প্রাণোচ্ছ্বাস আর সুখ-মায়াময়
এই জীবনের শেষে,
হুট-নোটিশে মানুষ ছোটে
'আর-না-ফেরার' দেশে।
যায়না কোন খবর দেয়া,
চট-আলাপন ফোনে-
অশেষ সময় একলা কাটে
সুদূর কোন কোণে।
হয়তো হঠাত্ স্মৃতির কোন
ছোট্টো ঢেঊয়ের সাথে,
মনটা হঠাত্ উথলে ওঠে;
বাঁধ থাকেনা তাতে।
হয়তো মনে সাঁতার কাটে
সেই জীবনের ছবি-
কান্না, হাসি, ঠাট্টা, মায়া,
দুঃখ, আবেগ সবি।
যায়না ফেরা নতুন করে,
কিংবা দেয়া ঊকি-
আপনজনের মনের কোনে
স্মৃতির ঠুকোঠুকি।
হয়তো দেখার ইচ্ছে জাগে
কে রেখেছে মনে,
কে ভোলেনি পুরোন স্মৃতি
নতুন কোন ক্ষণে?
কে এখনো আড়াল খুঁজে
একলা ভাসে শোকে?
কে এখনো স্মৃতির ভারে
অতীত নিয়ে ঝোঁকে?
যাওবা মেলে -ওদের সাথে
হয়না দেখা আর,
একলা হয়ে একলা থাকাই
হয় জীবনের সার।
মন্তব্য
আপনার ছন্দজ্ঞান ভালো লাগলো খুব। লেখার শেষে নিকটা উল্লেখ করতে ভুলবেন না।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ধন্যবাদ।
মুঠোফোনের সুবাদে সচল হলাম আজই, এটিই এখানে প্রথম পোষ্ট, ঘন্টাচারেক আগে নিবন্ধন করার পর দিয়েছি ।অনেক কিছুই দূর্বোধ্য লাগছে, আশা করছি শুধরে নিতে পারবো ধীরে ধীরে ।
আমার নিক 'মর্ম'।
ধন্যবাদ আরেকবার।
খুব ভালো লাগলো। আগে লিখেছেন কি না সচলে জানা গেলো না নাম দেননি বলে। সচলে তাই স্বাগতম জানাই। কোন একটা কমেন্টে নিকটি দিয়ে দিবেন আশা করি। দুই একটি টাইপো চোখে পড়লো। পরের বার আরেকটু দেখে নেবেন।
লিখতে থাকুন, আপনার ছন্দ এবং অন্তর্গত ভাব দুটোই মন ছুঁয়ে গেল।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
অদ্য এসে পদ্য লিখে
কমেন্ট পেয়ে ধণ্য,
ভালোলাগার সুরসুরিতে
পুলকটি অনন্য।
টাইপো পরে শুধরে নেবার
ইচ্ছেখানা রইলো,
আজকে না হয় মনটা কেবল
ধন্যবাদই কইলো !
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আব্বুর কথা মনে পড়লো।
কবিতা খুব সুন্দর!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
আপনি যা বলেছেন এরপর আর বলার কিছু থাকতে পারেনা।
একি সাথে ভালো এবং খারাপ লাগছে।
ধণ্যবাদ।
সুন্দর প্রকাশভঙ্গি
কবির য়াহমদ_
অসংখ্য ধণ্যবাদ।
কবিতাটা ভালো হয়েছে।
জেনে ভালো লাগলো।
ধণ্যবাদ।
সুন্দর ছন্দমধুর কবিতা। ভাল লাগল।
কৌস্তুভ
আমি আসলেই অবাক একসাথে আপনাদের এতোজনের মন্তব্য পেয়ে।ভালো লাগছে। ধন্যবাদ।
খুব সুন্দর। মর্ম,
পদ্য বুঝি ধর্ম?
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
ধুলির মাঝে মিশতে কি কেউ চায়?
তাও মানুষে ধুলোয় মাখামাখি,
ধুলোর মাঝেই ঠিক সে মিশে যায়।
খুব সুন্দর!
অনেক ধণ্যবাদ!
চমৎকার ছন্দময় কবিতা ।
মন ছুঁয়ে গেল ।
মর্ম নামটা ভালো লেগেছিলো । ভাবলাম আপনার কোন লেখা পড়েছি কিনা , পড়া হয় নাই দেখে গুগল করে তাই এটা বের করেছি । কষ্ট করে বের করে ঠকি নি । আরো লিখুন ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
ধইন্যবাদ বাদ্ আর কি বলবো?
লেখা পড়ার জন্য (লেখাপড়ার বলিনি কিন্তু) এত ঝামেলা সহ্য করেছেন, না ঠকার অনুভুতিটুকু যে এটাকে সহনীয় করে দিতে পেরেছে আমি এতেই আনন্দিত।
অনুপ্রানিত হচ্ছি, লেখার সাহসও-মরচে পড়া মাথা আর হাত এখন সঙ্গ দিলেই বাঁচি!
নতুন মন্তব্য করুন