ মামুন ভাই
আপনার দুই দেবশিশুর মত আরো সবাই যেন এই দেশটার জন্য মমতা রাখে মনের গহীনে, তারা সবাই যেন একেকটা রত্নভাণ্ডার হয়ে কাজে লাগতে পারে ভবিষ্যতে - এটাও বরাহ শিকারের একটা শিক্ষা বলে আমি মনে করি।
"অকুতোভয় বিপ্লবী"
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
ছড়ায় ও ছবিতে পুরা কোপাকুপি।
ধন্যবাদ দ্রোহীদা
"অকুতোভয় বিপ্লবী"
_____________________________________________________
লড়েই যাব, শেষ শোণিতটুকু বাজি রেখে ...
লেখা পড়া আর মন্তব্য করার জন্য সবাইকে ধন্যবাদ।
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
লেখা ছবি ভালো হইসে।
বরাহ শিকারীকে আরো বিভিন্ন ভাবে, বিভিন্ন গেটআপে চাই।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ধন্যবাদ বস, আরো আসবে আশা করি
___________________________________________________
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
নতুন মন্তব্য করুন