১
সেলিম সাহেব আর নবী সাহেব একই অফিসে চাকরি করেন। সহকর্মীর বাইরেও তাদের রয়েছে বন্ধুত্বের সম্পর্ক। দুজনেই নিজেদের চিন্তাভাবনা বা সমস্যা শেয়ার করে থাকেন। সেলিম সাহেব কথাবার্তায় চালচলনে একেবারে ধোপদুরস্ত। নিজেকে তিনি অত্যন্ত স্মার্ট ভাবেন। কথায় কথায় ইংরেজি বলার চেষ্টা করেন। নবী সাহেবও তাই, তবে লোক দেখানো স্বভাবটা তার মধ্যে কম।
একবার, নবী সাহেব খেয়াল করলেন যে সেলিম সাহেবের কিছু একটা নিয়ে সমস্যা হচ্ছে। তিনি ইদানিং একটু বেশি উশখুশ করছেন কিংবা শরীর মোচড়াচ্ছেন যা তার সাথে একেবারে যায় না। আবার চেহারাও একটু যেন মলিন দেখাচ্ছে। তো সময়-সুযোগ বুঝে নবী সাহেব তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, 'কি ব্যাপার ভাই! কয়েকদিন ধরে চেহারাটা কেমন দেখাচ্ছে! শরীর-টরীর খারাপ নাকি?'
সেলিম সাহেব একট যেন ইতস্তত করে বলেই ফেললেন, 'আর বলবেন না ভাই। খুব ঝামেলায় আছি।কন্সটিপেশন হচ্ছে কয়েকদিন ধরে! কি যে করি!?'
নবী সাহেব মাথা নেড়ে বললেন, 'হুমম, সমস্যা বটে। তা আপনি এক কাজ করেন না! ইসপগুলের ভুষি খেয়ে দেখেন। বেশ কাজের কিন্তু।'
'কী যে বলেন না নবী ভাই! ভুষি!! আরে ওসবতো চাষা-ভূষারা খায়। আপনার মত মানুসের কাছ থেকে একটু স্মার্ট সল্যুশন আশা করি।'
নবী সাহেব এবার খানিক চিন্তা করে বললেন, 'বেশ। তাহলে আপনি বরং গ্লিসারিন সাপোজিটর ট্রাই করে দেখতে পারেন। এটাও ভাল।'
সেলিম সাহেব জিনিসটার নাম শুনে বোধহয় একটু ভরসা পেলেন। বললেন, 'পাবো কোথায়? প্রাইস কিরকম?'
'পাওয়া কোন ব্যাপার না। মোড়ের যে কোন ফার্মেসিতেই পাবেন। পার পিস ২-৩ টাকার মত পড়ে। একবারে ৫-৬ টা নিয়ে নেন। খাল্লাস!'
সেলিম সাহেব তার কথা যতটুকু বুঝলেন, অক্ষরে অক্ষরে পালন করলেন। কিন্তু বিশেষ ফল হল না।
কয়েকদিন পর নবী সাহেব অফিসে তাকে পাকড়াও করলেন।
'কি ভাই? পেটের কি খবর? অল ক্লিয়ার?'
সেলিম সাহেব একটু বিরক্ত হয়েই জবাব দিলেন, 'হমম। অল ক্লিয়ার না ছাই। আপনার কথামত সবইতো করলাম। কিছুতো হলই না বরং লাভের উপর লাভ হল বুকের জ্বলুনি! কি যে সব প্রেসক্রাইব করেন না!!'
নবী সাহেব ঠিক ধরতে পারলেন না। কাজ কখনো কখনো নাও হুতে পারে, কিন্তু তা বলে বুকে জ্বলারতো কথা নয়! তিনি জিজ্ঞেস করলেন, 'কেন ভাই? ঠিক কি করেছিলেন আপনি?'
'কি করব আবার? যা করতে হয় তাই করেছি। পানি দিয়ে খেয়েছি।'
নবী সাহেব প্রায় দেড় মিনিট হাঁ করে দাঁড়িয়ে রইলেন ! কি বলা উচিৎ বুঝে উঠতে পারলেন না।
**সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ সাপোজিটর সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
- An আইডিয়াবাজ প্রোডাকশন (.......To be continued)
মন্তব্য
সেলিম সাহেবকে বড়ই আপন আপন লাগচে...
An আইডিয়াবাজ প্রোডাকশন (.......To be continued) কি আপনার নিক? বেশ এস্মার্ট নিক।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সাধু..সাধু..আরো চলুক!
হি হি.."কি করবো আর?..পানি দিয়ে খেয়েছি।"
মন্তব্য নিষ্প্রয়োজন!
মর্ম
বেচারা ...
---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
সতর্কতা দিয়ে ভালো করেছেন। অনেকেই এরকম ভুল করে বলে শুনেছি। অবাক হলেও সত্যি যে বিশ্ববিদ্যালয় জীবনে হলের এক বন্ধুর প্রয়োজনে প্রথম যখন জিনিসটার কথা শুনি তখন বিশ্বাসই করতে পারিনি এটা এভাবে ব্যবহার করে।
সত্যি, এই জিনিষটার কথা আগে শুনিনি।
লেখা ভাল লেগেছে।
হাহাপগে।
continue করুক।
---- মনজুর এলাহী ----
স্কিনের সমস্যার জন্য ডাক্তার একজনকে দিয়েছে একটা ক্যাপসুল
প্রথমদিন ক্যাপসুল খেযে তার মনে হলো তার পেটে কিছু গণ্ডগোল হচ্ছে
তাই তিনি বুদ্ধি করে ক্যাপসুলটা ভেঙে মুখের চামড়ায় মেখে নিলেন পানি মিশিয়ে
কাহিনীটা এক অতিসচেতনের গতকালের ঘটনা
(ইনিও ইস্মার্ট। কী বলেন?)
যদি ভিটামিন-ই ক্যাপসুল হয়ে থাকে তাহলে খুব একটা ভুল করেননি ইনি।
আরেকটা ইস্মার্ট গল্প বলি। গল্পটা অন্যের মুখে শোনা।
কোন এক এনজিও জন্মবিরতিকরণ বড়ি বিতরণ করেছে গ্রামে। গ্রামবাসী জন্মনিয়ন্ত্রণের ব্যাপারটা বুঝে উঠতে পারেনি। তারা ভেবেছে ওগুলো ভিটামিন ট্যাবলেট। তাই মুরগিকে খাইয়ে দিয়েছে যাতে ওগুলো হৃষ্টপুষ্ট হয় আর ডিম বেশি দেয়। কিন্তু এই অতিবুদ্ধিমানদের বুদ্ধির ফলস্বরূপ মুরগিগুলো ডিম দেয়াই বন্ধ করে দিল।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
- তাইতো বলি ডিমের দাম এতো বেশি ক্যান!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ব্যপারটা বোধহয় বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
লাইক করতে বাধ্য হলাম......
ইস্মার্ট অষুধ সেবন!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
গড়াগড়ি খাচ্ছি.........হা হা হা......
-স্নিগ্ধা করবী
এ কারণের যে কোন ঔষধ ব্যবহারের আগে ব্যবহারবিধি ভালো ভাবে পড়ে নেওয়া জরুরী।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
নতুন মন্তব্য করুন