১ দিন পরই হতে যাচ্ছে ৮২তম অস্কার প্রদান অনুষ্ঠান। কলা-কুশলীদের মতো ছবির দর্শকরাও আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানটির জন্য বসে আছে।
বলা বাহুল্য নমিনেশন পাওয়া সবগুলো ছবি দেখা হয়নি। যেগুলো দেখেছি তার মধ্য থেকেই বেছে নিলাম এবারের অস্কার।
সেরা ছবি
ইনগ্লোরিয়াস বাস্টার্ডস নিয়ে আশা ছিল অনেক। ট্রেইলার দেখার পর থেকেই বসে ছিলাম ছবিটা দেখার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ছবিটা জমেনি। টোরেন্টিনো একটু হতাশই করেছে। সবচেয়ে ভাল লেগেছে আপ ইন দ্য এয়ার। কিন্তু সেরা ছবির পুরষ্কার এই ছবির কপালে জুটবে বলে মনে হচ্ছে না। শেষ পর্যন্ত লড়াইটা জমে উঠেছে অ্যাভাটার এবং দ্য হার্ট লকারের মধ্যে। স্লামডগ মিলিয়নার যদি অস্কার পেয়ে থাকে, অ্যাভাটারকে দুইটা অস্কার দেয়া উচিৎ।
অ্যাভাটার
দ্য ব্লাইন্ড সাইড
ডিস্ট্রিক্ট ৯
এন এডুকেশন
দ্য হার্ট লকার
ইনগ্লোরিয়াস বাস্টার্ডস
প্রেশাস
এ সিরিয়াস ম্যান
আপ
আপ ইন দ্য এয়ার
সেরা পরিচালক
এখানেও প্রতিযোগিতা মূলত ক্যাথরিন বিগ্লো আর জেমস ক্যামরনের মধ্যেই সীমাবদ্ধ। আমার মনে হচ্ছে ক্যাথরিনই বাজিমাৎ করে দিবেন। যদি জিতেই যান তিনি হবেন অস্কার পাওয়া প্রথম মহিলা পরিচালক।
অ্যাভাটার – জেমস ক্যামরন
দ্য হার্ট লকার – ক্যাথরিন বিগ্লো
ইনগ্লোরিয়াস বাস্টার্ডস - কোয়েন্টিন টারান্টিনো
প্রেশাস - লী ডেনিয়েলস
আপ ইন দ্য এয়ার – জেসন রেইটম্যান
সেরা অভিনেতা
জর্জ ক্লুনি ? সম্ভবত না। কলিন ফোর্থ অথবা জেফ ব্রিজের হাতেই উঠবে এবারের অস্কার।
জেফ ব্রিজেস - ক্র্যাজী হার্ট
জর্জ ক্লুনি - আপ ইন দ্য এয়ার
কলিন ফোর্থ - এ সিঙ্গ্যাল ম্যান
মরগান ফ্রিম্যান - ইনভিক্টাস
জেরেমী রেনের - দ্য হার্ট লকার
সেরা অভিনেত্রী
দ্য ব্লাইন্ড সাইড ভাল ছবি। আহামরি কিছু নয়। কিন্তু পুরো ছবিতে সান্ড্রা বুলকের অভিনয় ছিল এক কথায় অসাধারণ। নমিনেশন পাওয়া বাকী ছবিগুলো দেখি নাই। তাই অস্কার গোজ টু - সান্ড্রা বুলক !
সান্ড্রা বুলক - দ্য ব্লাইন্ড সাইড
হেলেন মিরেন - দ্য লাস্ট স্টেশন
কেরি মুলিগান - এন এডুকেশন
গেবৌরি সিডিব - প্রেশাস
মেরিল স্ট্রীপ - জুলি এন্ড জুলিয়া
সেরা সহ-অভিনেতা
ক্রিস্টোফার ওয়াল্টজ। এইটা নিয়া আসলে কোন কথাই নাই। আর কাউকে নমিনেশন দেওয়ারই দরকার ছিল না এই ক্যাটাগরিতে !
সেরা অ্যানিমেটেড ছবি
একদমই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপ। সেরা ছবির জন্যও নমিনেশন পেয়েছে ছবিটা।
দেখা যাক কী হয় !
--
নিঃসঙ্গ গ্রহচারী
মন্তব্য
ওয়েবে একটা রিলেটেড আর্টিকেল পাইলাম । পড়ে দেখতে পারেন
নীড়পাতা.কম ব্লগকুঠি
লিঙ্কটার জন্য ধন্যবাদ।
পড়লাম। মজা করে লিখলেও খুব সত্য কথা।
- আমাকে যদি অস্কার দেয়ার ক্ষমতা দেয়া হয়, আমি চোখ বন্ধ করে "আপ"কে নির্বাচন করবো।
কিন্তু আমি জানি "আপ" অস্কার পাবে না। অ্যানিমেশন যে! আর যদি "আপ" কোনোভাবে অস্কার পেয়েই যায়, তবে ধরে নিতে হবে নির্বাচক মণ্ডলীতে স্রোতের বিপরীতে চলা কিছু মানুষ ছিলো অবশ্যই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার কাছে মনে হইছে অস্কার বেশির ভাগ সময়ই হুজুগের উপর নির্ভর করে।
এর সবচেয়ে ভাল উদাহরণ সম্ভবত গতবারের অস্কার। ফ্রস্ট-নিক্সন, বেঞ্জামিন বাটনের মত ছবি টপকে স্লামডগ মিলিয়নার কিভাবে পুরষ্কার পায় এইটা আমার মাথায়ই ঢুকে না। এ. আর. রহমান আমার সবচেয়ে প্রিয় সংগীত পরিচালক। কিন্তু সত্যি কথা হচ্ছে ও অস্কার পাইছে ওর সবচেয়ে বাজে কাজগুলোর একটার জন্য।
দেখা যাক, এইবার হুজুগ থেকে বের হয়ে আসতে পারে নাকি।
আমি হতাশ ব্রাড পিটের জন্য, হালায় গতবার বেঞ্জামিন বাটনে চরম অভিনয় কইরাও অস্কার পাইলনা, এইবারও ক্রিস্টোফার ওয়াল্টজ ধরা খাওয়ায় দিল।
-----------------------------------
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।
জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।
ব্রাড পিট অস্কার পায় নাই, এই দুঃখে আমি এখনও 'মিল্ক' দেখি নাই !
সবগুলো দেখিনাই এখনও...দেখি কী হয়!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন মন্তব্য করুন